• No products in the cart.

Remini Pro ব্যাবহার করুন খুব সহজেই!

আসসালামু আলাইুম, আশা করি সবাই ভালো আছেন।

আজকে এই পোস্টে বলবো কিভাবে Remini Pro ব্যাবহার করবেন তাও আবার বিনিং-কার্ডিং এর ঝামেলা ছাড়াই।

 

প্রথমেই আপনারা এই লিংক থেকে DualSpace Pro অ্যাপ এবং প্লেস্টোর থেকে অরিজিনাল Remini অ্যাপ টি ডাউনলোড দিবেন।

 

Download হয়ে গেলে DualSpace অ্যাপ ওপেন করবেন।

Start বাটনে ক্লিক করার পর সেটিংস সিলেক্ট করবেন। এরপর পারমিশন অ্যালাউ করে দিলে হোম পেজ এ নিয়ে আসবে।

Remini অ্যাপটি সিলেক্ট করে ক্লোন বাটনে এ ক্লিক করবেন।

ক্লোন হয়ে গেলে রেমিনি অ্যাপটি ওপেন করবেন।

সব পারমিশন অ্যালাউ দিবেন।

রেমিনি প্রো সাবস্ক্রিপশন ডান! আপনি এখন যেকোনো কিছু এডিট করতে পারবেন।

পুরো পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।

2 responses on "Remini Pro ব্যাবহার করুন খুব সহজেই!"

  1. Rohan

    • কমেন্ট করার জন্য ধন্যবাদ, ❤

      আমাদের সাথে চ্যাট করতে চাইলে এই পেজে ম্যাসেজ দিন:👇👇👇
      https://www.facebook.com/OfficialTechnicalBangla/

      কোর্স কিনতে চাইলে এই ওয়েবসাইটে ভিজিট করুন :👇👇👇
      https://www.technicalbangla.com/

      সরাসরি ফোনে কথা বলতে চাইলে এই নাম্বারে ফোন দিন :👇👇👇
      +8801998569895

      ধন্যবাদ ❤

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

top
Technical Bangla ©  All rights reserved.