• No products in the cart.

( No-Root ) [ROG] [Gaming] ইন্সটল করে নিন নতুন দুটি মডিউল ROG এবং GPU REBORN Gaming Edition ডিভাইসের পারফরম্যান্সকে করুন আগের থেকেও উন্নত ( Part 5 )

আসসালামু আলাইকুম সবাইকে আজকে আলোচনা করতে যাচ্ছি আমাদের ( No Root Tweaks & Modules এর পঞ্চম পর্ব নিয়ে )

পূর্বে যে সকল মডিউস গুলা শেয়ার করেছিলাম আলহামদুলিল্লাহ সবার থেকে ভালই রেসপন্স পেয়েছি, আমি আমার পোস্টে যতটুকু পারি সহজ করে বুঝানোর চেষ্টা করি, এবং আমি আমার পার্সোনালি যতোটুকু পারি আপনাদেরকে সাহায্য করি,

আজকে আপনাদেরকে শুধু একটি না দুইটি মডিউল এর সাথে পরিচয় করে দিব এবং কিভাবে ইন্সটল করবেন সম্পুর্ন পোস্ট ভালো

মডিউলস দুইটির নাম হচ্ছে –  GPU REBORN ( GAMING EDITION-) এবং  ROG KERNEL

এই মডিউলস দুটি আপনারা চাইলে Brevent অথবা MT Manager দিয়ে ইন্সটল করতে পারবেন,  আমি এই পোস্টে Brevent দিয়ে সেটাপ করা দেখাব

যাদের Brevent দিয়ে ইন্সটল করতে সমস্যা হয় বা সেটাপ হয় না তারা নিচের লিনক থেকে MT MANAGER ডাউনলোড করে ইন্সটল করে নিন,

আগে জেনে নেই মডিউল থেকে আমরা কি কি সুবিধা পেতে চলেছি, আসলে আমি ৭-৮ ধরে ব্যবহার করছি তাই এর খারাপ কিছু আমি পাইনি,

গেমে কিছুটা ভালো FPS পাবেন

ডিস্প্লে এর টাচ রেসপন্স আগের থেকে ২৫-৩০% ভালো পাবেন

র‍্যাম বুস্ট করতে সহায়তা করবে,

ডিভাইস আগের থেকে কম গরম হবে

আরেকটি কথা আপনাদের বলে দেই যেহেতু এগুলা আমরা  No Root ডিভাইসের জন্যে ব্যবহার করি এর থেকে আপনি যদি অনেক বড় কিছু আসা করে ফেলেন তাহলে হবেনা,  কিন্তু এই মডিউল গুলি কাজ করে এটা প্রমানিত, এই সকল স্ক্রিপ্টের নির্দিষ্ট কুনু ডিভাইস এ কাজ করবে কি করবেনা তা বলে দেওয়া নেই তাই সকল মডিউল ট্রাই করে দেখবেন কুন মডিউল আপনার জন্যে সুইটেবল,  আমার ডিভাইস হচ্ছে Redmi Note 8  আমার কাজের ফাইল আপনাদের সাথে সেয়ার করা হয়,  আমার সেয়ার করা আগের সেরা কিছু মডিউল নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে চাইলে আপনারা সেগুলাও ব্যবহার করতে পারেন নিচে সকল পোস্টের লিনক দিয়ে দিলাম

এখন চলুন আজকের মডিউল ইন্সটল করার পালা

ডাউনলোড হয়ে যাওয়ার পর ফাইলটি জিপ আকারে পাবেন সেটাকে  Z Arciver অথবা ফাইল ম্যানেজার থেকে এক্সট্রাক্ট করে নিবেন এরকম একটি ফোল্ডার পাবেন,

ফোল্ডার এর ভিতরে মডিউল পেয়ে যাবেন GPU.sh নামের,

এখন এই ফাইলকে কপি করে আপনার ডিভাইসের Internal Storage এ নিয়ে পেস্ট করে দিবেন,  পেস্ট করা হয়ে গেলে ফাইল টি ইন্টারনালে পেয়ে জাবেন,

এখন আমাদের কাজ হচ্ছে ইন্সটল করা,  প্রথমে Brevent এপ্স ওপেন করে নিবেন, তারপর Exec Command এ ক্লিক করবেন

এখন এখানে কমান্ড লিখে দিতে হবে মানে আপনি মডিউল কোথায় রেখেছেন সেটার পাথ বলে দিতে হবে,  যদি আপনারা আমার দেখানো মত ফাইলকে Internal এ নিয়ে রাখেন তাহলে আমার এই নিচে দেওয়া কমান্ড লিখে দিলেই হয়ে যাবে,

মডিউল ইন্সটল হওয়া শুরু হয়ে যাবে এবং নিচে এরকম লেখা আসলে মনে করবেন আপনার মডিউল ইন্সটল সম্পুর্ন হয়ে গেলো ,  ডিভাইস রিস্টার্ট করার দরকার নেই,

এখন অনেকের প্রশ্ন আসতে পারে ভাই MT MANAGER দিয়ে কিভাবে ইন্সটল দিব?

মডিউলের যে ফাইল আছে সেটার উপর ক্লিক করবেন MT MANAGER থেকে তারপর Excute এ ক্লিক করলেই ইন্সটল হয়ে যাবে,

তাহলে চলুন এবার দেখাই আমাদের ২য় মডিউল ROG KERNEL ইন্সটল কিভাবে দিবেন

এই মডিউলে ভালো পারফরম্যান্স পাবেন ডিভাইসে এবং গ্যামিংয়ে সাহায্য করবে,

প্রথমে ফাইলটি ডাউনলোড করে নিবেন ডাউনলোড ROG

তারপর মডিউলকে মুভ করে আপনার ডিভাইসের INTERNAL STORAGE এ পেস্ট করে দিবেন,

এখন Brevent এপ্সে গিয়ে কমান্ড লিখবেন

মডিউলত ইন্সটল হয়ে গেলো এখন প্রশ্ন আসতে পারে এগুলা Uninstall কিভাবে করতে হবে?

মডিউলের ফাইল কে ডিলিট করে ডিভাইস রিস্টার্ট করবেন তাহলে ডিভাইস থেকে এই মডিউল রিমুভ হয়ে যাবে,

আজকের জন্যে বিদায় নিতে হচ্ছে দেখা হবে নতুন আরেকটি এপিসোড নিয়ে  কেমন পারফরম্যান্স পাচ্ছেন জানাবেন কমেন্টে, এবং কেমন মডিউল চান পরবর্তীতে,

0 responses on "( No-Root ) [ROG] [Gaming] ইন্সটল করে নিন নতুন দুটি মডিউল ROG এবং GPU REBORN Gaming Edition ডিভাইসের পারফরম্যান্সকে করুন আগের থেকেও উন্নত ( Part 5 )"

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

top
Technical Bangla ©  All rights reserved.