• No products in the cart.

Instagram Reels থেকে টাকা আয় কিভাবে করবেন ? (২০২১ অনলাইন ইনকাম)

আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা জানবেন যে Instagram Reels এর মাধ্যমে কিভাবে টাকা আয় করতে পারবেন।

যদি আপনি আগের থেকেই অনলাইনে কাজ করে টাকা আয় করছেন, তাহলে Instagram Reels আপনার জন্য একটি দারুন online income opportunity হয়ে দাঁড়াতে পারে।

এছাড়া, যদি blogging, YouTube ইত্যাদি ছাড়াও আপনারা অন্যান্য কিছু লাভজনক উপায় ব্যবহার করে ইন্টারনেট থেকে ইনকাম করতে চাইছেন, তাহলে Instagram Reels ব্যবহার করে দেখুন।

এই আর্টিকেলে আমি আপনাদের ইনস্টাগ্রাম রিল্স ভিডিও বানিয়ে লোকেরা কিভাবে অনলাইনে আয় করছেন সেই সম্পূর্ণ প্রক্রিয়াটি বলবো।

এছাড়া, আর্টিকেলের মধ্যে আপনারা কিছু secret tips অবশই পাবেন যেগুলোর মাধ্যমে তাড়াতাড়ি ইনস্টাগ্রাম রিল্স থেকে ইনকাম করতে পারবেন।

মনে রাখবেন, Instagram Reels থেকে ইনকাম করার জন্য প্রথমেই আপনাকে নিজের followers দের সংখ্যা বৃদ্ধি করতে হবে।

চিন্তা করবেননা, নিয়মিত রিল্স ভিডিও বানিয়ে আপলোড দিতে থাকলে অনেক তাড়াতাড়ি ইনস্টাগ্রাম ফলোয়ার্স বৃদ্ধি পেতে থাকবে।

কিছু simple strategy গুলোকে follow করেই আপনারা কিছু দিনের মধ্যে হাজার হাজার ফলোয়ার্স বানিয়ে নিতে পারবেন।
তবে চলুন, ইনস্টাগ্রাম রিল্স এর মাধ্যমে কিভাবে ইনকাম করতে পারবেন তার সম্পূর্ণ প্রক্রিয়াটি আমি আপনাদের বলে দিচ্ছি।

ইনস্টাগ্রাম রিল্স কি ? (What is Instagram Reels in Bangla)

Instagram Reels হলো একটি video feature যার মাধ্যমে আপনি short এবং interesting videos গুলো create করতে পারবেন।

এছাড়া অন্যান্য লোকেদের বানানো short এবং entertaining videos গুলোকেও দেখতে পারবেন Reels এর মাধ্যমে।

ভালো ভালো এবং interesting short videos গুলোকে বানিয়ে নিজের friends বা Instagram এর মধ্যে সক্রিয় যেকোনো ব্যক্তির সাথে শেয়ার করতে পারবেন।

Reels video গুলোর ক্ষেত্রে কেবল 15-second multi-clip videos গুলো বানাতে পারবেন যেখানে audio, effects এবং কিছু creative tools ব্যবহার করে ভিডিও গুলোকে এডিট করতে পারবেন।

আপনার তৈরি করা Reels ভিডিও গুলো যেকোনো Instagram user দেখতে পারবেন।

আর তাই, Instagram followers বৃদ্ধি করার ক্ষেত্রে এই রিল্স ভিডিও গুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

Instagram থেকে সহজে কিভাবে ইনকাম করা যায় ?

দেখুন বন্ধুরা, Instagram হলো একটি অনেক জনপ্রিয় ও বিখ্যাত social networking website যেখানে online income এর সুযোগ প্রচুর রয়েছে।

এবং, বিশ্বজুড়ে হাজার হাজার লোকেরা ইনস্টাগ্রাম থেকে অনলাইন ইনকাম করছেন।

তবে, এখান থেকে ইনকাম করার জন্য আপনার যেই জিনিসের সব থেকে বেশি প্রয়োজন সেটা হলো “followers“.

তাই, Instagram এর মধ্যে grow করার জন্য আমি নিচে এমন কিছু সেরা উপায় বলে দিচ্ছি যেগুলোর মাধ্যমে দ্রুত গতিতে আপনি views এবং followers পেতে পারবেন।

এই প্রক্রিয়া গুলো অনেকেই ব্যবহার করেছেন এবং নিজের Instagram followers প্রচুর বৃদ্ধি করে নিয়েছেন।

তাই, যদি ইনস্টাগ্রাম রিল্স থেকে টাকা আয় করতে চাইছেন, তাহলে প্রথমেই নিচে দেওয়া টিপস গুলো পড়ুন।

১. Niche select করুন

Instagram Reels video বানানোর আগেই সবচেয়ে আগে আপনাকে একটি ভালো niche (বিষয়) এর বাছাই করে নিতে হবে।

Niche সিলেক্ট করে নিলে আপনার কাছে একটি লক্ষ্যবস্তু শ্রোতা (targeted audience) এর সংখ্যা থাকবে যাদের লক্ষ্য রেখে আপনি ভিডিও বানাবেন।

আপনি যদি বিভিন্ন আলাদা আলাদা বিষয়ে ভিডিও বানিয়ে থাকেন তাহলে টাকা আয় করার ক্ষেত্রে প্রচুর followers হতে হবে।

কিন্তু, যদি আপনি কেবল একটি বিশেষ niche এর ওপরেই কনটেন্ট publish করতে থাকেন, তাহলে কিছু followers হওয়ার পরেই ইনকাম করার সুযোগ আপনারা পেতে পারবেন।

নিচে আমি কিছু popular Instagram Reels niche গুলোর বিষয়ে বলে দিচ্ছি।

  • Comedy 
  • Acting 
  • Motivational 
  • Finance 
  • Food / recipe 
  • Fitness/Health
  • Beauty 
  • Educational

এই ধরণের topics এর ওপরে থাকা Instagram channel / profile গুলো অনেক তাড়াতাড়ি জনপ্রিয়তা লাভ করা দেখা গেছে।

২. সরাসরি কিছু Reels idea লিখে ফেলুন

আপনি কোন বিষয়ে (niche) Reels video তৈরি করবেন সেটা সঠিক করার পর আপনাকে সরাসরি ৫০ টি Reels videos এর ideas ভেবে লিখে রাখতে হবে।

এতে আপনি আগের থেকেই তৈরি থাকতে পারবেন এবং আপনার জানা থাকবে যে আসছে সময়ে আপনি কোন কোন topic গুলোতে Reels video বানাবেন।

প্রত্যেক দিন ভিডিওর জন্য topic খুজার ঝামেলা আপনার থাকবেনা।

আপনাকে ভাবতে হবে যে কোন কোন টপিক নিয়ে ভিডিও তৈরি করলে লোকেরা প্রচুর আকর্ষিত হবেন।

এছাড়া, আপনি চাইলে Google এর মধ্যে গিয়ে নিজের Topic এর সাথে Instagram Reels Ideas লিখে সার্চ করলেই প্রচুর trending video ideas গুলো পাবেন।

উদাহরণ স্বরূপে, যদি আপনি education niche নিয়ে Reels video বানাতে চাইছেন, তাহলে গুগলে সার্চ করুন, “Instagram Reels Idea For Education“.

প্রত্যেক video topic idea গুলোকে excel, notepad বা খাতায় লিখে রাখুন।

৩. প্রত্যেক দিন একটি করে ভিডিও তৈরি

এখন, আগের থেকে তৈরি করে নেওয়া ভিডিও টপিক গুলোর ওপরে প্রত্যেক দিন একটি করে ভিডিও বানাতে হবে।

মনে রাখবেন, প্রথম দিন থেকেই কিন্তু আপনি views বা followers পাবেননা।

তবে, নিয়মিত প্রত্যেক দিন একটি করে ভিডিও দিতে থাকতে হবে ভিউ না আসলেও কোনো কথা নেই।

Reels videos গুলো অনেক short হয় তাই প্রত্যেক দিন একটি করে ভিডিও বানিয়ে upload দেওয়াটা কোনো বড় বেপার না।

৪. Hashtags (#) এর ব্যবহার করুন

সব সময় ভিডিও গুলোতে hashtag (#) এর ব্যবহার করবেন, এতে আপনার ভিডিও গুলো প্রচুর শ্রোতাদের কাছে পৌঁছাতে সাহায্য হবে এবং ভিডিও গুলোর reach বাড়বে।

এছাড়া, লোকেদের ইন্টারেস্ট হিসেবে search result এর মধ্যে আপনার ভিডিও আসতেও সাহায্য হয় hashtag ব্যবহার করলে।

নিজের বানানো ভিডিওর সাথে জড়িত হ্যাশট্যাগ গুলো ব্যবহার করুন।

প্রয়োজন হলে ভিডিওর সাথে জড়িত trending hashtags গুলো ইন্টারনেটে সার্চ করেও জেনেনিতে পারবেন।

Hashtag for Instagram reels লিখে Google এর মধ্যে সার্চ করলেই প্রচুর website পেয়ে যাবেন যেখানে ট্রেনডিং হ্যাশট্যাগ গুলো পাবেন।

১ থেকে ২ টি ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলো নিয়ে নিজের ভিডিওতে ব্যবহার করুন।

৫. ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে

মনে রাখবেন, এখনের সময়ে video quality কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়।

তাই, যদি আপনি চাইছেন যে আপনার ভিডিও গুলো লোকেরা প্রচুর দেখুক এবং সেগুলোকে like করুক তাহলে আপনার বানানো ভিডিও গুলোর কোয়ালিটি দারুন থাকতেই হবে।

ভিডিও গুলো দেখতে interesting হলেই শ্রোতারা সেই ভিডিওর প্রতি আকর্ষিত হয়ে সেটাকে মন দিয়ে দেখবেন।

এর সাথেই, ভিডিওতে থাকা সাউন্ড (sound) কোয়ালিটি নিয়ে প্রচুর ধ্যান রাখবেন, সাউন্ড যাতে স্পষ্ট এবং ক্লিয়ার থাকে।

৬. জরুরি তথ্য

মনে রাখবেন, Instagram Reels videos এর প্রচুর লাভ রয়েছে যদি আপনি তাড়াতাড়ি নতুন ফলোয়ার্স পেতে চাইছেন।

কারণ, Instagram রিল্স ভিডিও গুলো আগের থেকে থাকা ফলোয়ার্স এর সাথে নতুন audience দের দেখানো হয়।

ফলে, যদি আপনার ভিডিও গুলো interesting এবং engaging থাকে তাহলে প্রচুর new followers পাওয়ার প্রচুর সম্ভাবনা থাকে।

তাই, নিয়মিত প্রত্যেক দিন একটি করে Reels video দিতে থাকলে তাড়াতাড়ি followers বৃদ্ধি পাবে।

Instagram Reels এর প্রচুর লাভ রয়েছে,

  • নিয়মিত রিল্স ভিডিও তৈরি করুন এবং ভিডিওর reach বৃদ্ধি করুন।
  • রিল্স ভিডিও বানিয়ে স্টোরি হিসেবে ব্যবহার করে engagement বৃদ্ধি করুন।
  • আপনার Instagram account এর reach বাড়বে এবং অনেকেই আপনাকে জানবেন ও চিনবেন।
  • লোকেরা বুঝতে পারবেন যে আপনি কোন বিষয়ে expert এবং কোন বিষয়ের ভিডিও তৈরি করেন। এতে, ফলোয়ার্স প্রচুর বাড়বে।

Instagram Reels থেকে ইনকাম করুন

এখন হয়তো আপনারা ভালো করেই বুঝতে পেরেছেন যে, ইনস্টাগ্রাম এর মধ্যে প্রচুর নতুন ইউসাররা আপনার রিল্স ভিডিও (Reels videos) গুলো দেখতে পারবেন।

তবে তার জন্য আপনাকে প্রথমে কিছুদিন নিয়মিত ভিডিও তৈরি করতে হবে, যেভাবে আমি ওপরে বলেছি।

তাহলে চলুন, এবার আমরা জেনেনি কিভাবে ইনস্টাগ্রাম রিল্স এর দ্বারা টাকা ইনকাম করতে পারবেন।

প্রচুর লাভজন উপায় গুলো ব্যবহার করে Instagram reels creators রা অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন।

  1. Refer & Earn Program
  2. Affiliate marketing 
  3. Sponsorship 
  4. Collaboration
  5. Paid Stories
  6. Sell your courses 

চলুন প্রত্যেকটি income method এর বিষয়ে বিস্তারিত তথ্য জেনেনেই।

১. Refer & earn program

আপনি যেই niche বা topic নিয়ে Reels video তৈরি করছেন সেই topic এর সাথে জড়িত কিছু Refer & Earn Program খুজুন।

এই ধরণের Refer & Earn Program গুলো বিভিন্ন কাজ যেমন, app download, signup, subscription, referral ইত্যাদি বিভিন্ন action গুলোর জন্য টাকা দিয়ে থাকে।

তাই, ভিডিওর সাথে জড়িত এরকম কোনো program join করুন এবং নিজের ভিডিওতে লোকেদের সেই program join করতে বলুন।

আপনার bio সেই program join করার link দিয়ে দিন এবং ভিডিওতেও বলুন যে bio তে থাকা লিংক এর মাধ্যমে program join করতে পারবেন।

এরকম অনেক android apps আছে যেগুলোকে refer করার বিপরীতে ভালো পরিমানে টাকা দেওয়া হয়।

তাই, আপনি নিজের niche এর সাথে জড়িত এই ধরণের apps গুলোকেও refer করে income করতে পারবেন।

২. Affiliate marketing

এফিলিয়েট মার্কেটিং কি, এই বিষয়ে আমি আপনাদের আগেই বিস্তারিত তথ্য দিয়েছি।

Refer & earn program এর মতোই affiliate marketing করেও Instagram Reels থেকে ইনকাম করতে পারবেন।

আপনি যেই niche নিয়ে ভিডিও তৈরি করছেন তার সাথে related একটি affiliate product নিজের Bio এর মধ্যে লাগিয়ে দিন।

এবার, আপনাকে নিজের ভিডিওতে বলতে হবে যে যদি product টি আপনার পছন্দ হয়েছে, তাহলে bio section এর মধ্যে এর Link রয়েছে।

এভাবেই, যদি আপনার ভিডিও দেখা লোকেরা ভাবেন যে হে আমাদের এই product টি কেনা দরকার এবং যদি তারা আপনার bio তে থাকা affiliate link এর মাধ্যমে সেটা কিনেন, তাহলে প্রত্যেক সেল এর বিপরীতে আপনি commission পাবেন।

আমি আপনাকে প্রক্রিয়া বলে দিলাম যেটা অনেকেই ব্যবহার করে ইনকাম করছেন।

এখন কিভাবে আপনি এই প্রক্রিয়াটিকে ব্যবহার করে রিল্স (Reels) দ্বারা ইনকাম করবেন সেই প্লানিং আপনার করতে হবে।

৩. Sponsorship

Instagram Reels থেকে টাকা ইনকাম করার সব থেকে জনপ্রিয় উপায় হলো sponsorship.

প্রচুর ছোট-বড় brands রয়েছেন যারা আপনার content এবং followers এর ওপরে লক্ষ্য করে আপনাকে টাকা দিয়ে থাকেন তাদের products গুলোর promotion করার জন্য।

মূলত, brands গুলো আপনাকে বলবেন তাদের product বা service এর ওপরে একটি ভিডিও বানিয়ে আপনার ইনস্টাগ্রাম একাউন্টে শেয়ার করতে।

আর এই কাজের জন্যে brands গুলো আপনাকে হাজার হাজার টাকা দিয়ে থাকে।

৪. Collaboration

প্রচুর brands বা companies রয়েছেন যারা creators দের টাকা না দিয়ে products দিয়ে থাকে।

আপনাকে সেই product এর ওপরে ভিডিও বানিয়ে নিজের একাউন্টে শেয়ার করতে হয় এবং যার জন্যে product টিকে আপনাকে দেওয়া হয়।

এভাবে product টি সম্পূর্ণ ভাবে আপনার হয়ে যাবে এবং চাইলে সেটাকে বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন।

যাদের Instagram account এর মধ্যে কম সংখ্যায় followers রয়েছে তারা এই মাধ্যমে টাকা ইনকাম তো করতে পারবেননা তবে বিভিন্ন ধরণের product পেতে পারবেন।

৫. Paid Stories

প্রচুর অন্যান্য Instagram users, creators, brands ইত্যাদির আপনাকে approach করে থাকেন যাতে আপনি তাদেরকে নিজের story তে feature করেন।

আর এভাবে স্টোরিতে feature করার বিপরীতে তারা আপনাকে কিছু টাকা দিয়ে থাকে।

এভাবে আপনার স্টোরিতে একটি পোস্ট করে অন্যান্য creators, users বা brands গুলো তাদের promotion করে নিতে চান।

কিন্তু, এই মাধ্যমে টাকা ইনকাম করার ক্ষেত্রে আপনার Instagram account এর মধ্যে প্রচুর followers থাকতে হবে।

৬. Sell your courses

যদি আপনি কোনো একটি বিষয়ে expert, তাহলে নিজের অনলাইন কোর্স বানিয়ে সেগুলোকে Instagram এর মাধ্যমে sell করতে পারবেন।

এভাবেই, অনেক লোকেরা e-book এবং PDF ইত্যাদি তৈরি করে সেগুলোকেও sell করে ইনস্টাগ্রাম রিল্স থেকে ইনকাম করে থাকেন।

নিজের কোর্স বানানোর পরে Instagram এর মধ্যে video Reels এর মাধ্যমে কোর্স এর বিষয়ে বলতে হবে।

এভাবে, প্রচুর লোকেরা ভিডিওর মাধ্যমে আপনার কোর্স এর বিষয়ে জানবেন এবং প্রয়োজন হলে আপনার সাথে যোগাযোগ করে আপনার কোর্স কিনবেন।

আমাদের শেষ কথা,,

তাহলে বন্ধুরা, আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা জানলাম যে “ইনস্টাগ্রাম রিল্স কি” এবং “কিভাবে ইনস্টাগ্রাম রিল্স থেকে ইনকাম করবেন“.

Instagram Reels থেকে ইনকাম আজ অনেকেই করছেন এবং আপনিও পারবেন।

তবে, কেবল একদিন কাজ করেই result পাবেননা।

নিয়মিত ভাবে কাজ করুন এবং প্রত্যেক income এর উপায় গুলোর বিষয়ে বিস্তারিত ভাবে জানার চেষ্টা করুন।

বর্তমান সময়ে, লোকেরা Instagram থেকে মূলত sponsorship, affiliate marketing এবং brand collaboration দ্বারা প্রচুর ইনকাম করছেন।

শেষে, যদি আমাদের আজকের আর্টিকেল আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশই আর্টিকেলটি শেয়ার করবেন।

0 responses on "Instagram Reels থেকে টাকা আয় কিভাবে করবেন ? (২০২১ অনলাইন ইনকাম)"

Leave a Reply

© Technial Bangla. All rights reserved. 2025