• No products in the cart.

Free তে Ai এর মাধ্যমে ছবি Create/Generate করুন!

Hello World!

কি অবস্থা সবার? অনেক দিন পর আবারো হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে।

এই পোস্টটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে free তেই নিজের ইচ্ছামতো Ai image generate করতে পারবেন।

আমি midjourney এর কথা বলছি না। কিংবা এমন কোনো Playstore এর App এর কথা বলছি না।

এবার বলি কি কি করতে পারবেন এখানে :

(১) একসাথে ৪ টি image generate করতে পারবেন। ৫-১০ সেকেন্ড সময় লাগে। যদি detail contrast ইত্যাদি বাড়ান তবে সময় লাগবে কয়েক সেকেন্ড বেশি।

(২) এই Ai এর ছবিগুলো অনেক সুন্দর এবং অনেক detail এ পরিপূরর্ন।

(৩) এখানে আপনি ৪ ধরনের Genre পাবেন।
১. Digital Art
২. Anime

৩. Generalist
৪. Photo

(৪) এখানে আপনি Aspect ratio potrait বা landscape ঠিক করতে পারবেন।

(৫) Negative prompt ও use করতে পারবেন।

(৬) এখানে base ও anthro দুই ধরনের style রয়েছে।

(৭) 1,2,3 ও 4 যতগুলো ছবি প্রয়োজন সিলেক্ট করে নিতে পারবেন।

(৮) এছাড়াও sampler setting এ গিয়ে Diverse composition, dynamic contrast, complementary composition, color guidance, dual color guidance এই ৫ ধরনের style এর মাধ্যমে image generate করতে পারবেন।

(৯) এছাড়াও এই sampler strength কে পুরো বাড়াতে পারবেন।

(১০) তার সাথে high frequency detail ও বাড়াতে পারবেন।

(১১) এছাড়াও আপনার ইচ্ছামতো saturation বাড়াতে কমাতে পারবেন। অন্যান্য ai এ এসব feature access এর জন্যে pay করতে হয়।

 

এখানে আপনি প্রায় সবই free তেই পেয়ে যাচ্ছেন। যদি limit চায় তবে ভিন্ন কোনো gmail id দিয়ে log in করলেই হয়ে যাবে।

আপনি চাইলে আপনার generate করা সব image history তে গিয়ে দেখতে পারবেন এবং চাইলে specific কোনো image কে remix ও করতে পারবেন। download তো সবই করতে পারবেন।

নিচে Screenshots দিয়ে দিচ্ছি দেখে নিবেন :

 

দেখা হবে পরের কোনো পোস্টে।
ততক্ষনের জন্যে সাথেই থাকুন।
ধন্যবাদ।

 

 

 

 

0 responses on "Free তে Ai এর মাধ্যমে ছবি Create/Generate করুন!"

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

top
Technical Bangla ©  All rights reserved.