• No products in the cart.

Download করে নিন অসাধারণ একটি Telegram Open source alternative যাতে রয়েছে অনেকগুলো Unique Feature!

Hello World!

কি অবস্থা সবার? অনেক দিন পর আবারো হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে।

এই পোস্টটিতে আমি আপনাদের কাছে একটি অসাধারণ টেলিগ্রাম এর এপিআই ব্যবহার করা এপ এর সাথে পরিচয় করিয়ে দিবো এবং এটা Playstore এও নেই।

তাই হয়তোবা অনেকেই এটার কথা এখনও শুনেননি বা জানেন না। আর এটা একটা Open source App তাই এটা trusted ও।

App Name : exteragram

App Link : github

তো এবার আসি এই এপটির ফিচারগুলোর বিস্তারিততে।

(১) App টিতে শুরুতে Log in করার আগ পর্যন্ত সব Telegram এর মতোই লাগবে। কিন্তু আসল ফিচারগুলো আপনি সেটিংস এ গেলেই দেখতে পাবেন।

(২) সবার আগে যে ফিচারটির কথা বলতে চাই সেটা হচ্ছে এর Download Boost Feature. এই ফিচারটি আপনি যদি ultra setting এ করে দেন তবে আপনার ডাউনলোড স্পিড বুস্ট হয়ে যাবে।

একেবারে আহামরি স্পিড বেড়ে যাবে না যেমন 1 MBps থেকে 5/10 MBps হয়ে যাবে না। তবে স্পিড বাড়বে অবশ্যই।

এটা আমি টেস্ট করে দেখেছি এবং আপনার নেটওয়ার্ক যেমন তেমনই স্পিড পাবেন। তবে স্পিড বাড়বে। Wifi হলে বেশি ভালো হয় আর কি।

(৩) এরপর আসি এর Camera Feature নিয়ে। Telegram এর Camera টা আমার খুব একটা ভালো লাগে না।

এটার ভিতরে built in খুবই সুন্দর Ui এ ঘেরা একটি Camera রয়েছে এবং যাদের ফোনে 1080p video বা pic support করে না তারা এই camera দিয়ে 1080p pic/video তুলতে পারবেন।

(৪) এটার মাধ্যমে আপনারা Upload Speed ও boost করতে পারবেন যা আমার জন্যে খুবই দরকারী একটি ফিচার বলে মনে হয়।

(৫) আপনার ফোন নাম্বারও hide করতে পারবেন।

(৬) আপনি চাইলে আপনার id কেও hide করতে বা bot এর মাধ্যমে fake id দেখাতে পারবেন।

(৭) Archieve এ থাকা chat গুলো swipe করে pulldown ও করতে পারবেন।

(৮) এর সবচেয়ে আকর্ণিয় বিষয় আমার কাছে লেগেছে যে টেলিগ্রামে আপনি কি কি Change করছেন তা দেখা যায় না তবে এখানে তা সাথে সাথে দেখতে পাবেন।

(৯) এছাড়াও Avatar, Name ইত্যাদি Customize করে সাজাতে পারবেন App টি মনের মতো করে।

(১০) এছাড়াও এখানে আপনি খুবই সুন্দর এবং ইউনিক আইকন পেয়ে যাবেন Theme হিসেবে।

(১১) এছাড়াও Force Blur & Force Snow এর Feature আছে যা দেখতে অদ্ভুত সুন্দর লাগে।

(১২) আপনি চাইলে আপনার ফোনের System Fonts ও ব্যবহার করতে পারবেন এপটিতে।

(১৩) এছাড়াও এখানে নানান রকমের Icon set সহ অনেক customization feature রয়েছে।

(১৪) এছাড়াও এখানে রয়েছে Auto Pause, Static Zoom, Disable Playback, double skip time customize করার সুবিধা সহ আরো অনেক useful features.

(১৫) এছাড়াও আরো অনেক ভালো ভালো ফিচার রয়েছে যা আপনি নিজে নিজে এক এক করে দেখে দেখে ব্যবহার করলেই বুঝতে পারবেন।

নিচে Screenshots দিয়ে দিচ্ছি দেখে নিবেন :

                 

 

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।

দেখা হবে পরের কোনো পোস্টে।
ততক্ষনের জন্যে  সাথেই থাকুন।
ধন্যবাদ।

0 responses on "Download করে নিন অসাধারণ একটি Telegram Open source alternative যাতে রয়েছে অনেকগুলো Unique Feature!"

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

top
Technical Bangla ©  All rights reserved.