আসসালামু আলাইকুম !
আশাকরি সবাই ভালো আছেন!
আজকে আমরা এই পোস্টে আলোচনা করবো Defi বা decentralized Finance নিয়ে!
DeFi — short for decentralized finance
হলো এমন একটা অর্থব্যবস্থা যেখানে ইন্টারনেট ব্যবহার করে আপনি খুব কম সময়ে কম ফি দিয়ে ব্যংকব্যবস্থার সব সুবিধা পাবেন কোন central ব্যংক বা Broker ছাড়াই!
Defi কি বাস্তব?
defi এটা একটা virtual system
এটার কোন বাস্তবে অস্তিত্ব নাই!
এটার কোন central authority নাই !
কিভাবে Defi ব্যবহার করতে হয়?
এই সিস্টেম acess করতে হলে আপনাকে
একটা মোবাইল বা pc লাগবে।
সাথে একটা software wallet যেমন:Trust wallet লাগবে!
এরপর লাগবে নির্দিস্ট site বা service যেটা আপনি acess করতে চান।
প্রচলিত ব্যংকিং ব্যবস্থার চাইতে defi তে লেনদেন করার সুবিধা!
১) কোন মধ্যস্ততা লাগে না যেমন ব্যাংক বা broker!
২) কোন kyc লাগবে না বা form fillup করা লাগে না।
৩) কেউ জিজ্ঞাসা করবে না কিসের টাকা,কোথার টাকা এবং কাকে দিচ্ছেন!
৪) গোপনে করা যায়।
৬) অনেক secure।
৭) instant লেনদেন করা যায়।
৮) international বা true borderless!
এক মুহুর্তের ভিতর বিশ্বের যেকোন প্রান্তে
টাকা বা token পাঠানো যায়!
৯)আপনার identity দেখা ছাড়াই টাকা পাঠানো যাবে।
১০) Defi তে সরকার বা ব্যংকের হস্তক্ষেপ নাই। আপনার transaction আটকানোর কেউ নাই।
Trust wallet binance backed একটা software wallet!
Defi এর লেনদেন পুরোপুরি blockchain নির্ভর।
Blockchain এর সামান্য ধারনা!
blockchain এর ধারনা
blockchain হলো এমন একটা technology যেখানে data বা তথ্য বিভক্ত আকারে পরস্পরের সাথে যুক্ত থাকে।
blockchain এ defi এর প্রত্যকটা লেনদেন data এর block আকারে record হয়।
আপনি আপনার transaction এর record etherscan বা bscscan এ দেখতে পারবেন।
যদি একটা লেনদেন verify হয় একটা block close হয় এবং encrypt হয়ে যায়। এবং সেটার পরে আরেকটা block তৈরি হয় যেটায় আগের transaction এর record থাকে।
Defi তে কিভাবে লেনদেন করে?
বিভিন্ন wallet যেমন trust wallet বা safepal এগুলো দিয়ে বিভিন্ন blockchain এর সাথে interact করা যায়। যেমন token পাঠানো,নেয়া।
withdraw করা।
wallet security
প্রত্যকটা wallet এর নিজের 12-24 টা secret key থাকে যেসব দিয়ে সেই wallet টা access করা যায়।
এবং 40 শব্দের sending receving address থাকে।
এই key এর দ্বারা বিভিন্ন digital currency যেমন ঃ-Usdt,Ethreum,Litecoin এসব send ও receive করা যায়।
Defi তে লেনদেন এর ফলে কি হয়?
আমরা যেমন টাকার মালিকানা চেক বা অন্য উপায়ে হস্তান্তর করি ঠিক সেভাবে token এর মালিকানাও অন্যকে দেয়া যায়
send করার মাধ্যমে।
Defi,Blockchain ও Crypto নিয়ে বিস্তারিত আরো লেখবো সামনে ইনশাল্লাহ!
ধন্যবাদ !
0 responses on "Defi কি এবং এটার ব্যবহার!"