• No products in the cart.

Adsterra থেকে ১ ঘণ্টায় ২৫০ টাকা income করুন

আশা করি সবাই ভালো আছেন।  আজকে আপনাদের সাথে সাথে শেয়ার করব কিভাবে Adsterra থেকে ১ ঘণ্টায় ২৫০ টাকা income করতে পারবেন।

এটি একটি এক্সপেরিমেন্টাল পোস্ট, আমার আপনাদের সাহায্য দরকার প্ল্যানটি ঠিকঠাক মতন কাজ করার জন্য।

 

Part 1

১। প্রথমে আপনাদের লাগবে Adsterra Publisher অ্যাকাউন্ট , এখান থেকে অ্যাকাউন্ট করে নিন।
https://beta.publishers.adsterra.com/signup

আশা করি আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন, এটা শিখিয়ে দেয়া লাগবে না।

২। এরপর Login করে Menu থেকে Website select করবেন।

৩। Website দিবেন, Category দিবেন Other, Direct Link দিয়ে Add করবেন।

৪। Pending দেখাবে, কিন্তু ১ মিনিট পর Add হয়ে যাবে। এরপর AD Unit থেকে Popunder, Native Banner, Social Bar Add করে নিবেন।

 

Part 2

১। http://adshare.pythonanywhere.com/ এখানে Sign Up করবেন। Gmail এ Activation Mail যাবে। Account Active করে নিবেন। Login করে Profile এ যাবেন।

২। Adsterra থেকে পাওয়া Popunder, Direct Link, Native Banner, Social Bar এর Code গুলো সাবধানে বসিয়ে Save করবেন।

 

৩। দেখবেন আপনার Account এ 10 Coin Add হয়ে গেছে। এবার আপনি Post এ Click করলে আপনার coin 0, token 10 হয়ে যাবে।

Token 10 মানে আপনার AD Link  এ ১০ জন click করবে, মানে আপনার income হবে। ১০ জন click করলে আপনার  token 0  হয়ে যাবে, মানে আপনার AD Link  এ আর কেউ click করবে না। এখন আপনাকে  Earn Page থেকে অন্যের AD Link এ  click  করে  coin collect করতে হবে। 10 coin হলে আপনি আবার post করতে পারবেন, আপনার আবার  income হবে।

 

৪। AD button  এ click করবেন। যত ad আসবে click করবেন। যত click তত income. এরপর  Claim এ click  করবেন। আপনার  account এ ১ টা coin ad  হয়ে যাবে।

Disclaimer

* আপনারা অবশ্যই ভালো  US VPN ব্যবহার করবেন, এই ট্রিক আপনারা বের করবেন।

* অবশ্যই  Ad গুলোতে  click করবেন।

* আমি  website টি বানিয়েছি  experiment করার জন্য। আশা করি আপনারা help করবেন। শুরু তে বেশি coin থাকবে না। User বাড়লে coin ও বাড়বে, আপনাদের income ও বাড়বে। তাই পোস্টটি শেয়ার করবেন।

Calculation

 

US এ CPM 13$, মানে 1000 click এ প্রায় ১৪০০ টাকা। ১০০ ক্লিকে ১৪০ টাকা।

১ ক্লিকে যদি ১৫ সেকেন্ড লাগে, ১০০ ক্লিক ১৫০০ সেকেন্ড, মানে প্রায় ২৫ মিনিট। তাহলে ঘণ্টায় প্রায় ৩০০ টাকা আয় হবে।

 

ধন্যবাদ।

0 responses on "Adsterra থেকে ১ ঘণ্টায় ২৫০ টাকা income করুন"

Leave a Reply

© Technial Bangla. All rights reserved. 2025