• No products in the cart.

019 কোন সিম | 019 কোন সিমের নাম্বার | 019 Which Operator In Bangladesh

হ্যালো বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই জানেন না 019 কোন সিম (019 ki sim) । তো আজকের আর্টিকেলে আমরা আলোচনা করব 019 কোন সিমের নাম্বার | 019 কি সিম ইত্যাদি বিষয়। চলুন তাহলে নিচে আলোচনা করি ০১৯ কোন সিম

019 কোন সিমের নাম্বার

019 কোন সিমের নাম্বার বা 019 কি সিম এর উত্তর হল এটি বাংলালিংক সিম (banglalink sim) । এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টেলিকম কোম্পানি। অর্থাৎ 019 হল বাংলালিংক সিমের কোড। আশা করি আপনারা বুঝতে পারলেন 019 কি সিম।

বাংলালিংক সিমের নাম্বার দেখার নিয়ম

তো বাংলালিংক সিমের নাম্বার দেখার কোড হলো *511#  । তো আপনারা আপনার মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে *511# এটি প্রেস করবেন তাহলে খুব সহজে বাংলালিংক নাম্বার চেক করতে পারবেন। আশা করি আপনারা বাংলালিংক সিমের নাম্বার কিভাবে দেখবো এ বিষয়টি বুঝতে পারলেন।

বাংলালিংক সিমের ব্যালেন্স চেক কোড

বাংলালিংক টাকা দেখার নিয়ম খুব সোজা। বাংলালিংক নাম্বার দেখার কোড হলো *124# । তোর মোবাইলে ডায়ালপ্যাডে গিয়ে এই কোডটি ডায়াল করলে বাংলালিংক ব্যালেন্স চেক করতে পারবেন।

বাংলালিংক এমবি চেক করার কোড

বাংলালিংক সিমের এমবি চেক করার নিয়ম ও খুব সোজা। এর জন্য আপনারা আপনার মোবাইলে ডায়াল অপশন এ গিয়ে * 121 * 1 # অথবা * 5000* 500 # করবেন তাহলে বাংলালিংক এমবি চেক 2022 করতে পারবেন । আশা করি আপনারা বাংলালিংক এমবি কোড কি বা বাংলালিংক এমবি চেক করার কোড কি এ বিষয়টি বুঝতে পারলেন।

বাংলালিংক সিমের অফার দেখার নিয়ম

বাংলালিংক অফার কোড *444# । তো মোবাইলের ডায়াল অপশনে গিয়ে একটি প্রেস করলে বাংলালিংক সিমের বিভিন্ন অফার সম্পর্কে জানতে পারবেন।

আশা করি আজকের আর্টিকেল থেকে আপনারা 019 কোন সিম বা 019 কি সিম (019 kon sim) এই সমস্ত বিষয়গুলো জানতে পারলেন।

বাংলালিংক সিমের সকল প্রয়োজনীয় কোড নিয়ে আজকের এই আর্টিকেলটি কেমন লাগলো অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন ধন্যবাদ।

0 responses on "019 কোন সিম | 019 কোন সিমের নাম্বার | 019 Which Operator In Bangladesh"

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

top
Technical Bangla ©  All rights reserved.