যারা ইন্টারনেট ব্যবহার করে তারা কমবেশি প্রায় প্রত্যেকেই ডোমেইন হোস্টিং এই দুটোর নাম শুনেছে। তো ওয়েবসাইটের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ডোমেইন নেম। তো domain name ছাড়া কিন্তু আপনার ওয়েবসাইট তৈরি করতে পারবেন না।
আমরা কিন্তু এই ডোমেইন নেম লিখে ওয়েবসাইটে প্রবেশ করতে পারি। domain হচ্ছে ওয়েবসাইট নাম। তো আপনি যদি একজন ব্লগার হন তাহলে domen সম্পর্কে আপনার বিস্তারিত জ্ঞান থাকা অতি জরুরী।
তো আপনার যদি ডোমেইন নেম সম্পর্কে সেরকম ধারণা না থাকে তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য, আজকের এই আর্টিকেলে আমি ডোমেইন সম্পর্কে বিস্তারিত বিষয় আলোচনা করব যেমন domain কি | ডোমেইন কাকে বলে (bangla domain) । ডোমেইন কি কত প্রকার | ডোমেইন কিভাবে কিনতে হয় হয় ইত্যাদি।
চলুন তাহলে বেশি কথা না বলে ডোমেইন নেম কাকে বলে (domain name in Bangla) এ বিষয়টি জেনে নিই।
ডোমেইন কি ? (domain meaning in bengali)
আমরা যখন google বা অন্য কোন ব্রাউজারে কোন কিছু লিখে সার্চ করি তখন আমরা অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাই , ওয়েবসাইটগুলো ঠিক এরকম হয় www.example.com অর্থাৎ www.example.com এটি হলো ডোমেইন নেম ।
কিছু domain name এর উদাহরণ হল, facebook.com, google.com, amazon.com, YouTube.com ইত্যাদি।
আসুন ডোমেইন নেম কি একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিই, মনে করুন আপনার একটা দোকান আছে, আপনি নিশ্চয় দোকানের একটা নাম রাখবেন, হতে পারে abc, xyz ইত্যাদি
ঠিক তেমনি ইন্টারনেট জগতে তথ্য শেয়ার করতে বা অনলাইনে ব্যবসা করতে আমাদের একটি ওয়েবসাইটের প্রয়োজন পড়ে।
এবং প্রতিটা ওয়েবসাইটের একটি নির্দিষ্ট নাম থাকে, তো এই ওয়েবসাইটের নাম কে ডোমাইন নেম বলে। এই domain অনলাইনে এর মাধ্যমে কিনতে হয়। যে ডমেইন একবার কিনা হয়ে যায়, সেই নামের ডোমাইন কিনে দ্বিতীয় কোন ব্যক্তির ব্যবহার করতে পারেনা।
যেমন আমাদের ওয়েবসাইটের domain name হচ্ছে Mytechnicalbangla.com তো এ ডোমেন টি আমি কিনেছি, দ্বিতীয় কোন ব্যক্তি আর এই ডোমেন টি ব্যবহার করতে পারবে না। ডোমেন কিনার পর আপনাকে প্রতিবছর domain renewal করতে হবে। তো আপনি domen রিনিউয়াল এক বছর, দুই বছর, তিন বছর বা চার বছরের জন্য করতে পারবেন।
ডোমেইন কাকে বলে ? (What is domain in Bengali)
ডোমেইন হলো ওয়েবসাইটের নাম, তো গুগল বা অন্য কোন ব্রাউজারে ডোমেন নেম লিখে আমরা সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করতে পারি ।
প্রত্যেকটি ওয়েবসাইটের আইপি এড্রেস (IP address) থাকে, তো এই আইপি অ্যাড্রেসের সাহায্যে সহজে ওয়েবসাইটে সহজে প্রবেশ করা যায়।
তো প্রত্যেকটি ওয়েবসাইটের আইপি এড্রেস মনে রাখা অসম্ভব তাই এই সমস্যার সমাধানের জন্য ডোমেন নাম ব্যবহার করা হয়।
তো আপনি যেকোন ব্রাউজারে Ip Address বদলে ডোমেন নেম লিখে সার্চ করেন দেখবেন ওয়েবসাইটের ভেতরে প্রবেশ করতে পারবেন। তো ডোমেন কি (domain kake bole) আশা করি এ বিষয়টি বুঝতে পারলেন।
ডোমেইন কি কত প্রকার ও কি কি | Types of domain
ডোমেন নাম এবং এক্সটেনশন এর উপর ভিত্তি করে ডোমেইন প্রধানত তিন প্রকার
১. Top Level Domain Name
২. Country Code Top Level Domain
৩. Sub Domain
নিচে এই প্রত্যেকটি প্রকার ডোমেনবিস্তারিত আলোচনা করা হলো।
১. Top Level Domains Name (TLD)
ডোমেন নেম এর ডানদিকের অংশ অর্থাৎ বিন্দুর (.) পরে টপ লেভেল ডোমেন অবস্থান করে। এই ডোমেনের সাহায্যে ওয়েবসাইট র্যাঙ্ক করা তুলনামূলকভাবে সহজ। Top Level Domain ওয়েবসাইটের SEO জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এই ধরনের ডোমেইন সব থেকে বেশি ব্যবহার করা হয়।
কিছু top level domain extension নাম হলো
.com – Commercial
.org – Organization
.net – Network
.edu – Education
.gov – Government
.info – Information
২. Country Code Top Level Domains (CcTLD)
কান্ট্রি কোড টপ লেভেল কে সংক্ষেপে CCTLD বলা হয়। প্রতিটি দেশে একটি ডোমেন নেম সংরক্ষিত আছে, এটি সাধারণত CcTLD চিহ্নিত করা হয়। এই domen ব্যবহার করে কোন একটি দেশকে particularly টার্গেট করে আপনার ওয়েবসাইটকে rank করাতে পারবেন।
কিছু গুরুত্বপূর্ণ CcTLD extension এর উদাহরণ হল,
.Us (United States)
.Bd (Bangladesh)
.In (India)
.Ch (Chaina)
.Uk (United Kingdom)
.Ru (Russia)
.Br (Brazil)
৩. Sub Domain :
সাব ডোমেইন নাম হলো, ওয়েবসাইট এর শুরুতে অতিরিক্ত যোগ করা তথ্যের একটি অংশ। একটি উদাহরণ দিলে আরো ভালোভাবে বুঝতে পারবেন।
একটি ডোমেনের সাধারণত দুটি অংশে থাকে, TLD এবং SLD, যেমন ধরুন example.com তো এটিতে .com হচ্ছে TLD (top level domain), আর example হচ্ছে SLD (Second Level Domain)
তো সাবডোমেন SLD আগে ব্যবহার করা হয় যেমন, www.example.com তো এইখানে www (world wide web) হল সাবডোমেন।
সাব ডোমেইন কি ?
Subdomain হল ডোমেন নেম এর অতিরিক্ত অংশ, যেটি আর ডোমেইন নাম এবং ডোমেইন এক্সটেনশনের আগে বসে এবং আপনার ওয়েবসাইট কে ভালোভাবে সংঘটিত করে।
ডোমেইন কেনার আগে যে বিষয়গুলো মাথায় রাখবেন
ডোমেন কেনার পূর্বে কয়েকটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, আপনার ভালোভাবে ভেবেচিন্তে ডোমেইন কেনা উচিত। Domain কেনার পূর্বে যে বিষয়গুলো মাথায় রাখবেন সেগুলো নিম্ন আলোচনা করা হলো
• অবশ্যই আপনার domain name টা যেনো ছোটো হয়। তাহলে খুব সহজেই সার্চ করে ওয়েবসাইটে প্রবেশ করা সহজ হয়।
• আপনার ওয়েবসাইটের নামের সাথে ডোমেন নামের যেন সামঞ্জস্য থাকে, সেরকমভাবে ডোমেইন কিনবেন।
• ডোমাইন কেনার আগে, domain-name বাছাই করার সব থেকে ভালো একটি ওয়েবসাইট হচ্ছে, lean domain search , তো আপনি কোন ক্যাটাগরির ওয়েবসাইট তৈরি করতে চাইছেন সেই ক্যাটাগরির নাম লিখে এই ওয়েবসাইটটাতে সার্চ করবেন দেখবেন আপনাকে হাজার হাজার নাম সাজেস্ট করবে।
• চেষ্টা করবেন সব সময় top level domain কেনা, tld ডোমেন ব্যবহার করলে আপনার ওয়েবসাইট এর ব্র্যান্ডিং টা ভালো হয়
• খেয়াল রাখবেন ডোমেন নেম এর ভিতরে কোনো নম্বর না থাকে যেমন thetechmster.24.com
ডোমেন কোথা থেকে কিনব
ডোমেন রেজিস্টার করার জন্য বা ডোমেন কেনার জন্য অনেক ওয়েবসাইট আছে, যেখান থেকে আপনার ওয়েবসাইটের জন্য domain কিনতে পারবেন। আমি কিছু জনপ্রিয় domain register website এর নাম নিম্নে আলোচনা করলাম সেখান থেকে আপনারা domain কিনতে পারবেন।
• Godaddy
• Bigrock
• Namecheap
ডোমেইন এবং ইউআরএল মধ্যে পার্থক্য কি
অনেকেই ভাবেন ডোমেন এবং url একই, ব্যাপারটা কিন্তু সেরকম নয় ডোমেইন এবং ইউআরএল মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে যেমন ডোমেন নেম দ্বারা আপনি ওয়েবসাইট অনুসন্ধান বা ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করতে পারবেন।
ইউআরএল দ্বারা ওয়েবসাইটের কোন পেজ বা কোন পোস্টে আপনি সরাসরি প্রবেশ করতে পারবেন। আশা করি ডোমেইন এবং ইউআরএল কি এ বিষয়টি বুঝতে পারলেন।
তো বন্ধুরা, আজকের এই আর্টিকেল থেকে ডোমেন সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে পারলেন, যেমন domain কি (domain ki) | ডোমেইন নেম কাকে বলে, টপ লেভেল ডোমেইন কি ইত্যাদি বিষয়।
বাংলা ডোমেইন নাম নিয়ে আজকের এই আর্টিকেলটি কেমন লাগলো অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন ধন্যবাদ।