• No products in the cart.

কিভাবে বুঝবেন আপনার ফোনটি হ্যাকিং এর শিকার হয়েছে!!

প্রতিদিন প্রযুক্তি এর জন্য সব কিছুর বৃদ্ধি হচ্ছে প্রতিনিয়ত, এর ফলে অনেক সময় দেখা যাচ্ছে ব্যক্তি নিরাপত্তা এর বাধা এর সৃষ্টিও হচ্ছে।

প্রযুক্তির ব্যবহার করে অনেকেই আছেন বিভিন্ন অসাধু কাজে জড়িয়ে পড়ছেন, যেমন হ্যাকিং এ জড়িয়ে যাচ্ছেন।

আর এর ফলে বর্তমানে আমাদের ব্যবহৃত মোবাইল ফোন গুলো হ্যাকিং ডিভাইস এ পরিনত হচ্ছে, এবং গ্রাহকদের ক্ষতি হচ্ছে।

কারণ প্রয়োজনীয় বেশিরভাগ ডকুমেন্টস ছবি ভিডিও ইত্যাদি আমরা আমাদের মোবাইল ফোন গুলোতে সংরক্ষণ করে রাখি।

কিন্তু এইগুলো যখন অন্য কারো হাতে চলে যায় আমাদের ব্যক্তিগত নিরাপত্তা লঙ্ঘিত হয়ে পড়ে।

তো চলুন জেনে নেই কিভাবে বুঝবেন আপনার ব্যবহৃত মোবাইল ফোনটি হ্যাকিং এর শিকার হয়েছে নাকি।

মূলত মোবাইল ফোন হ্যাকিং হলো এমন এক মাধ্যম যার মাধ্যমে আপনার অজান্তে অন্য আরেকজন এর কাছে সমস্ত তথ্য চলে যাওয়া।

যদি আপনার মোবাইল হ্যাক হয় আপনার মোবাইল এর ক্যামেরা অন হয়ে সরাসরি আপনার লাইভ সব কিছু ওপর প্রান্তের অন্য কারো কাছে চলে যাবে।

 

যখন দেখা যাবে আপনি আপনার প্রয়োজনীয় ব্যবহার না করেই অতিক্রম করে ফোন এমনি এমনি আলাদা আলাদা অ্যাপ বা অন্য কোনো কাজ হচ্ছে

তখন বুঝবেন ফোন আপনার নিয়ন্ত্রণে নেই অন্য কেউ এটাকে কন্ট্রোল করছেন, এবং এইজন্য আপনাকে ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

যদি দেখা যায় আপনার অজান্তে ফোন এর ডাটা ট্রান্সফার হচ্ছে বা অ্যাপ ইনস্টল হচ্ছে বুঝে নিবেন ফোন টি হ্যাকিং এর শিকার হয়েছে।

যদি দেখা যায় আপনার ফোন এর গতি খুব বেড়ে গেছে আবার অনেক কমে গেছে, হুট করেই বিভিন্ন অ্যাপ দরকার ছাড়াই ওপেন হয়ে যাচ্ছে,

হুট করেই বিভিন্ন নাম্বার গুলোতে কল চলে যাচ্ছে এবং বার বার একই নাম্বারে কল যাচ্ছে, ফোন থেকে লোকেশন শেয়ার হচ্ছে বুঝে নিবেন আপনার ফোন এর ওপর কারো নজর পড়েছে।

এবং দ্রুত এই সময় আপনার কাজ হলো ফোন এর সমস্ত ইউজার ডাটা ক্লিয়ার করে ফেলা নয়তো বেশ বড় ধরনের ক্ষতি এর মুখে পড়ে যেতে পারেন।

তো মূলত এইসব লক্ষণ গুলো যদি প্রকাশিত হয় তাহলে বুঝে নিবেন ফোন টি হ্যাকিং এর মধ্যে রয়েছে,।

আবার অনেক সময় ফোন এর অতিরিক্ত চাপাচাপি এর জন্য এমনটা হয় কিন্তু যদি অস্বাভাবিক ভাবে এমনটা হয় তাহলে বুঝে নিতে হবে আপনার ফোনটি হ্যাকিং এর কবলে পড়েছে।

 

তো এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য। Trickbd এর সাথেই থাকুন

0 responses on "কিভাবে বুঝবেন আপনার ফোনটি হ্যাকিং এর শিকার হয়েছে!!"

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

top
Technical Bangla ©  All rights reserved.