• No products in the cart.

৯ টি ফেসবুক টিপস এবং ট্রিকস যেগুলি জানা দরকার (মোবাইল)

ফেসবুক টিপস এবং ট্রিকস – আজ সোশ্যাল মিডিয়া বলতে অনেক ধরণের social media website বা apps ইন্টারনেটে রয়েছে। কিন্তু, তাদের মধ্যে একটি নাম সব থেকে প্রিয় এবং সবাইর মধ্যে প্রচলিত (famous) হয়ে দাঁড়িয়েছে। হে, সেই নামটি হলো ফেসবুক (Facebook). ফেসবুক ব্যবহারকারীদের সংখ্যা দিনের পর দিন বেড়ে যাচ্ছে এবং এর চাহিদাও।

ফেসবুক আজ, বাচ্চা থেকে বুড়ো লোকেরাও ব্যবহার করছেন। এই, মজার সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম দ্বারা আমরা নিজেদের পরিবারের সদস্যবন্ধু বান্ধব এবং প্রিয়জনের সাথে, সব সময় সংযুক্ত (connected) থাকতে পারি এবং তাদের সাথে ভয়েস (voice) এবং ভিডিও কলের (video call) মাধ্যমে কথা বলতে পারি।

এক্ষেত্রে, আপনিও যদি ফেসবুক নিজের মোবাইলে বা কম্পিউটারে ব্যবহার করছেন, তাহলে ফেসবুকের কিছু অজানা এবং কাজের টিপস (Facebook tips) এবং “ট্রিকস” আপনাদের জেনেরাখা দরকার।

ফেসবুকের এই মজার টিপস গুলি জানার পর, আপনারা ফেসবুক (Facebook), একটু বেশি অ্যাডভান্সড (advanced) ভাবে ব্যাবহার করতে পারবেন।

৯ টি নতুন এবং অজানা ফেসবুক টিপস এবং ট্রিকস (মোবাইল)

তাহলে বন্ধুরা, নিচে দেয়া টিপস গুলি পড়ুন এবং নিজের ফেসবুক একাউন্টে এপলাই করে দেখুন। আমি অবশই বলবো যে, সবকয়টি টিপস আপনাদের অনেক কাজের বলে অনুভব হবেই।

Note – ফেসবুকের বিভিন্য টিপস গুলির ব্যাপারে বলার আগে আমি আপনাদের Option icon এর বিষয়ে বলে দেয়।

মোবাইলে ফেসবুক লগইন করার পর, আপনারা ওপরে ডানদিকে একটি “option icon” দেখবেন, যেটা ক্লিক করেই আমরা বেশিরভাগ ফেসবুক সেটিংস (settings) বা আরো আলাদা আলাদা অপশনস পেয়ে যাই।

১. ফেসবুক মার্কেটপ্লেস দ্বারা অনলাইন জিনিস বিক্রি করুন

আপনারা কি জানেন, ফেসবুক মার্কেটপ্লেস (Facebook marketplace) বলে এমন একটি সুবিধা ফেসবুক দ্বারা দেয়া হয়েছে, যেটা ব্যবহার করে আপনারা যেকোনো পণ্য (product)জিনিস বা সার্ভিস ফেসবুকের মাধ্যমে হাজার হাজার লোকেদের সাথে শেয়ার এবং মার্কেটিং করতে পারবেন।

তাছাড়া, Facebook marketplace এ নিজের পণ্য লিস্ট করে সেগুলি লোকেদের কাছে অনলাইন বিক্রি করাও সম্ভব। এই সার্ভিসের আসল উদ্দেশ্য এটাই।

ফেসবুক মার্কেটপ্লেস ব্যবহার করার জন্য, আপনার কেবল একটি Facebook account এর প্রয়োজন হবে।

মোবাইলে মার্কেটপ্লেস ব্যবহার করার জন্য প্রথমে আপনার মোবাইলে ফেসবুক একাউন্টে লগইন  করতে হবে।

তারপর, ওপরে ডানদিকে search icon এর পাশে থাকা options icon এ ক্লিক করলেই Facebook marketplace এর অপসন দেখতে পারবেন।

২. ফেসবুকে নিজের নাম চেঞ্জ করুন

আমাদের মধ্যে অনেকেই, নিজের ফেসবুক একাউন্টের নাম বদলাতে চাই। কিন্তু, ফেসবুকে সেটা সম্ভব কি না সেটা আমাদের জানা নাই।

কিন্তু, ফেসবুকে নিজের প্রোফাইলের নাম চেঞ্জ করা বা বদলানো সম্ভব।

আপনাদের প্রথমেই নিজের ফেসবুক একাউন্টে মোবাইল থেকে লগইন করতে হবে।

তারপর, ওপরে থাকা অপসন গুলির একেবারে শেষে ডানদিকে “তিনটি লাইনের আইকনে” ক্লিক করুন।

এখন, Help & settings ট্যাবের নিচে Settings অপশনে ক্লিক করুন।

এখন, সবচে ওপরেই আপনারা Account settings এর পেজে “Personal information” বলে একটি অপসন দেখবেন।

Personal information অপশনে ক্লিক করার পর, আপনি ওপরেই name বলে একটি অপসন দেখবেন।

Name অপশনে ক্লিক করলেই আপনি নিজের ফেসবুক প্রোফাইলের নাম দেখতে পাবেন এবং তার সাথে সাথে সেটা চেঞ্জ বা বদলে নিতে পারবেন।

মনে রাখবেন, ফেসবুকে একবার নাম বদলানোর পর, সেটা ৬০ দিনের ভেতরে আপনি আর বদলাতে পারবেননা।

মানে, একবার ফেসবুক প্রোফাইল নাম চেঞ্জ করার ৬০ দিন পর আপনি চাইলে আবার নাম বদলাতে পারবেন

 ৩. Unrecognised login alerts এক্টিভেট করুন

আজকাল ফেসবুক হ্যাক (Facebook hack) হওয়ার খবর কিন্তু অনেক শুনা যাচ্ছে।

এক্ষেত্রে, আপনারা কিন্তু নিজের ফেসবুক একাউন্ট অনেক সহজে সুরক্ষিত করে রাখতে পারবেন কিছু সাধারণ স্টেপস ব্যবহার করেই।

Facebook login alerts বা alerts about unrecognized logins অপশনটি চালু করে দিলে, আপনার ফেসবুক একাউন্ট যদি কোনো অন্য কম্পিউটারমোবাইল বা সাধারনে ব্যবহার না হওয়া জায়গার থেকে (location) থেকে লগইন করা হয়, তাহলে সেই লগিনের (login) নোটিফিকেশন (notification) বা ডিটেলস আপনাকে জানিয়ে দেয়া হবে।

এতে, আপনি যদি ভাবেন যে, আপনি নিজের একাউন্টে লগইন করেননি এবং অন্য কেও আপনার একাউন্টে লগইন করেছে, তাহলে অনেক সহজে notification এ থাকা লিংক ব্যবহার করে নিজের একাউন্ট পাসওয়ার্ড বদলে নিয়ে নিজের একাউন্টকে সুরক্ষিত করে নিতে পারবেন।

ফেসবুকের সব ধরণের সিকিউরিটি টিপস এর মধ্যে এইটা সবথেকে প্রয়োজনীয় এবং প্রত্যেক ফেসবুক ব্যবহারকারীরা এই security service টি ব্যবহার করা দরকার।

ফেসবুকের এই সার্ভিস (Login notification) চালু করার জন্য এই স্টেপ ফলো করুন।

মোবাইলে ফেসবুক লগইন করুন >> ওপরে ডানদিকে অপসন আইকনে ক্লিক করুন >> Security >> Security and login >> Setting up extra security র নিচে >> Get alerts about unrecognised logins

এখন আপনারা, login alerts বলে একটি পেজ দেখবেন যেখানে login notification পাঠানোর কিছু অপসন দেখবেন।

ধ্যান রেখে, আপনার email আইডি এবং মোবাইল নম্বর সেখানে যোগ করুন add another email address or mobile number লিংক ব্যবহার করে (যদি ইমেইল এবং মোবাইল নম্বর সেখানে দেয়া নেই)।

তারপর, সেখানথেকে একে একে ইমেইল আইডি এবং মোবাইল নম্বরে ক্লিক করে “Get email alerts” অপশনটি সিলেক্ট করে নিচে save অপশনে ক্লিক করুন।

এখন, আপনার ফেসবুক একাউন্টে যদি কোনো অচেনা মোবাইল, কম্পিউটার বা লোকেশন থেকে লগইন করা হয়, তাহলে সেটা আপনাকে ইমেইল এবং sms এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

এভাবে, আপনি আপনার ফেসবুক একাউন্ট সুরক্ষিত করে রাখতে পারবেন।

৪. ফেসবুকে Video auto-play বন্ধ করুন

বন্ধুরা, আজকাল ফেসবুকেও আমরা অনেক ধরণের ভিডিও দেখতে পাই। এবং, আমাদের মোবাইলে যদি wifi network দ্বারা ইন্টারনেট connect হয়ে রয়েছে, তাহলে ভিডিও গুলি নিজে নিজেই প্লে (play) হয়ে যায়।

এক্ষেত্রে, আপনারা যদি ফেসবুকের এই auto-play video service টি বন্ধ করতে চান, তাহলে নিচে দেয়া স্টেপস গুলি ফলো করে বন্ধ করতে পারবেন।

ফেসবুক একাউন্টে লগইন করুন >> ওপরের ডানদিকের options icon ক্লিক করুন >> Help & settings এর নিচে Settings অপশনে যান >> Videos

Videos এ ক্লিক করার পর আপনারা দুটো অপসন দেখবেন।

  • On wifi connections only
  • Never auto-play videos

এখন, আপনারা সোজা “Never auto-play videos” এ ক্লিক করুন।

বন্ধুরা, এভাবেই আপনারা ফেসবুকের নিজে নিজে চালু হয়ে যাওয়া ভিডিও গুলি বা অটো প্লে ভিডিও গুলিকে নিজে নিজে চলার থেকে বন্ধ করতে পারবেন।

৫. কাদের আপনি friend request পাঠিয়েছেন ?

আমরা ফেসবুকে প্রায় প্রত্যেকদিন কাওকে না কাওকে হলেও friend request পাঠাই। তাই, পরে যদি আপনি জানতে চান যে কাকে কাকে আপনারা ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছেন, তাহলে অনেক সহজে জেনেনিতে পারবেন।

মোবাইলে ফেসবুক লগইন করার পর >> ওপরে দ্বিতীয় আইকন (friends icon) এ ক্লিক করুন >> এখন “friend requests” অপশনে ক্লিক করুন >> এখন View sent requests অপশনে ক্লিক করুন“।

এখন, আপনারা যাদের যাদের ফ্রেন্ডস রিকুয়েস্ট “friend request” পাঠিয়েছেন তাদের প্রোফাইল দেখতে পারবেন।

এবং, চাইলে পাঠানো friend request, cancel ও করা যাবে cancel button এ ক্লিক করে।

6. Facebook বাংলাতে ব্যবহার করুন

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বাংলাতে ফেসবুক ব্যবহার করতে চান।

এক্ষেত্রে, বাংলা ভাষাতে ফেসবুক ব্যবহার করার জন্য আপনার ছোট্ট একটি স্টেপ (step) ফলো করতে হবে।

ফেসবুক মোবাইলে লগইন কোরে >> ওপরে ডানদিকে থাকা অপসন আইকনে ক্লিক করে >> Help & settings এর নিচে >> language অপশনে ক্লিক করুন “.

এখন, language এ ক্লিক করার পর আপনারা সেখানে, “English“, “Bangla“, “Hindi” এবং আরো অনেক ভাষা পেয়ে যাবেন।

তাহলে, আপনি যদি বাংলা ভাষায় ফেসবুক ব্যবহার করতে চান, তাহলে “Bangla” তে ক্লিক করুন।

এখন, আপনার সম্পূর্ণ ফেসবুকের ইন্টারফেস বাংলা ভাষাতে ট্রান্সলেট বা অনুবাদ করে দেয়া হবে।

৭. Facebook events এর ব্যবহার

আপনারা হয়তো জানেননা, ফেসবুকে একটি অপসন রয়েছে “Events” এর নামে।

এই অপশনে ক্লিক করলে আপনারা আপনার আসে পাশে হওয়া সব রকমের eventsfunctions বা প্রোগ্রাম গুলির খবর পেয়ে যাবেন।

এবং, event বা program এর সাথে জড়িত সব ধরণের খবর বা ডিটেলস আপনারা পেয়েযাবেন।

Facebook events এ যাওয়ার জন্য নিচে স্টেপস ফলো করুন।

“নিজের ফেসবুক একাউন্টে লগইন করার পর >> suggested এর নিচে >> events এর অপশনে ক্লিক করুন।

এখন আপনারা, categorydate বা calendar হিসেবে নিজের আসে পাশে হওয়া events গুলি দেখে নিতে পারবেন।

৮. Create a group or page

আজকাল, ফেসবুক পেজ বা ফেসবুকে গ্রুপ বানানো একটি সাধারণ কথা। জেকেও, নিজের একটি ফেসবুক গ্রুপ বা পেজ বানিয়ে নিতে পারেন।

এবং, একবার আপনার গ্রুপে বা পেজে যদি ভালো সংখ্যায় ফলোয়ার হয়ে যায়, তাহলে আপনি বিভিন্য উপায় ব্যবহার কোরে নিজের Facebook group বা Facebook page থেকে টাকা আয় করতে পারবেন।

ফেসবুকে একটি পেজ বা গ্রুপ খোলার জন্য এই স্টেপ ফলো করুন।

“মোবাইল ফেসবুক একাউন্টে লগইন করুন >> ওপরে থাকা অপসন আইকনে ক্লিক করুন >> Create new page বা create group অপশনে ক্লিক করুন।

আপনি যদি একটি ফেসবুক পেজ বানাতে চান, তাহলে crate new page অপশনে ক্লিক করুন।

এবং, group বানানোর জন্য Create group অপশনে ক্লিক করতে হবে।

অবশই পড়ুন – কিভাবে ফেসবুক ফ্যান পেজ খুলবেন ?

9. Hide Facebook posts in timeline

এরকম অনেক সময় হয় যে Facebook timeline খোলার সাথে সাথে আমরা অনেকের upload করা অনেক রকমের ছবি বা পোস্ট (post) দেখতে পাই।

এক্ষেত্রে, অনেক রকমের পোস্ট বা স্টেটাস (status) আমাদের চোখে পরে।

কিছু ভালো লাগে এবং কিছু একেবারেই ভালো লাগেনা।

যাইহোক, আপনি যদি আপনার timeline এ show করা কারো post বা status হাইড (hide) বা সরিয়ে রাখতে চান, তাহলে সেটা করা অবশই সম্ভব।

তাহলে, যদি আপনি আপনার Facebook timeline থেকে কারো স্টেটাস বা পোস্ট সরাতে চান, তাহলে নিচে দেয়া স্টেপস ফলো করুন।

স্টেপ ১.

সবচে আগেই আপনার নিজের ফেসবুক টাইম লাইনে গিয়ে যেই পোস্টফটো বা স্টেটাস সরাতে চান, তার ওপরে ডানদিকে থাকা “৩ ডট আইকন” ক্লিক করতে হবে।

এখন, যেভাবে আপনারা ওপরে ছবিতে দেখছেন আপনি “Hide post” এবং নিচে “Unfollow” দুটো অপসন পাবেন।

আপনি যদি, কেবল একটি বিশেষ পোস্ট বা স্টেটাস হাইড (hide) করতে চান, তাহলে “Hide post” অপশনে ক্লিক করলেই হয়ে যাবে।

আর, আপনি যদি চান যে সেই ব্যক্তির থেকে আর কোনো স্টেটাস বা পোস্ট যাতে আপনার timeline এ না দেখানো হোক, তাহলে “Unfollow” অপশনে ক্লিক করলেই হবে।

এতে, আপনার timeline এ সেই ব্যক্তির থেকে আর কোনো ধরণের স্টেটাস দেখানো হবেনা।

আমাদের শেষ কথা,

তাহলে বন্ধুরা, আশা করি আপনাদের আমার দেয়া এই জরুরি ফেসবুক টিপস এবং টিউটোরিয়াল অনেক ভালো লেগেছে। যদি, আপনিও ফেসবুকের ব্যাপারে এরকম কিছু বিশেষ টিপস জানেন, তাহলে আমাদের সাথে অবশই শেয়ার করুন। এবং, আর্টিকেল ভালো লেগে থাকলে, আমাদের কমেন্ট কোরে জানান।

0 responses on "৯ টি ফেসবুক টিপস এবং ট্রিকস যেগুলি জানা দরকার (মোবাইল)"

Leave a Reply

© Technial Bangla. All rights reserved. 2025