• No products in the cart.

৯ টাকায় ১ জিবি ইন্টারনেট দিচ্ছে টেলিটক (বন্ধ সিমে)

বাংলাদেশের মোবাইল সিম অপারেটরগুলোর মধ্যে টেলিটক হচ্ছে একমাত্র সরকারি কোম্পানি। টেলিটক কোম্পানি সবসময় তাদের গ্রাহকদের সুবিধার জন্য অনেক আকর্ষনীয় অফার নিয়ে আসে। টেলিটকের ১৭টাকায় ২জিবি অফার শুরু থেকেই তুমুল জনপ্রিয়। এছাড়া টেলিটকের আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকও সুপরিচিত। এজন্য বর্তমানে বাংলাদেশের টেলিটক সিম ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

সম্প্রতি টেলিটক তাদের বন্ধ থাকা সিম চালু করার জন্য দারুণ কিছু অফার গ্রাহকদের জন্য নিয়ে এসেছ। চলুন বন্ধ থাকা টেলিটক সিমের অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

৯ টাকায় ১ জিবি ইন্টারনেট

  • এক্টিভেশন কোড : *১১১*২০২৩*৯#
  • পরিমাণ : ১ জিবি
  • মেয়াদ : ৭ দিন
  • মূল্য : ৯ টাকা
  • ব্যালেন্স চেক কোড : *১২৫#

শুধু তাই নয়। রয়েছে আরও অনেকগুলো নতুন অফার।

২৩ টাকায় ৩ জিবি ইন্টারনেট

  • এক্টিভেশন কোড : *১১১*২০২৩*৮#
  • পরিমাণ : ৩ জিবি
  • মেয়াদ : ১৫ দিন
  • মূল্য : ২৩ টাকা
  • ব্যালেন্স চেক কোড : *১২৫#

ডাটার সাথে আছে মিনিট বান্ডল অফার!

৪৭ টাকায় ২ জিবি ইন্টারনেট ও ৫৪ মিনিট

  • এক্টিভেশন কোড : *১১১*২০২৩*৭#
  • পরিমাণ : ২ জিবি ইন্টারনেট ও ৫৪ মিনিট
  • মেয়াদ : ১৫ দিন
  • মূল্য : ৪৭ টাকা
  • ব্যালেন্স চেক কোড : *১২৫#

আপনি যদি আরও বেশি ডাটা ও মিনিট চান, থাকছে সেই সুবিধাও!

১১৫ টাকায় ৬ জিবি ইন্টারনেট ও ১১৫ মিনিট

  • এক্টিভেশন কোড : *১১১*২০২৩*৬#
  • পরিমাণ : ৬ জিবি ইন্টারনেট ও ১১৫ মিনিট
  • মেয়াদ : ৩০ দিন
  • মূল্য : ১১৫ টাকা
  • ব্যালেন্স চেক কোড : *১২৫#

আপনার টেলিটক বন্ধ সিম অফার এর আওতাভুক্ত কিনা তা জানতে হলে টেলিটক নম্বর থেকে *১৫৫*আপনার বন্ধ টেলিটক নাম্বার# ডায়াল করুন। এটি সম্পূর্ণ চার্জ ফ্রি। ফিরতি এসএমএসে উক্ত অফারের জন্য গ্রাহক উপযুক্ত কিনা তা জানিয়ে দেওয়া হবে। অফার মূল্যে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ অন্তর্ভুক্ত। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত টেলিটক গ্রাহকগণ এই অফারটি উপভোগ করতে পারবেন।

আপনার কাছে যদি টেলিটকের একটি সিম বন্ধ অবস্থায় তাকে থাকে তাহলে আপনার টেলিটক সিমটি এই অফারের আওতাভুক্ত কিনা তা জেনে নিন। টেলিটকসহ বিভিন্ন সিম কোম্পানির নতুন অফার সম্পর্কে জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

0 responses on "৯ টাকায় ১ জিবি ইন্টারনেট দিচ্ছে টেলিটক (বন্ধ সিমে)"

Leave a Reply

© Technial Bangla. All rights reserved. 2025