• No products in the cart.

৫৩ তম বিজয় দিবস উপলক্ষে যেকোনো এয়ারটেল সিমে ৫৩ এমবি ফ্রিতে নিয়ে নিন

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। আমার ঠিক ট্রিকবিডিতে প্রতিনিয়ত নতুন কিছু শিখে থাকি। আজকের আরটিকেলে আপনাদের দেখাবো যেভাবে আপনারা এয়ারটেল সিমে ৫৩তম বিজয় দিবস উপলক্ষে ৫৩ এমবি সম্পূর্ণ ফ্রিতে নিবেন।

বিজো মাসের এয়ারটেল ইন্টারনেট অফারটি আমরা সবাই নিতে পারব এবং প্রত্যেকটি সিমে একবার করে এই অফারটি নিতে পারবেন। তো বেশি কথা না বলে চলুন শুরু করি কিভাবে এই অফারটি নিবেন। আগেই বলে রাখি এই ফ্রী ৫৩ এমবি এর অফারটি আপনি সাতদিনের জন্য পাবেন।

এয়ারটেল ৫৩ এম্বি এই ফ্রি ইন্টারনেট অফারটি পেতে হলে আপনাকে অবশ্যই my airtel অ্যাপস ব্যবহার করতে হবে। এই অ্যাপসটা আপনার কাছে না থেকে থাকে তাহলে অবশ্যই প্লেস্টোর থেকে ডাউনলোড করে নেন এবং প্রথম অ্যাপস ব্যবহার করলে আপনি ১ জিবি ইন্টারনেট ফ্রিতে পাবেন। আর আগে ব্যবহার করে থাকলে এই ফ্রি ৫৩ এমবি ইন্টারনেটটি কিভাবে নিবেন দেখে নিন।

হোম পেজে Internet Pack এ ক্লিক করুন। তারপর এখানে Internet সিলেক্ট করে নিচের দিকে দেখুন Free 53 Mb ওখানে ক্লিক করুন।

তারপর Confirm Purchase এ ক্লিক করুন। তারপর কিছু সময়ের মধ্যে ৫৩ চলে আসবে।

আশা করি আপনারা এই ইন্টারনেট অফারটি নিতে পেরেছেন। দেখা হবে পরবর্তী কোনো আর্টিকেলে ধন্যবাদ সম্পূর্নটি দেখার জন্য।

0 responses on "৫৩ তম বিজয় দিবস উপলক্ষে যেকোনো এয়ারটেল সিমে ৫৩ এমবি ফ্রিতে নিয়ে নিন"

Leave a Reply

© Technial Bangla. All rights reserved. 2025