• No products in the cart.

২০২৩ সালে আসতে চলেছে এই নতুন হোয়াটসঅ্যাপ ফিচার গুলো

আসতে চলেছে এই নতুন হোয়াটসঅ্যাপ ফিচার (Upcoming New Whatsapp Features List in Bengali) গুলো।

বর্তমান সময়ে বিশ্বজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রায় অধিকাংশ মানুষ নিজেদের বন্ধু-বান্ধব বা পরিজনদের সাথে যোগাযোগ বজায় রাখার জন্য হোয়াটসঅ্যাপ (WhatsApp) নামক ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি ব্যবহার করছে।

মূলত অন্যান্য কমিউনিকেশন প্ল্যাটফর্মের তুলনায় অধিক সুযোগ-সুবিধা এবং অগুনিতক কার্যকরী ফিচার অফার করার দরুন মেটা-মালিকানাধীন এই অ্যাপটিকে আপন করে নিয়েছে ভারত সহ একাধিক দেশের নিবাসীরা।

যেমন কয়েক মাস আগে উক্ত অ্যাপটি ইউজারদের সুবিধার্থে ২ জিবি পর্যন্ত সাইজের মিডিয়া ফাইল শেয়ার করার ফিচার চালু করে ছিল।

একই সাথে – একত্রে একাধিক গ্ৰুপ সংযুক্ত করার জন্য ‘কমিউনিটিজ’ (Communities), ‘ভিউ ওয়ান্স’ (view once) প্রাইভেসি ফিচারের অধীনে ছবি ও ভিডিও পাঠানো, ৩২ জনের সাথে একসাথে ভিডিও কলিং করা, ১,০২৪ জন মেম্বারকে গ্রুপে অ্যাড করা এবং মেসেজ রিঅ্যাকশন (Message Reaction) -এর মতো একাধিক বৈশিষ্ট্যকে সম্প্রতি এই প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছিল।

আর এখন কানাঘুষো শোনা যাচ্ছে যে, একটা বিশাল আসন্ন ফিচারের ফর্দ তৈরী করেছেন মেটা-কর্ণধার মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg)।

ফলে চলতি বছরের শেষের দিকে এবং সমগ্র ২০২৩ সাল জুড়ে হোয়াটসঅ্যাপ বিজনেস ও পার্সোনাল উভয় সংস্করণেই একগুচ্ছ নতুন ফিচারের উপস্থিতি নজরে পরবে।

২০২৩ সালের আপকামিং WhatsApp ফিচারের তালিকা

আমরা এই প্রতিবেদনে ‘কনফার্মড’ ফিচার সমূহের পাশাপাশি বিভিন্ন আন্ডার-ডেভেলপমেন্ট ফিচারকেও সামিল করা হয়েছে, যার বিশদ নিম্নরূপ।

১. স্ক্রিনশট ব্লক :

মেটা-মালিকাধীন এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি বর্তমানে ‘স্ক্রিনশট ব্লক’ নামক একটি বিশেষ ফিচারের বিটা টেস্টিং পরিচালনা করছে।

কার্যকারিতার কথা বললে, স্ক্রিনশট-ব্লকিং ফিচারটি ইউজারদের ‘ভিউ ওয়ান্স’ বিকল্পের অধীনে প্রেরিত ভিডিও এবং ছবির স্ক্রিনশট নিতে বাধা দেবে।

সোজা কথায় বললে, অধিক নিরাপত্তার জন্য এই বৈশিষ্ট্যটি ব্যবহার করে মিডিয়া ফাইলের ক্ষেত্রে “স্ক্রীন রেকর্ডিং অ্যান্ড ক্যাপচারিং রেস্ট্রিকশন” এনাবল করার সুবিধা প্রদান করবে ইউজারদের।

২০২২ সালের শেষের দিকে বা ২০২৩ সালের শুরুতে সমস্ত হোয়াটসঅ্যাপ ইউজাররা স্ক্রিনশট ব্লক ফিচার অ্যাক্সেস করার সুবিধা পেয়ে যেতে পারেন।

২. ক্লিকযোগ্য হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস লিঙ্ক:

এই বৈশিষ্ট্যটির সাহায্যে ইউজাররা ফেসবুক বা ইনস্টাগ্রামের ‘স্টোরি’ -এর মতো হোয়াটসঅ্যাপেও স্ট্যাটাস আপলোড করার সময়ে ক্যাপশনে হাইপারলিঙ্ক URL এনাবল করতে পারেন।

যার দরুন স্ট্যাটাস ভিউয়াররা সরাসরি লিংকে ক্লিক করার মাধ্যমে URL অ্যাক্সেস করতে পারবেন।

৩. হোয়াটসঅ্যাপ বিজনেস প্রিমিয়াম :

টেলিগ্রাম কয়েক মাস পূর্বে তাদের ইউজারদের জন্য প্রিমিয়াম সার্ভিস লঞ্চ করেছিল।

আর এবার দেখাদেখি হোয়াটসঅ্যাপও তাদের বিজনেস অ্যাকাউন্টধারীদের জন্য সাবস্ক্রিপশন ভিত্তিক একটি প্রিমিয়াম পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

যার দরুন হোয়াটসঅ্যাপ বিজনেস ইউজাররা অন্যদের থেকে অতিরিক্ত সুযোগ-সুবিধা অ্যাক্সেস করতে পারবেন।

যেমন – কাস্টম বিজনেস লিঙ্ক তৈরী এবং একই অ্যাকাউন্টকে চারটির বেশি ডিভাইসে ব্যবহার করার মতো বিকল্প উপলব্ধ হতে পারে এই ফিচারের অধীনে।

৪. হোয়াটসঅ্যাপ বিজনেস ভার্সনের জন্য বিজনেস টুল ট্যাব:

খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপ বিজনেস ইউজাররা তাদের অ্যাপের হোম স্ক্রিনের উপরি দিকে বিজনেস টুল নামে একটি নতুন ট্যাব দেখতে পাবেন।

এই নতুন ট্যাবটি ইন-অ্যাপ সেটিংসে না গিয়ে বরং হোম স্ক্রিন থেকেই ঝটপট বিজনেস টুলগুলিকে অ্যাক্সেস করতে দেবে ইউজারদের।

এমনকি আসন্ন ট্যাবে – কোম্পানির প্রোফাইল, ইনস্টাগ্রাম এবং ফেসবুক অ্যাড কানেক্টিভিটিও অন্তর্ভুক্ত থাকবে।

৫. অবতার (Avatar):

ফেসবুক এবং ইনস্টাগ্রামে ইতিমধ্যেই লঞ্চ হওয়া অবতার ফিচারই খুব শীঘ্রই দেখা যেতে পারে হোয়াটসঅ্যাপেও।

হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকিং সাইট WABetaInfo, এই আসন্ন ফিচারের আগমনের খবর প্রকাশ্যে এনেছে।

রিপোর্ট অনুসারে, হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল করার সময় একটি মাস্কড স্টিকার হিসাবে অবতারগুলিকে ব্যবহার করা যাবে।

৬. কম্প্যানিয়ন মোড – মাল্টি-ডিভাইস স্ক্যান :

হোয়াটসঅ্যাপে আসন্ন কম্প্যানিয়ন মোড ইউজারদের তাদের বিদ্যমান অ্যাকাউন্টকে ট্যাবলেট সহ আরেকটি সেকেন্ডারি মোবাইল ডিভাইসের সাথে লিঙ্ক করার অনুমতি দেবে।

এছাড়া ডেস্কটপ বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার ক্ষেত্রে ইউজাররা শুধুমাত্র একটি বিকল্প পান যা হল হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সন।

৭. প্রেরিত মেসেজ ডিলিট করার সময়সীমা বর্ধিত করা হবে :

হোয়াটসঅ্যাপ তাদের ‘ডিলিট ফর এভরিওয়ান’ (Delete for Everyone) বিকল্পের সময়সীমা আপডেট করতে পারে।

উক্ত মেসেজিং প্ল্যাটফর্মটি বর্তমানে মেসেজ পাঠানোর পরবর্তী ১ ঘণ্টা, ৮ মিনিট এবং ১৬ সেকেন্ড পর্যন্ত তা ডিলিট করার সুবিধা দিতো।

তবে আসন্ন আপডেট রোলআউট হওয়ার পর হোয়াটসঅ্যাপ ইউজাররা সম্ভবত ২ দিন ১২ ঘণ্টা পর্যন্ত সময় পাবেন প্রেরিত মেসেজ ডিলিট করার।

আসলে ভুলবশত কোনো টেক্সট পাঠিয়ে দিলে তা দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরও ইউজাররা যাতে তা ডিলিট করতে পারেন সেই উদ্দেশ্যেই মেটা-মালিকাধীন এই অ্যাপটির এই পদক্ষেপ।

৮. গ্রুপে প্রেরিত অবাঞ্ছিত মেসেজ ডিলিট করতে পারবে অ্যাডমিন :

একটি গ্ৰুপের সাথে একাধিক সদস্য যুক্ত থাকেন।

আর একের অধিক মানুষের সমাগম যেখানে, সেখানে নানাবিধ মতামত বা বাক্যালাপ তো চলতেই থাকবে।

এবার কোনো সদস্য যদি বেফাঁস কোনো মন্তব্য করে বা ভুল কিছু পাঠায় গ্ৰুপে তবে মেসেজটি সেই সদস্য ভিন্ন আর কেউ ডিলিট করতে পারতো না।

কিন্তু হোয়াটসঅ্যাপ এমন একটি ফিচার আনার কথা ভাবছে যার মাধ্যমে গ্রুপ অ্যাডমিন যেকোনো সদস্য দ্বারা প্রেরিত মেসেজ ডিলিট করার বিশেষ অধিকার পাবেন।

এই ক্ষমতা শুধুই গ্ৰুপ অ্যাডমিন পর্যন্তই সীমাবদ্ধ, অন্য সদস্যের কাছে উপলব্ধ হবে না।

৯. হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ পুনরুদ্ধার করা :

হোয়াটসঅ্যাপ ২০২৩ সালের প্রথমার্ধে ‘রিট্রিভ ডিলিট মেসেজ’ (Retrieve deleted messages) নামক একটি ফিচারকে আনুষ্ঠানিকভাবে রোলআউট করে দেবে।

তবে এই মুহূর্তে আলোচ্য বৈশিষ্ট্যটি শুধুমাত্র বিটা ইউজারদের জন্যই উপলব্ধ।

তবে সফল বিটা টেস্টিংয়ের পর এই ফিচারের অ্যাক্সেস প্রত্যেক দেশের হোয়াটসঅ্যাপ ইউজাররা পাবেন।

0 responses on "২০২৩ সালে আসতে চলেছে এই নতুন হোয়াটসঅ্যাপ ফিচার গুলো"

Leave a Reply

© Technial Bangla. All rights reserved. 2025