• No products in the cart.

২০টি প্রিমিয়াম Apps এর Mega Collection Download Link সহ (আপনার অনেক কাজে দিবে তাই miss করবেন না)

আসসালামু আলাইকুম,

কি অবস্থা সবার? আজ আপনাদের সাথে এমন ২০ টি এপ্লিকেশন শেয়ার করবো যা আপনাদের প্রতিদিনই কোনো না কোনো কাজে লাগবেই। প্রত্যেকটা এপ্লিকেশনেরই Mod/Premium Unlocked Link শেয়ার করবো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টপিক।

1. APP NAME : Tapet (mod unlocked version)

এপটির কিছু বৈশিষ্ঠ্য ও সম্পর্কে আপনাদের জানাই।

১) প্রথমত সবচেয়ে আকর্ষনীয় দিকটি হচ্ছেঃ এপটি অফলাইন।

২)এই এপে আছে হাজার হাজার, লক্ষাধিক Wallpaper যা গুনে শেষ করা যাবে না।

৩) এই এপে অনেক Options আপনি পাবেন বিশেষ করে কাস্টমাইজেশনের জন্যে। যেমনঃ আপনি কত মিনিট বা ঘন্টা পরপর Wallpaper Change হবে সেটা সেট করতে পারবেন। তাছাড়া আপনি Wallpaper Change, Save, Share, Colors chnage, pattern change, pattern property change, order change, slideshow সহ ইত্যাদি আরো অনেক অপশন পেয়ে যাবেন এখানে। তাই আপনাকে বোরিং feel করাবে না এর গেরেন্টি দিচ্ছি।

৪) প্রতিবারই নতুন কোনো Wallpaper আপনি পেয়ে যাবেন। তাই এ নিয়েই আপনাকে চিন্তা করতে হবে না।

৫) বিভিন্ন Widgets সেট করে রাখতে পারবেন হোম স্ক্রিনে। যা দিয়ে wallpaper change সহ অনেক কাজই করতে পারবেন।

এমন সব ফিচার এই এপে আছে যে এই এপটিকে অন্যান্য অনেক এপ থেকে ভিন্ন করে রেখেছে।
আমি গত কয়েক বছর ধরে এই এপ্লিকেশনটিকে আমার লিস্টের ১ নাম্বার বেস্ট Wallpaper এপ্লিকেশন হিসেবে স্থান দিয়েছি।

এপটির কিছু স্ক্রিনশটসঃ

 

2.APP NAME : Write on Pdf

এটি এমন একটি এপ্লিকেশনের কথা যার মাধ্যমে আপনারা Pdf এর উপর লিখতে পারবেন। শুধু লিখাই নয়, আকতেও পারবেন।

এপটির কিছু স্ক্রিনশটসঃ

 

 

3. APP NAME : Text Scanner

এপটি সম্পর্কে কিছু কথা বলে রাখিঃ

১) এপটি সবসময় Accurate Result নাও দিতে পারে। তাই সবসময় এমন ছবি choose করবেন যেখানে লিখাগুলো স্পষ্টভাবে বোঝা যায়।

২) নিজের বা অন্যের হাতের লিখায় যে লেখাগুলো দেওয়া এইরকমের ছবিগুলো থেকে ভালো result না পাওয়ার সম্ভাবনাই বেশি।তাই আমি বলবো এ ধরনের ছবি দিয়ে স্ক্যান না করতে।

যারা বুঝেননি কিভাবে কি করতে হয় তাদের জন্যেঃ

১) এপ্লিকেশনটি ইন্সটল করে ওপেন করুন

২) Permission Allow করে দিন।

৩) এরপর Camera দিয়ে যেকোনো Text আছে এমন জায়গার ছবি তুলুন অথবা Gallary তে গিয়ে যে ছবিটি থেকে Text Copy করতে চান সে ছবিটি সিলেক্ট করুন। আর স্ক্যান এ ক্লিক করুন

কিছুক্ষন অপেক্ষা করুন।

এরপর দেখবেন আপনার Text এসে পড়েছে। যতটুকু কপি করতে চান ততটুকু সিলেক্ট করে কপি করে নিন।

 

এপ্লিকেশনটি কিভাবে কাজ করে তার কিছু স্ক্রিনশটসঃ

0 responses on "২০টি প্রিমিয়াম Apps এর Mega Collection Download Link সহ (আপনার অনেক কাজে দিবে তাই miss করবেন না)"

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

top
Technical Bangla ©  All rights reserved.