• No products in the cart.

১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন ২০২৩

আমাদের দেশে ১০ হাজার টাকা দামের মধ্যে মোবাইলগুলোর চাহিদা ব্যাপক। এই কথা মাথায় রেখে ১০ হাজার টাকার মধ্যে শাওমি, রিয়েলমি, ওয়ালটন বেশ কিছু ভালো ভালো ফোন অফার করছে। চলুন জেনে নেয়া যাক ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন সম্পর্কে।

আইটেল পি৪০ – Itel P40

১০ হাজার টাকার মধ্যে যাদের বড় ব্যাটারি ও অনেকক্ষণ ব্যাকাপ প্রয়োজন তাদের জন্য সেরা একটি ফোন এটি। এই দামে সাধারণত এতো বড় ব্যাটারিযুক্ত ফোন পাওয়া যায় না। এছাড়াও ফোনের অন্যান্য ফিচারও পছন্দ হবার মতো। ৬.৬ ইঞ্চির আধুনিক একটি ওয়াটারড্রপ এলসিডি ডিসপ্লে রয়েছে ফোনের সামনে। আর ফোনের মধ্যে রয়েছে একটি ইউনিসকের এসসি৯৮৬৩এ অক্টা কোরের প্রসেসর। ফোনটি ৩ জিবি ও ৪ জিবি র‍্যামে পাওয়া যায়।

অর্থাৎ ফোনের র‍্যাম ও প্রসেসর মিলিয়ে বেশ ভালো পারফর্মেন্স আশা করা যায়। এছাড়া ফোনটি ডুয়াল সিমে ৪জি সাপোর্ট করে। পিছনে আছে ১৩ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা এবং সামনে পাবেন ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। মোটামুটি চলনসই ছবি তুলতে এসব ক্যামেরা ব্যবহার করতে পারেন। এছাড়া ফোনের সবথেকে আকর্ষণীয় দিক এর ৬০০০ মিলিএম্পের বিশাল ব্যাটারি ও চার্জিং। ব্যাটারি থেকে দুই দিন পর্যন্ত ব্যাকাপ পাওয়া সম্ভব। আর চার্জ শেষ হলে পুনরায় দ্রুত চার্জ করতে আছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জ সুবিধা। যাদের দীর্ঘ ব্যাটারির ফোন প্রয়োজন তাদের জন্য সেরা ফোন এটি।

আইটেল পি৪০ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চি
  • প্রসেসরঃ  ইউনিসক এসসি৯৮৬৩এ
  • মেইন ক্যামেরাঃ ডুয়াল ক্যামেরা (১২ + ২ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৩/৪ জিবি
  • স্টোরেজঃ ৩২/৬৪ জিবি
  • ব্যাটারিঃ ৬০০০ মিলিএম্প

আইটেল পি৪০ এর দামঃ ৮,৯৯০ টাকা / ৯,৯৯০ টাকা

ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস – Infinix Smart 6 Plus

ইনফিনিক্সের নতুন এই ফোনটি বড় ও উজ্জ্বল ডিসপ্লের সাথে বেশ ভালো কিছু ফিচার নিয়ে বাজারে এসেছে। ১০ হাজার টাকার মধ্যেই আপনি পেয়ে যাবেন ৬.৬ ইঞ্চির বড় একটি উজ্জ্বল ডিসপ্লে যেখানে কন্টেন্ট ওয়াচিংয়ে পাওয়া যাবে খুবই ভালো অভিজ্ঞতা। ফোনের প্রসেসর হিসেবে আছে ইউনিসক এসসি৯৮৬৩এ যা একটি বাজেট চিপ। দৈনন্দিন কাজে আপনি ভালো সেবা পাবেন এখানে। কেননা ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজও দেয়া হয়েছে এই ফোনের সাথে। পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপের মূল ক্যামেরাটি ৮ মেগাপিক্সেলের চলনসই একটি ক্যামেরা। সামনে থাকছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনে ডুয়াল এলইডি ফ্ল্যাশ থাকায় অন্ধকারেও ভালো ছবি পাওয়া যেতে পারে। এছাড়া পাবেন ৫০০০ মিলিএম্পের ব্যাটারি ও ফাস্ট চার্জের সুবিধা। ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলকের মতো ফিচারও রয়েছে। আর ডুয়াল সিম ৪জি সুবিধা তো থাকছেই।

ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চি
  • প্রসেসরঃ  ইউনিসক এসসি৯৮৬৩এ
  • মেইন ক্যামেরাঃ ডুয়াল ক্যামেরা (৮ + ০.৮ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৪ জিবি
  • স্টোরেজঃ ৬৪ জিবি
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস এর দামঃ ৯,৯৯৯ টাকা

টেকনো পপ ৭ – Tecno Pop 7

এই বছরে বাজারে আসা টেকনোর নতুন এই বাজেট ফোনটি বেশ জনপ্রিয়তা পেয়েছে অল্পদিনেই। ফোনের সামনে থাকা ৬.৬ ইঞ্চির সুন্দর এলসিডি ডিসপ্লেটি নজর কেড়েছে ক্রেতাদের। এছাড়া ফোনের ডিজাইন ও আউটলুক বেশ আধুনিক ও সুন্দর। ফোনে কী চিপসেট তারা ব্যবহার করেছে সেটি প্রকাশ না করলেও দৈনন্দিন কাজগুলো সহজেই করা যায়। এছাড়া ২ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ রয়েছে। স্টোরেজ বাড়ানোর জন্য মাইক্রোএসডি কার্ডের সুবিধাও রাখা হয়েছে। ক্যামেরা হিসেবে ডুয়াল ৮ মেগাপিক্সেল ক্যামেরা পাবেন পিছনে। সামনের সেলফি ক্যামেরাটি ৫ মেগাপিক্সেলের। ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আনলকের মতো নিরাপত্তা ফিচারও আছে ফোনে। এছাড়া ব্যাটারি হিসেবে ৫০০০ মিলিএম্পের বিশাল ব্যাটারি পাবেন। তবে ফাস্ট চার্জ করার সুবিধা নেই। এফএম রেডিও, ৪জি সুবিধা রয়েছে ফোনের সাথে। সব মিলিয়ে এই বাজেটে ভালো একটি ফোন এটি।

টেকনো পপ ৭ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চি
  • প্রসেসরঃ  জানা যায় নি
  • মেইন ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ২ জিবি
  • স্টোরেজঃ ৬৪ জিবি
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

টেকনো পপ ৭ এর দামঃ ৯,৬৯০ টাকা

টেকনো স্পার্ক গো ২০২২ – Tecno Spark Go 2022

সবদিক থেকে ভারসাম্যপূর্ণ একটি ফোন স্পার্ক গো ২০২২। ১০ হাজার টাকার মধ্যেই ফোনের সব ফিচারেই সেরা জিনিসগুলো দিচ্ছে এখানে টেকনো। ফোনের সামনে ৬.৫২ ইঞ্চির বড় একটি ডিসপ্লে পেয়ে যাবেন। সেই সাথে ফোনটির লাউড স্পিকারে বেশ ভালো সাউন্ড তৈরি হয়। দুটি মিলিয়ে কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে অসাধারণ এই ফোনটি। বাজেটে সেরা অভিজ্ঞতা দিতে পারবে। ফোনের পারফর্মেন্স পেতে ব্যবহার করা হয়েছে একটি কোয়াড কোর প্রসেসর যা খুব বেশি শক্তিশালী নয়। তবে অ্যান্ড্রয়েড গো এডিশন থাকায় দৈনন্দিন কাজ করা যায় সহজেই। ফোনে এছাড়াও পাবেন ২ জিবি র‍্যাম। পিছনে ডুয়াল ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা সিস্টেম রয়েছে। টুকটাক ছবি তোলার ক্ষেত্রে এই ক্যামেরা কাজে দেয়। সামনে পাবেন ৮ মেগাপিক্সেলের ক্লিয়ার সেলফি ক্যামেরা। ফোনে ৫০০০ মিলিএম্প ব্যাটারি আছে। তবে ফাস্ট চার্জের সুবিধা নেই। তবে ফিঙ্গারপ্রিন্ট, মাইক্রো এসডি কার্ডের সুবিধা পাবেন ফোনে।

টেকনো স্পার্ক গো ২০২২ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫২ ইঞ্চি
  • প্রসেসরঃ  কোয়াড কোর
  • মেইন ক্যামেরাঃ ১৩ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ২ জিবি
  • স্টোরেজঃ ৩২ জিবি
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

টেকনো স্পার্ক গো ২০২২ এর দামঃ ৯,৯৯০ টাকা

ওয়ালটন প্রিমো আর৯ – Walton Primo R9

স্টাইলিশ ডিজাইনের ওয়ালটনের এই ফোনটি পারফর্মেন্সের দিক থেকে সেরা। ১০ হাজার টাকা থেকে কিছুটা বেশি হলেও বাজেটের মধ্যেই ভালো প্রসেসর ও বেশি র‍্যাম নিয়ে এটি বাজারে জনপ্রিয়তা পেয়েছে। ফোনটি বিভিন্ন অফারে মাঝে মাঝেই ১০ হাজার টাকার নিচেই পাওয়া যায় বলে এই তালিকায় স্থান পেয়েছে। ফোনের সামনে পাবেন ৬.৫২ ইঞ্চির একটি এলসিডি ডিসপ্লে। পারফর্মেন্সের ক্ষেত্রে এটি এই বাজেটের অন্য বেশিরভাগ ফোন থেকেও সেরা। ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও জি২৫ প্রসেসর। টুকটাক গেমিং কিংবা দৈনন্দিন কাজগুলো সহজেই করে ফেলা যায় এখানে। এছাড়া আছে ৩ জিবি পর্যন্ত র‍্যাম। যারা ১০ হাজার এর আশেপাশের বাজেটেই গেমিং করতে চান তাদের জন্য সেরা পছন্দ হতে পারে এটি। পিছনের ১৩ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপে দিনের আলোতে বেশ ভালো ছবি তোলা সম্ভব। সামনেও রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনের ব্যাটারি ৫০০০ মিলিএম্পের। ফলে সারাদিন ব্যাকাপ পাওয়া যাবে সহজেই। ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধাও পাওয়া যাবে এই ফোনে।

ওয়ালটন প্রিমো আর৯ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫২ ইঞ্চি
  • প্রসেসরঃ  মিডিয়াটেক হেলিও জি২৫
  • মেইন ক্যামেরাঃ ট্রিপল ক্যামেরা (১৩ + ২ + ভিজিএ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৩ জিবি
  • স্টোরেজঃ ৩২ জিবি
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

ওয়ালটন প্রিমো আর৯ এর দামঃ ১০,৪৯৯ টাকা

ওয়ালটন প্রিমো জিএইচ১১ – Walton Primo GH11

বাজেটে ওয়ালটনের অন্যতম সেরা ফোন এটি। সুন্দর স্টাইলিশ ডিজাইনের এই ফোনটি যে কারোরই ভালো লেগে যাবে। ফোনের সামনে থাকছে ৬.৫২ ইঞ্চির একটি এলসিডি ডিসপ্লে। ফোনের পারফর্মেন্স দিতে থাকছে মিডিয়াটেকের হেলিও এ২২ চিপ। এটি বাজেট ফোনের জন্য খুব ভালো একটি চিপ। দৈনন্দিন কাজ খুব ভালোভাবেই করে ফেলা যাবে। সেই সাথে আরও দ্রুত পারফর্মেন্স দিতে আছে অ্যান্ড্রয়েড ১২ গো এডিশন। ২ জিবি র‍্যামের ফোনটি আপনি ১০ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন। স্টোরেজ রয়েছে ৩২ জিবি। তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ইচ্ছামতো বাড়িয়ে নিতে পারবে। পিছনে ১৩ মেগাপিক্সেলের সনি ট্রিপল ক্যামেরা দেয়া হয়েছে। ফলে বাজেট অনুযায়ী বেশ ভালো ছবি তোলা যায় এই ফোন থেকে। সামনে ৫ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরাও রয়েছে। তবে ব্যাটারি সেকশনে কিছুটা পিছিয়ে ফোনটি। ৪২০০ মিলিএম্প ব্যাটারি রয়েছে এতে। তবে এটিও যথেষ্ট ভালো ব্যাকাপ দিতে পারে। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলকের মতো বিভিন্ন ফিচার পাওয়া যাবে ফোন থেকে।

ওয়ালটন প্রিমো জিএইচ১১ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫২ ইঞ্চি
  • প্রসেসরঃ  মিডিয়াটেক হেলিও এ২২
  • মেইন ক্যামেরাঃ ১৩ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ২ জিবি
  • স্টোরেজঃ ৩২ জিবি
  • ব্যাটারিঃ ৪২০০ মিলিএম্প

ওয়ালটন প্রিমো জিএইচ১১ এর দামঃ ৯,৯৯৯ টাকা

ওয়ালটন অরবিট ওয়াই২১ – Walton Orbit Y21

১০ হাজার টাকার নিচে এই ফোনটিকে ওয়ালটন বলছে অলরাউন্ডার। কেননা এই ফোনে এমন কিছু ফিচার দেয়া রয়েছে যা এই দামের অন্য কোন ফোনেই খুঁজে পাবেন না। প্রথমেই পাবেন ৬.৬ ইঞ্চির একটি বড় ডিসপ্লে। সবথেকে অবাক করা ব্যাপার ওয়ালটন এই দামেই ডিসপ্লেতে দিয়েছে ৯০ হার্টজের রিফ্রেশ রেট এবং ১৮০ হার্টজের টাচ রেস্পন্স। ফলে স্ক্রলিং বা টুকটাক গেমিংয়ে অসাধারণ অভিজ্ঞতা পাওয়া যাবে। পারফরমেন্স দিতে রাখা হয়েছে ইউনিসকের টাইগার টি৬০৬ চিপ। বাজেটের মধ্যে ভালো এই চিপ থেকে দৈনন্দিন কাজে ভালো পারফর্মেন্স পাওয়া যায়। এছাড়া সাহায্য করবে ৪ জিবি র‍্যাম। সব মিলিয়ে এই দামে সেরা পারফর্মেন্সের নিশ্চয়তা দিচ্ছে এই ফোনটি। পিছনে আছে ৮ মেগাপিক্সেলের ডুয়াল এআই ক্যামেরা যা চলনসই ছবি তুলতে পারে। সামনে পাবেন ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়াও ফোনে সারাদিন ব্যাকাপ দেয়ার মতো ৫০০০ মিলিএম্প ব্যাটারি থাকছে। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, ডুয়াল ৪জি ভোএলটিই ইত্যাদি সকল ফিচার এই ফোনকে এই বাজেটের অন্যতম সেরা ফোন করে তুলেছে।

ওয়ালটন অরবিট ওয়াই২১ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চি
  • প্রসেসরঃ  ইউনিসক টাইগার টি৬০৬
  • মেইন ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৪ জিবি
  • স্টোরেজঃ ৬৪ জিবি
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

ওয়ালটন অরবিট ওয়াই২১ এর দামঃ ৮,৪৯৯ টাকা

সিম্ফনি জেড৬০ – Symphony Z60

খুবই আধুনিক ও সুন্দর ডিজাইনের এই ফোনটি আধুনিক সব ফিচার নিয়েই বাজারে এসেছে। ফোনটি দেখলে আরও বেশি মূল্যের ফোন বলে ভুল করা স্বাভাবিক। সামনেই পাবেন ৬.৬ ইঞ্চির ডিসপ্লে এবং সবথেকে অবাক করা ব্যাপার এই দামেই সিম্ফনি ৯০ হার্টজের রিফ্রেশ রেট দিয়েছে ডিসপ্লেতে। ফলে যে কোন কাজ খুব স্মুথভাবে করা যায়। আছে ইউনিসকের টাইগার টি৬০৬ চিপ যা দৈনন্দিন কাজ বা টুকটাক গেমিংয়ে খুবই ভালো অভিজ্ঞতা দেবে। ফোনের আরেকটি আকর্ষণীয় দিক হচ্ছে এর ক্যামেরা সেটআপ। পিছনের ডুয়াল ক্যামেরা সেটআপে মূল লেন্সটি ৫২ মেগাপিক্সেলের। ফলে দিনের আলোতে ক্লিয়ার ও শার্প ছবি পাওয়া যায় ক্যামেরা থেকে। সামনেও পেয়ে যাবেন ভালো মানের একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনে আছে ৩ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। এছাড়া ফোনটির স্পিকারও বেশ লাউড ও ভালো মানের। এছাড়া ৫০০০ মিলিএম্প ব্যাটারি ও ১৮ ওয়াট ফাস্ট চার্জ সুবিধা থাকায় ব্যাকাপ নিয়েও থাকছে না কোন চিন্তা। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক, মাইক্রো এসডি ইত্যাদি বিভিন্ন সুবিধা ফোনটিকে এই দামে আরও আকর্ষণীয় করে তুলেছে।

সিম্ফনি জেড৬০ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চি
  • প্রসেসরঃ  ইউনিসক টাইগার টি৬০৬
  • মেইন ক্যামেরাঃ ৫২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৩ জিবি
  • স্টোরেজঃ ৬৪ জিবি
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

সিম্ফনি জেড৬০ এর দামঃ ৯,৯৯৯ টাকা

আইটেল ভিশন ৫ – itel Vision 5

আইটেলের ফোনগুলো কম বাজেটেই অনেক ফিচারযুক্ত হয়ে থাকে। এটিও তার ব্যতিক্রম নয়। ফোনটির পারফর্মেন্সের ক্ষেত্রে একটি অক্টাকোরের প্রসেসর ব্যবহার করা হয়েছে বিধায় সাধারণ হালকা কাজে কোন সমস্যা হয় না। এই বাজেটে ভালো ব্যাটারি লাইফ দেয়ার নিশ্চয়তা দিচ্ছে এই ফোনটি। ৫০০০ মিলিএম্প ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকছে এতে। ফোনটি দেখতেও বেশ স্টাইলিশ এবং পাতলা।

সামনে আছে ৬.৬ ইঞ্চির ওয়াটারড্রপ ডিসপ্লে। এছাড়া পেয়ে যাবেন ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ। স্টোরেজ বাড়াতে মাইক্রোএসডি কার্ডের সুবিধাও রয়েছে। সবথেকে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এতো কম বাজেটেই আপনি ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্টের সুবিধাও পেয়ে যাচ্ছেন। পিছনে ৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপও দিচ্ছে আইটেল। তাই ১০ হাজার টাকা বাজেটে ফোনটি বেশ ভালো ফিচার নিয়েই বাজারে প্রতিযোগিতায় নেমেছে।

আইটেল ভিশন ৫ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চি
  • প্রসেসরঃ অক্টাকোর
  • মেইন ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৩ জিবি
  • স্টোরেজঃ ৩২ জিবি
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

আইটেল ভিশন ৫ এর দামঃ ৯,৬৯০ টাকা

ইনফিনিক্স স্মার্ট ৬ এইচডি – Infinix Smart 6 HD

১০ হাজার টাকা বাজেটেই বেশ ভালো মানের এলসিডি এইচডি প্লাস ডিসপ্লে নিয়ে বাজারে এসেছে এই ফোন। ৬.৬ ইঞ্চির বেশ ভালো কোয়ালিটির ডিসপ্লে ব্যবহার করায় কন্টেন্ট দেখে মজা পাবেন। পারফর্মেন্সের ক্ষেত্রে ইউনিসকের একটি অক্টাকোর চিপ ব্যবহার করা হয়েছে। হালকা কাজগুলো বেশ স্মুথলি করে ফেলতে পারবেন অ্যান্ড্রয়েডের লাইট ভার্সন ব্যবহার করায়। আছে ৮ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ।

ব্যাটারির ক্ষেত্রেও ৫০০০ মিলিএম্প ব্যাটারি ব্যবহার করায় সারাদিন ব্যাকাপ পেতে পারেন। এছাড়া মাইক্রোএসডি স্লট রয়েছে ফোনে, তবে চার্জিং পোর্ট হিসেবে মাইক্রোইউএসবি পোর্ট দেয়া হয়েছে যা আধুনিক ফোন হিসেবে কিছুটা পুরানো। সব মিলিয়ে কন্টেন্ট দেখবার জন্য ১০ হাজার টাকা বাজেটে এটি সেরা একটি ফোন। ২ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন এই বাজেটে।

ইনফিনিক্স স্মার্ট ৬ এইচডি এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চি
  • প্রসেসরঃ ইউনিসক এসসি৯৮৬৩এ
  • মেইন ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ২ জিবি
  • স্টোরেজঃ ৩২ জিবি
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

ইনফিনিক্স স্মার্ট ৬ এইচডি এর দামঃ ৯,৪৯৯ টাকা

ইনফিনিক্স হট ১০ প্লে – Infinix Hot 10 Play

ইনফিনিক্স হট ১০ প্লে ইনফিনিক্সের কম বাজেটে আরেকটি বেশ ভালো ফোন। এই দামেই ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজের ফোন পেয়ে যাবেন। তাছাড়া আছে হেলিও জি২৫ চিপ যা দাম হিসেবে বেশ ভালো। দৈনন্দিন হালকা কাজ বেশ ভালোভাবেই করে ফেলতে পারবেন। সেইসাথে অ্যান্ড্রয়েড গো এডিশন থাকায় বেশ স্মুথভাবে চালানো যায় ফোনটি। তাছারাআ ৬.৮২ ইঞ্চির বেশ বড় স্ক্রিন আছে এই ফোনে। স্ক্রিনের কোয়ালিটি বেশ ভালো হওয়ায় কন্টেন্ট দেখেও আরাম পাওয়া যাবে। পিছনে আছে ১৩ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা।

ফোনটির আরেকটি আকর্ষণীয় দিক এর ৬০০০ মিলিএম্প ব্যাটারি। এই দামে এত বড় ব্যাটারি আর কেউ দিচ্ছে না। সারাদিন খুব ভালোভাবেই চালাতে পারবেন এই ফোনটি। তবে এই ফোনেও টাইপ সি পোর্ট দেয়া হয় নি, মাইক্রোইউএসবির মাধ্যমে চার্জ দিতে হবে এখানেও। তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ফোনটিতে। সব মিলিয়ে ১০ হাজার টাকা বাজেটে বেশ ভালো একটি প্যাকেজ এটি।

ইনফিনিক্স হট ১০ প্লে এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৮২ ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি২৫
  • মেইন ক্যামেরাঃ ১৩ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৩ জিবি
  • স্টোরেজঃ ৩২ জিবি
  • ব্যাটারিঃ ৬০০০ মিলিএম্প

ইনফিনিক্স হট ১০ প্লে এর দামঃ ৯,৯৯০ টাকা

রেডমি এ১ – Redmi A1

১০ হাজার টাকা বাজেটের মধ্যে সবথেকে সুন্দর ও স্টাইলিশ দেখতে এই ফোন। ফোনটির ডিজাইন দেখলে প্রিমিয়াম ফোন মনে হবে, পিছনে চামড়ার মতো টেক্সচার ব্যবহার করায় ধরে বেশ আরাম লাগবে। পারফর্মেন্সের ক্ষেত্রেও পিছিয়ে নেই। আছে মিডিয়াটেকের হেলিও এ২২ চিপ। সাথে ক্লিন অ্যান্ড্রয়েড ১২ গো এডিশন পাবেন। ফলে ইউআই বেশ স্মুথ কাজ করবে। ডিসপ্লেটিও বেশ উজ্জ্বল ও ভালো কোয়ালিটির। পিছনে ডুয়াল ক্যামেরা দেয়া হয়েছে যার মেইন লেন্স ৮ মেগাপিক্সেলের চলনসই ছবি তুলতে পারে। তাছাড়া ৫০০০ মিলিএম্প ব্যাটারিও আছে। সব মিলিয়ে ফোনটি খুব ভালো স্পেক ও ডিজাইন দিচ্ছে এই কম বাজেটেই। ২ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ অপশনে পাবেন ফোনটি।

রেডমি এ১ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫২ ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও এ২২
  • মেইন ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ২ জিবি
  • স্টোরেজঃ ৩২ জিবি
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

রেডমি এ১ এর দামঃ ৯,৯৯৯ টাকা

টেকনো পপ ৬ প্রো – Tecno Pop 6 Pro

লুক আর ডিজাইনের দিক থেকে ফোনটি রেডমি এ১ এর সাথে সমানে পাল্লা দিতে পারবে। ফোনের ডিজাইনটি বেশ নজরকারা। ১০ হাজার টাকার ফোনে এমন ডিজাইন কিছুটা অবাক করবে আপনাকে। সেই সাথে ৬.৫৬ ইঞ্চির উজ্জ্বল এলসিডি ডিসপ্লে আছে সামনে। পারফর্মেন্স দিতে আছে হেলিও এ২২ প্রসেসর। এতেও অ্যান্ড্রয়েড ১২ গো এডিশন থাকায় বেশ স্মুথ লাগবে ফোনটি ব্যবহার করে। তাছাড়া পিছনে ৮ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ আছে। এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দিয়েছে টেকনো।

৫০০০ মিলিএম্প ব্যাটারি থাকায় ব্যাটারি লাইফ নিয়েও চিন্তা নেই। এই ফোনটিও ২ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়ান্টে পেয়ে যাবেন। মাইক্রো এসডি স্লট থাকায় স্টোরেজ বাড়িয়ে নেবার সুবিধাও থাকছে।সবদিক মিলিয়ে ফোনটি যথেষ্ট ভারসাম্য রেখেছে দাম অনুযায়ী। সুন্দর ফোন চাইলে ১০ হাজার টাকা বাজেটে এটি আপনার তালিকায় রাখতে পারেন নিঃসন্দেহে।

টেকনো পপ ৬ প্রো এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫৬ ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও এ২২
  • মেইন ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ২ জিবি
  • স্টোরেজঃ ৩২ জিবি
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

টেকনো পপ ৬ প্রো এর দামঃ ৯,৪৯০ টাকা

রিয়েলমি সি১১ – Realme C11

১০ হাজার টাকা দামের মধ্যে থাকছে রিয়েলমির ফোন, রিয়েলমি সি১১। বেশ কম্পিটিটিভ প্রাইসিং নিয়ে রেডমি ৯এ এর অধিকাংশ ফিচারই প্রদান করছে ফোনটি। মিডিয়াটেক হেলিও জি৩৫, ৫০০০মিলিএম্প ব্যাটারি,  ১৩মেগাপিক্সেঅ ক্যামেরাসহ বেশিকিছু সাদৃশ্য রয়েছে রিয়েলমি সি১১ ও রেডমি ৯এ ফোন দুইটির মধ্যে। ফোনটির প্রধান আকর্ষণ হচ্ছে এর ক্যামেরা। এই দামে রিয়েলমি সি১১ ফোনটি অফার করছে স্লো-মোশন ভিডিও রেকর্ডিং ফিচার। মোবাইলটির ক্যামেরাতে আরো রয়েছে নাইট মোড, যা এই দামে অনন্য।

রিয়েলমি  সি১১ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৩৫
  • মেইন ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • র‍্যামঃ ২জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

রিয়েলমি সি১১ এর দামঃ ৮,৯৯০ টাকা

রিয়েলমি সি৩০ – Realme C30

১০হাজার টাকার মধ্যে ভালো মোবাইল এর তালিকায় থাকছে রিয়েলমি সি৩০, ফোনটির ডিজাইন ও পারফরম্যান্স ফোনটিকে অসাধারণ করেছে। বাজেটের মধ্যে এই ফোনটি অফার করছে ৮মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৫মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

২জিবি র‍্যাম ও ৩২জিবি স্টোরেজ এর রিয়েলমি সি৩০ এর স্টোরেজ বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে ১টিবি পর্যন্ত। ফোনটিতে পেয়ে যাচ্ছেন ৫০০০মিলিএম্প এর বিশাল ব্যাটারি যা যেকোনো ব্যবহারকারীর সারাদিন ব্যবহারের জন্য যথেষ্ট।

রিয়েলমি সি৩০ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ ইউনিসক টি৬১২
  • র‍্যামঃ ২জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি
  • প্রাইমারি ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

রিয়েলমি সি৩০ এর দামঃ ৯,৯৯৯টাকা

সিম্ফোনি জেড৪০ – Symphony Z40

শুধুমাত্র দাম বেশি হলেই যে ফোনে আকর্ষণীয় ডিজাইন থাকে – এই ধারণাকে সম্পূর্ণ ভূল প্রমাণ করে আমাদের তালিকার এই স্থানে রয়েছে দেশীয় ব্র‍্যান্ড সিম্ফোনি এর সিম্ফোনি জেড৪০ ফোনটি। এই ফোনটিতে আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি যুক্ত হয়েছে ১৩ মেগাপিক্সেলের পাঞ্চ-হোল সেল্ফি ক্যামেরা যা ফোনটির লুকে অনন্য মাত্রা যোগ করেছে।

সিম্ফোনি জেড৪০ এর ব্যাকে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটাপ। ফোনটি চলবে মিডিয়াটেক এর হেলিও জি৩৫ প্রসেসর দ্বারা। ৫০০০ মিলিএম্প এর বিশাল ব্যাটারি থাকছে ফোনটিতে। ১০ হাজার টাকার মধ্যেই পাওয়া যাবে ফোনটির ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। এছাড়া ফিংগারপ্রিন্ট সেন্সর ও রয়েছে ফোনটিতে।

সিম্ফনি জেড ৩০ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫৫ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও এ২৫
  • র‍্যামঃ ৩জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

সিম্ফোনি জেড৪০ এর দামঃ ৯,৯৯০ টাকা

ইনফিনিক্স হট ৯ প্লে – Infinix Hot 9 Play

আকর্ষণীয় ডিজাইন আর কম দামের মধ্যে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি র‍্যাম অফার করার মাধ্যমে ১০ হাজার টাকা মধ্যে সেরা ফোনের তালিকার শীর্ষস্থান দখল করে নিয়েছে ইনফিনিক্স হট ৯ প্লে ফোনটি। ৬.৮২ ইঞ্চির বিশাল এইচডি+ ডিসপ্লে থাকছে ফোনটিতে। ইনফিনিক্স হট ৯ প্লে ফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা। ফোনটিতে রয়েছে ৬০০০ মিলিএম্প এর বিশাল ব্যাটারি। ফোনটি চলবে মিডিয়াটেক এর হেলিও এ২৫ প্রসেসর দ্বারা। এছাড়াও ফোনটির পেছনে রয়েছে ফিংগারপ্রিন্ট সেন্সর।

ইনফিনিক্স হট ৯ প্লে এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৮২ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও এ২৫
  • র‍্যামঃ ২জিবি/৪জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি/৬৪জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প

ইনফিনিক্স হট ৯ প্লে এর দামঃ ৯,৯৯০ টাকা

১০ হাজার টাকা দামের মধ্যে আপনার পছন্দের মোবাইল ফোন কোনটি? আমাদের জানান কমেন্ট সেকশনে।

 

1 responses on "১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন ২০২৩"

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

top
Technical Bangla ©  All rights reserved.