• No products in the cart.

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম সেট করার সুবিধা

গুগল প্লে বেটা প্রোগ্রাম এর মাধ্যমে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ একটি নতুন আপডেট রোল আউট করেছে, যার ভার্সন হলো ২.২৩.৫.১২। নতুন এই আপডেটে একটি নতুন ফিচার এসেছে যা অনেকের কাছে ভালো লাগবে। বিশেষ করে যারা হোয়াটসঅ্যাপে গ্রুপ নিয়ে কাজ করতে পছন্দ করেন তাদের এই ফিচারটি বেশি কাজে আসবে। এই ফিচারের ফলে কোনো গ্রুপ চ্যাটে অপরিচিত নাম্বার থেকে আসা মেসেজে ফোন নাম্বার এর পরিবর্তে পুশ নেম বা ইউজারনেম দেখাবে।

WaBetaInfo এর তথ্যমতে এই ফিচার হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বেটা ২.২২.২৫.১০ আপডেটে প্রথম আসে। এই আপডেটে প্রথম ফোন নাম্বার এর পরিবর্তে ইউজারনেম এর দেখা মিলে গ্রুপ চ্যাট এর মেসেজ বাবলে। এর ফলে গ্রুপ চ্যাটে অপরিচিত কনটাক্ট এর মেসেজ চিনতে সুবিধা হবে। লেটেস্ট আপডেটে উক্ত ফিচার চ্যাটলিস্টেও চলে এসেছে।

এখন থেকে পুশ নেম বা ইউজারনেম প্রদর্শিত হবে ফোন নাম্বারের পরিবর্তে। ফলে অপরিচিত কনটাক্ট কে তা জানতে বেশ সহজ হবে। নতুন কনটাক্ট সেভ করা ছাড়াই ইউজারের নাম দেখা যাবে। সুবিধাটি বেশি কাজে আসবে অপরিচিত মেম্বারদের সাথে থাকা একই গ্রুপে চ্যাট করার সময়। সেক্ষেত্রে ফোন নাম্বারের পরিবর্তে চ্যাটে ও গ্রুপ পার্টিসিপেন্ট লিস্টে অপরিচিত গ্রুপ মেম্বারদের চেনা সহজ হবে।

এই ফিচার ইতিমধ্যে কিছু আইওএস বিটা টেস্টারগণ আইওএস ২৩.৫.০.৭৩ আপডেট ইন্সটল করার পর পেয়ে গেছেন। তবে উক্ত ভার্সন এখনো মেম্বারদের কাছে ফোন নাম্বার হাইড করেনা এবং চ্যাট বাবলে এখনো দেখায়।

এই নতুন ফিচার কিছু বিটা টেস্টার পেয়েছেন যারা প্লে স্টোর থেকে লেটেস্ট অ্যান্ড্রয়েড বিটা ভার্সন আপডেট ইন্সটল করেছেন। আশা করা যাচ্ছে আরো অনেক ব্যবহারকারী আসছে দিনগুলোতে এই ফিচার পেয়ে যাবেন। হয়ত সামনে শুধুমাত্র ইউজারনেম ব্যবহার করে যোগাযোগ করা যাবে অ্যাপটিতে।

সব মিলিয়ে গ্রুপ চ্যাটে অপরিচিত কনটাক্টগুলোকে চিনতে বেশ সহজ হবে এই নতুন ফিচারের কল্যাণে। এই পুশ নেম ফিচার এর কারণে গ্রুপ চ্যাট ম্যানেজ করা ও যোগাযোগে আরো সুবিধা আসবে। খুব শীঘ্রই সকল হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী এই ফিচারের অ্যাকসেস পেয়ে যাবেন বলে আশা করা যায়। সাধারণত অনেক বিটা ভার্শনের ফিচার পাবলিক ভার্সনে আসেইনা, তবে এটি গুরুত্বপূর্ণ ও কার্যকরী একটি বিষয় বলে আশা করা যায় এটি সবার জন্য আসবে যত দ্রুত সম্ভব।

 

0 responses on "হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম সেট করার সুবিধা"

Leave a Reply

© Technial Bangla. All rights reserved. 2025