• No products in the cart.

স্মার্টফোনের নিচে এই ছোট্ট ছিদ্রের কাজটা আসলে কী? জেনে নিন বিস্তারিত

আমি অভি আছি আপনাদের সাথে নতুন পোস্ট নিয়ে আবারও হাজির হলাম। কোনো ভুল ত্রুটি হলে নিজ গুনে ক্ষমা করবেন।

আমাদের দৈনন্দিন ব্যবহারের জন্য সবচেয়ে প্রয়োজনীয় একটি উপাদান হলো স্মার্টফোন।

বলতে গেলে এটি ছাড়া এক মুহূর্ত চলা যায় না আমরা প্রায় অচল বলা চলে স্মার্টফোন ছাড়া।

ভিডিও দেখা গান শুনা ইন্টারনেটে ব্যবহার করা সব ক্ষেত্রে স্মার্ট ফোন সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে।

আমরা স্মার্টফোন হাতে পেলেই সব কিছু নিয়ে লেগে থাকি ফোনের কাছেই, প্রতিদিন ফোনের বিভিন্ন বিষয়ে আমরা আবিষ্কার করতে লেগে থাকি।

আপনার কখনো ভেবেছেন কি ফোনের নিচে চার্জিং পোর্টের পাশে যে ছোট ছিদ্র দেয়া থাকে সে ছিদ্র এর কাজ কি?

অনেকেই বিষয়টি সম্পর্কে জানেন না অনেকেই জানার জন্য উৎসাহী হয়ে থাকেন।

তো চলুন আজকে জেনে নেয়া যাক এই ছিদ্র এর কাজ কি।

চার্জিং পোর্টের সামনে ছোট একটি ছিদ্র লক্ষ্য করা যায় এটাতে হেডফোনের জ্যাক ও ঢুকে না অথবা এটা থেকে শব্দ বের হয় না তাহলে এটার কাজ কি?

আমাদের প্রায় অনেকের মনে বিষয়টি সম্পর্কে জানার আগ্রহ রয়ে গিয়েছে কিন্তু অনেকেই জানেন না বিষয়টি যে এই ছিদ্রের কাজ কি।

মূলত এই ছিদ্রটি হলো স্মার্টফোনের “নয়েজ ক্যানসেল সিস্টেম ” যা মূলত আমরা ফোনে কথা বলার সময় সক্রিয় হয়ে থাকে।

যখন আমরা কাউকে ফোন করি বা ফোনে কথা বলি তখন এই ছিদ্রটি সক্রিয় হয়ে যায়

তখন ফোন যেদিকেই ঘোরানো হোক না কেন আমাদের বলা শব্দটি সরাসরি অপর প্রান্তে পৌঁছে দেয় এই ছিদ্র এর মাধ্যমে।

যার ফলে কোন ঝামেলা ছাড়াই অপর প্রান্তের ব্যক্তি আমাদের কথোপকথন একদম স্পষ্ট ভাবে শুনতে পায়।

এই ছিদ্র এর আরো একটি ভালো কাজ হচ্ছে সরাসরি আমাদের কথাগুলো অপর প্রান্তে পৌঁছে দেয়,

অনেক সময় দেখা যায় কথা বলার সময় প্রচুর শব্দ হয় এক প্রান্ত থেকে অপর প্রান্তের কথা শোনা যায় না তখন এই ছিদ্রের কাছে মুখ নিয়ে কথা বললে একদম স্পষ্ট ভাবে অপর প্রান্তের ব্যক্তি কথাটি স্পষ্ট ভাবে শুনতে পায়।

মূলত এই ছিদ্র আমাদের বহুজাতিক কাজকর্ম এর জন্য লেগে থাকে। এবং কথা বলাটাকে সহজ করার জন্য এটির ব্যবহার বেশি হয়ে থাকে।

তো বন্ধুরা এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য trickbd এর সাথেই থাকুন

0 responses on "স্মার্টফোনের নিচে এই ছোট্ট ছিদ্রের কাজটা আসলে কী? জেনে নিন বিস্তারিত"

Leave a Reply

© Technial Bangla. All rights reserved. 2025