আপনি যদি এর মধ্যেই একটি নতুন ব্লগ বানিয়েছেন, তাহলে এই আর্টিকেল আপনার জন্য অনেক বেশি জরুরি। কারণ, এই আর্টিকেলে আমি আপনাদের বলবো, “নিজের ওয়েবসাইট বা ব্লগ এর জন্য ফ্রি স্টক ইমেজ কেন জরুরি এবং কোথায় পাবেন এই স্টক ইমেজ”.
এখন, হতে পারে আপনাদের মধ্যে অনেকেই “স্টক ফটো ওয়েবসাইট কি” বা “ফ্রি স্টক ইমেজ গুলির এর ব্যবহারের” ব্যাপারে এখনো জানেননা।
একজন, নতুন ব্লগার হিসেবে এই ব্যাপারে না জানাটা স্বাভাবিক।
তবে, যদি এই ব্যাপারে অনেক জলদি সজাগ না হন, তাহলে এইটা আপনার ব্লগিং ক্যারিয়ারের সব থেকে বড়ো ভুল হিসেবে প্রমাণিত হতে পারে।
তাহলে চলুন, নিচে আমরা জেনেনি, “স্টক ইমেজ ওয়েবসাইট কি“, “এরকম ওয়েবসাইট থেকে ছবি কেন ব্যবহার করবেন” এবং “নিজের ব্লগের জন্য ফ্রিতে ছবি কোথায় পাবেন”.
স্টক ইমেজ ওয়েবসাইট মানে কি ? (What Is Stock Image)
নতুন ব্লগাররা বেশিরভাগ সময় একটি সাংঘাতিক ভুল করে ফেলেন। তারা, নিজের ব্লগের থাম্বনেইল (thumbnail) বা অন্য অনেক ক্ষেত্রে Google থেকে সার্চ করে বিভিন্ন ছবি নিজের ব্লগের আর্টিকেলে ব্যবহার করেন।
এই ক্ষেত্রে মনে রাখবেন, গুগলে থাকা ৭০% ছবি বা ইমেজ (images) অন্যদের দেয়া এবং সেই ছবি গুলি copyright free ছবি নয়।
এবং, যখন আপনি গুগল থেকে সার্চ করে অন্যদের copyright থাকা ছবি নিজের ব্লগ বা ওয়েবসাইট গুলিতে ব্যবহার করেন, তখন আপনি ব্যবহার করা ছবির আসল copyright owner বা মালিক আপনার ওপরে copyright infringement নিয়ে আইনগত ভাবে ব্যবস্থা নিতে পারে।
এই ক্ষেত্রে, আপনার অনেক ভারী পরিমানে টাকার জুরমানা, ছবির মালিক কে দিতে লাগতে পারে।
তাই, একজন ব্লগার বা ওয়েবসাইট মালিক হিসেবে, copyright বা royalty free stock images ব্যবহার করাটা আপনার অনেক প্রয়োজন।
ইন্টারনেটে, এমন অনেক ইমেজ ওয়েবসাইট রয়েছে যারা বিভিন্ন photographers, designers বা অন্য ব্যক্তি গুলির থেকে বিভিন্ন বিষয়ে হাজার হাজার ছবি (images) কিনে সেগুলিকে জমা করেন।
এই ধরণের ওয়েবসাইটকে “stock image website” বলা হয়।
তারপর, সেই ছবি গুলিকে আমাদের মতো ব্লগার, ওয়েবসাইট মালিক, মার্কেটার বা যেকোনো ব্যক্তিকে ফ্রীতে বা টাকা দিয়ে ডাউনলোড করার সুযোগ ওয়েবসাইট গুলি দেয়া হয়।
এই ধরণের royalty free image website গুলির থেকে ডাউনলোড করা ছবি বা ইমেজ, আপনারা নিজের মন মতো commercially বা personally যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন।
কারণ, royalty free images এর ওপর কারো অধিকার থাকেনা। এবং, জেকেও যেকোনো ভাবেই সেই ছবি গুলি ব্যবহার করতে পারেন।
আপনারা যেকোনো বিষয়ের হাজার হাজার ছবি, graphics বা vector images এই ওয়েবসাইট গুলিতে পেয়ে যাবেন।
এইগুলি সব আপনারা কোনো ভয় ছাড়া নিজের ব্লগে বা আর্টিকেলে ব্যবহার করতে পারবেন।
তাহলে, স্টক ইমেজ কি এবং কেন ব্যবহার করবে, বিষয়টা ভালো করে বুঝতে পারবেন তো ? আশা করি পেতেছেন।
৫ টি সেরা ফ্রি স্টক ইমেজ ওয়েবসাইট কোনগুলি ?
নিচে, এমন ৫ টি ওয়েবসাইটের ব্যাপারে আমি আপনাদের বলবো, যেগুলিতে আপনারা নিজের ওয়েবসাইট বা ব্লগের জন্য ফ্রীতেই “রয়্যালটি ফ্রি স্টক ইমেজ” ডাউনলোড করতে পারবেন।
এই ওয়েবসাইট গুলির থেকেই আমি আমার ব্লগের থাম্বনেইল বা featured image এর জন্য ছবি ডাউনলোড করে ব্যবহার করি।
১. freedigitalphotos.net
এই ওয়েবসাইট টিতে গিয়ে আপনারা অনেক রকমের হাজার হাজার ফ্রি ছবি পেয়ে যাবেন। এখানে, photos এবং illustrations আপনারা অনেক high quality তে ডাউনলোড করতে পারবেন।
সব ধরণের ছবি আপনারা personal, business বা commercial এবং educational প্রয়োজনের জন্য ব্যবহার করতে পারবেন।
এখানে সব ছবি ফ্রি, তবে বেশি বড়ো সাইজ এর ছবি ডাউনলোড করার জন্য কিছু ছোট সংখ্যায় টাকা দিতে লাগবে।
কিন্তু, ব্লগার হিসেবে আপনার তেমন বড়ো সাইজ এর ছবির কোনো প্রয়োজন নেই।
২. Photopin.com
Photopin আমি কিছু দিন আগেই ব্যবহার করা শুরু করেছি। এবং, অন্য যেকোনো stock image website এর মতোই, এখানেও আপনারা হাজার লক্ষ ভালো ভালো কোয়ালিটির ছবি পেয়ে যাবেন।
আপনি যেই বিষয়ের ছবি ব্লগে ব্যবহার করতে চাচ্ছেন, সেই বিষয়টি এখানে সার্চ করুন। ব্যাস, তারপর আপনাকে আপনার বিষয়ের সাথে জড়িত হাজার হাজার ফ্রি স্টক ছবি দেখিয়ে দেয়া হবে।
এখান থেকে আপনারা বিভিন্ন সাইজ এর ছবি ডাউনলোড করতে পারবেন।
যেমন,
75 x 75, 150 x 150, 240 x 176, 320 x 235, 1024 x 768, 3664 x 2748.
আপনি আপনার প্রয়োজনের হিসেবে সাইজ বেঁচে ছবি ডাউনলোড করতে পারবেন।
৩. Stockvault.net
Stockvault ওয়েবসাইটেও আপনারা বিভিন্ন বিষয়ে বিভিন্ন ভালো ভালো কোয়ালিটির ছবি পেয়ে যাবেন। তবে, এই ওয়েবসাইট থেকে ছবি ডাউনলোড করার আগেই, ছবির licence type অবশই দেখেনিবেন।
কারণ, এই ওয়েবসাইটে থাকা প্রত্যেক ছবি royalty free না।
তাই, আপনি কেবল এমন ছবি গুলি ব্যবহার করতে পারবেন যেগুলিতে commercial বা Creative Commons CC0 licence দেয়া রয়েছে।
তাই, নতুন ব্লগার রা এই ওয়েবসাইট ব্যবহার না করাটাই ভালো হবে।
৪. Pixabey.com
এটা আমার সব থেকে প্রিয় ওয়েবসাইট, যেখান থেকে প্রায় ৮০% ছবি ডাউনলোড করে আমি আমার ব্লগের আর্টিকেলে ব্যবহার করি।
Pixabey তে আপনারা প্রায় ৯০% ছবি commercial licence এর সাথে পেয়ে যাবেন।
এবং, এখান থেকে ডাউনলোড করা ছবি, আপনারা যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন।
বিভিন্ন অন্য অন্য image size যেমন, 640×360, 1280×720, 1920×1080 এ ছবি ডাউনলোড করতে পারবেন।
এবং, PNG, JPG এবং SVG ফরম্যাটের ছবি এখানে পাবেন।
ছবির সাথে সাথে আপনারা pixabey থেকে transparent vector graphics ডাউনলোড করতে পারবেন।
৫. Pexels.com
Pexels এমনিতে ব্লগার দেড় মধ্যে অনেক জনপ্রিয়। কারণ, এখানে আপনারা প্রায় ১০০% ছবি commercial licence এর সাথে পেয়ে যাবেন।
এখান থেকে ডাউনলোড করা ফ্রি স্টক ছবি আপনারা নিজের ব্লগ বা ওয়েবসাইটে কোনো ভয় ছাড়া ব্যবহার করতে পারবেন।
এখানেও আপনারা বিভিন্ন সাইজ যেমন small, medium বা large images ডাউনলোড করতে পারবেন।
আমাদের শেষ কথা,
তাহলে বন্ধুরা, এখন আপনারা হয়তো বুঝে গেছেন, কেন এই ধরণের ফ্রি royalty free ছবি নিজের ব্লগে ব্যবহার করতে হয়।
এবং, তার সাথেই এমন ৫ টি সেরা stock image website এর ব্যাপারে আমি আপনাদের বললাম, যেগুলির থেকে ছবি ডাউনলোড করে আপনারা নিজের ব্লগের থাম্বনেইল (thumbnail) বা অন্য যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন।
0 responses on "স্টক ইমেজ ওয়েবসাইট কি ? ৫ টি ফ্রি স্টক ইমেজ ওয়েবসাইট"