• No products in the cart.

শিখে নিন কিভাবে রোম পোর্ট করতে হয়, আর নিজেই হয়ে জান রোম ডেভলপার।

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই, আসা করি ভালই আছেন। সবাইকে অগ্রিম ঈদ এর শুভেচ্ছা। টাইটেল দেখে বুঝে গেছেন আজকের পোস্ট কি নিয়ে

তো চলুন সুরু করা যাক…….

আজকে আমি আপনাদের কে Mtk 6582 to Mtk 6582 রম পোর্ট করা শিখাবো

যা যা লাগবে

1.Stock Rom of your device..

2.Port Rom [যে রোম পর্ট করতে চান]

3.7zip & zip.apk or zarchiver.apk
:
:
:

ধাপ 1:

প্রথমে sd card এ Rom নামে একটি নিউ ফোল্ডার খুলুন। Room ফোল্ডার এর ভিতরে Stock এবং port নামে আর দুটি ফোল্ডার খুলুন।
7-জিপ ব্যবহার করে port রোম এর জিপ ফাইল port ফোল্ডার এবং stock রোম এর জিপ ফাইল stock ফোল্ডারর সব ফাইল আনজিপ করুন বা এক্সট্রাক্ট করুন
:
:
:

ধাপ ২:

A) port ফোল্ডার থেকে META-INF এবং boot.img ডিলিট দিন.

খ) Stock ফোল্ডার থেকে META-INF এবং boot.img কপি করুন।

c) PORT এ META-INF এবং boot.img পেস্ট করুন।
:
:
:

ধাপ 3:

ক) Stock ফোল্ডার এর system / bin থেকে pq এবং vold ফাইল কপি করুন।

b) port ফোল্ডার এর system/bin এ pq এবং vold ফোল্ডার রিপ্লেস করুন।
:
:
:

ধাপ 4:

A) port ফোল্ডার এর system/etc থেকে bluetooth, firmware এবং wi-fi ফোল্ডার ডিলেট করুন।

খ) Stock ফোল্ডার এর system/etc থেকে bluetooth, firmware এবং wi-fi ফোল্ডার কপি করুন।

C) port ফোল্ডার এর system/etc তে পেস্ট করুন।
:
:
:

পদক্ষেপ 5:

A) port ফোল্ডার এর system/lib থেকে egl এবং hw ফোল্ডার ডিলেট করুন।

খ) Stock ফোল্ডার এর system/lib থেকে egl এবং hw ফোল্ডার কপি করুন।

C) port ফোল্ডার এর system/lib তে পেস্ট করুন।
:
:
:

ধাপ 6:

a) Stock ফোল্ডার এর system/lib থেকে libaudio দিয়ে সুরু সকল ফাইল কপি করুন।

খ) port ফোল্ডার এর system/lib এ পেস্ট করুন।
:
:
:

ধাপ 7:

a)stock ফোল্ডার এর system/ lib থেকে নিম্নলিখিত ফাইল কপি করুন।

libcamalgo.so
libcamdrv.so
libcameracustom.so
libdpframework.so
libsensorservice.so
libsync.so
libvcodecdrv.so

খ)port ফোল্ডার এর system/lib এ পেস্ট করুন।
:
:
:

ধাপ 8:

ক) stock ফোল্ডার এর system/usr/keylayout থেকে Generic.kl ফাইল কপি করুন।

b) port ফোল্ডার এর system/usr/keylayout থেকে Generic.kl ফাইল পেস্ট করুন।
:
:
:

ধাপ 9:

ক) port ফোল্ডার এর system ফোল্ডার থেকে vendor ফোল্ডার ডিলিট করুন।

b)stock ফোল্ডার এর system ফোল্ডার থেকে vendor ফোল্ডার কপি করুন।

গ) port ফোল্ডার এর system ফোল্ডারে পেস্ট করুন।
:
:
:

ধাপ 10:

port ফোল্ডার এর system থেকে build.prop ফাইলটি ইডিট করে,,,,
ro.sf.hwrotation =
[বি:দ্র: যদি মূল্য 0 থেকে 180 তে এটি পরিবর্তন করুন।]

 

তারপর
ro.product.locale.language =
ro.product.locale.region =
এইরকম থাকলে,,
ro.product.locale.language =en

ro.product.locale.region = US
করে দিন।
:
:
:

ধাপ 11:

7-জিপ ব্যবহার করে port ফোল্ডার এর META-INF, system এবং boot.img কে জিপ ফাইলে কম্প্রেস করুন।
এখন আপনার রোম ফ্ল্যাশ করার জন্য প্রস্তুত।
প্রথম বুট 5-10 মিনিট সময় নিতে পারে।

0 responses on "শিখে নিন কিভাবে রোম পোর্ট করতে হয়, আর নিজেই হয়ে জান রোম ডেভলপার।"

Leave a Reply

© Technial Bangla. All rights reserved. 2025