• No products in the cart.

শাওমির নতুন অফারে জিতুন স্মার্টফোন, টিভি সহ অনেক পুরস্কার

শীতের দিনে শাওমি নিয়ে এসেছে গরম অফার। একাধিক শাওমি প্রোডাক্ট কিনে জিতে নিতে পারেন চমৎকার সব ক্যাশব্যাক অফার ও প্রাইজ। চলুন জেনে নেওয়া যাক শাওমি উইন্টার অফার সম্পর্কে বিস্তারিত।

শাওমি নিয়ে এসেছে উইন্টার অফার, যাতে শাওমির অফিসিয়াল ডিভাইস কিনে পাওয়া যাবে ক্যাশব্যাক ও আকর্ষণীয় সব অফার। নির্দিষ্ট প্রোডাক্ট কেনার পর শাওমির অফিসিয়াল ক্যাম্পেইন ওয়েবসাইটে একটি ফর্ম পূরণ করে জিতে নিতে পারেন এসব পুরস্কার।

যেসব ফোন কিনলে অফারটি পাবেনঃ রেডমি এ১, রেডমি এ১+, রেডমি ১০এ, রেডমি ১০সি, রেডমি ১০ ২০২২, রেডমি নোট ১১, রেডমি নোট ১১এস, রেডমি নোট ১০ প্রো ১০৮মেগাপিক্সেল এডিশন।

উল্লিখিত ফোন কিনে পেতে পারেন শাওমি স্মার্টফোন, শাওমি টিভি, শাওমি কার্ভড মনিটর, শাওমি এয়ার পিউরিফায়ারসহ আরো আকর্ষণীয় অফার। অফারগুলো অফিসিয়াল শাওমি প্রোডাক্ট কেনার সাথে সম্পর্কিত। তাই আগেই জানিয়ে রাখছি আপনি অথরাইজড শপ ছাড়া অন্য কোনো জায়গা থেকে ফোন কিনলে অফারটি পাবেন না।

শাওমি উইন্টার অফার এর নিয়ম ও শর্তাবলীঃ

শর্তগুলো মনযোগ দিয়ে পড়ে নিন।

  • “শাওমির গরম অফারে chill হবে উইন্টারে” এই ক্যাম্পেইন শুরু হয়েছে ৫ডিসেম্বর ২০২২ থেকে, চলবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত
  • শুধুমাত্র অফিসিয়াল শাওমি ডিভাইসের ক্ষেত্রে উল্লেখিত অফার প্রযোজ্য
  • লটারি এর ভিত্তিতে এই ক্যাম্পেইনের বিজয়ী নির্ধারণ করা হবে
  • স্মার্টফোন,টিভি, কার্ভড মনিটর,এয়ার পিউরিফায়ার বিজয়ীকে শাওমি বাংলাদেশের পক্ষ থেকে যোগাযোগ করে পুরস্কার প্রদান করা হবে
  • পুরস্কার নেওয়ার সময় বিজেতার জাতীয় পরিচয়পত্র, পপ আপ মেসেজ এর স্ক্রীনশট এবং যে ডিভাইসটি কিনেছেন সেটির আইএমইআই নাম্বার দেখাতে হবে
  • রেডমি ১০এ (২জিবি+৩২জিবি), রেডমি নোট ১১ (৪জিবি+৬৪জিবি ও ৪জিবি+৬৪জিবি) – এই মডেলগুলো কিনলে ১০০০টাকা নিশ্চিত ক্যাশব্যাক পাওয়া যাবে
  • বাংলালিংক থেকে সারা বছর জুড়ে নিশ্চিত ২০জিবি পাওয়া যাবে রেডমি এ১ ও রেডমি এ১+ কিনলে
  • রেডমি ১০এ, রেডমি ১০সি, রেডমি ১০ ২০২২, রেডমি নোট ১১, রেডমি নোট ১১এস, রেডমি নোট ১০ প্রো ১০৮মেগাপিক্সেল এডিশন এর জন্য সারা বছর জুড়ে নিশ্চিত বাংলালিংক ১৫জিবি ইন্টারনেট প্য্যাক পাওয়া যাবে
  • গ্রামীণফোন গ্রাহকগণ পাবেন রেডমি এ১, রেডমি এ১+, রেডমি ১০এ, রেডমি ১০সি, রেডমি ১০ ২০২২, রেডমি নোট ১১, রেডমি নোট ১১এস, রেডমি নোট ১০ প্রো ১০৮মেগাপিক্সেল এডিশন কেনার ক্ষেত্রে ১২জিবি ডাটা বান্ডেল
  • রবি ও এয়ারটেল গ্রাহকগণ  পাবেন সকল ডিভাইস এর ক্ষেত্রে ২০জিবি ৪জি ডাটা, ৫জি ডিভাইসের সাথে গ্রাহকগণ পাবেন ২৬জিবি ডাটা
  • অফার সম্পর্কে জানতে ডায়াল করতে পারেন শাওমি হেল্পলাইন নাম্বার 09612-942664, এই নাম্বারটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চালু থাকবে
  • ডাটা বান্ডেল অফার বিটিআরসি এর নির্দেশ অনুযায়ী যেকোনো সময় পরিবর্তন করা হতে পারে
  • এই ক্যাম্পেইন এর অফার ও সময়সীমা পরিবর্তন করতে পারে শাওমি বাংলাদেশ

উল্লেখিত ফোনগুলো কিনে শাওমির আমার ক্যাম্পেইন ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিলাপ করে পেতে পারেন এসব প্রাইজ। শাওমির ভেরিফাইড ফেসবুক পেজের এই পোস্ট থেকে আরও জানতে পারেন।

0 responses on "শাওমির নতুন অফারে জিতুন স্মার্টফোন, টিভি সহ অনেক পুরস্কার"

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

top
Technical Bangla ©  All rights reserved.