LinkedIn হলো professionals দের জন্যে একটি social network, যেখানে তারা অন্যান্য professionals (user) দের সাথে সংযোগ স্থাপন করা, শেয়ার করা এবং শিক্ষা গ্রহণ করার মতো কাজ গুলো করতে পারেন।
বলতে গেলে এটা প্রায় Facebook এর মতোই তবে নিজের একটি ভালো career তৈরি করার ক্ষেত্রে আপনি LinkedIn ব্যবহার করে থাকেন।
অবশই, LinkedIn বর্তমান সময়ের সেরা social media platform হয়ে দাঁড়িয়ে যদিও, এখনো অনেকেই এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এর বিষয়ে ভালো করে জানেননা।
আসলে কেন লিংকডইন ব্যবহার করা হয় এবং এর থেকে লোকেরা কিভাবে লাভ পেতে পারেন, সেটা নিয়েই লোকেদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়ে রয়েছে।
তাই, নিচে আমরা আজকের আর্টিকেলের মাধ্যমে আপনাদের সম্পূর্ণটা বিস্তারিত ভাবে বলে দিচ্ছি।
চলুন, সবচে প্রথমে আমরা জেনেনেই, LinkedIn কি (What Is LinkedIn in Bengali).
লিংকডইন কি (What Is LinkedIn)
LinkedIn হলো এমন একটি social media platform বা website, যেটাকে মূলত professionals দের জন্যে ডিজাইন করা হয়েছে।
আপনি বড়-ছোট, চেনা-অচেনা যেকোনো কোম্পানির একজন marketing executive হতে পারেন, একজন business owner বা একজন college student যে তার প্রথম চাকরি খুঁজছে,
LinkedIn সেই প্রত্যেক ব্যক্তিদের জন্যে যারা নিজের professional life এবং career নিয়ে প্রচুর আগ্রহী এবং যারা নিজের একটি ভালো ক্যারিয়ার এর উদ্দেশ্যে নতুন নতুন সুযোগ গুলো খুঁজে পেতে চান।
এছাড়া, LinkedIn এর মাধ্যমে আপনারা অন্যান্য পেশাদারদের (professionals) সাথেও সংযুক্ত হতে পারবেন।
তাই, LinkedIn অবশই একটি social media website যেখানে আপনি অন্যান্য ব্যক্তিদের সাথে যোগাযোগ স্থাপন করতে, শেয়ার করতে, মেসেজ পাঠাতে, পোস্ট করতে পারবেন।
তবে, এই ওয়েবসাইট ব্যবহারের মূল উদ্দেশ্য হলো, নিজের কর্মজীবন এবং ক্যারিয়ার এর জন্যে নতুন নতুন সুযোগের সন্ধান করা।
আপনি LinkedIn এর ব্যবহার করে ঘরে বসে চাকরির সন্ধান পেয়ে যাবেন। অনেকেই পাচ্ছেন।
এছাড়া, এখানে আপনারা অন্যান্য পেশাদারদের সাথে কানেক্ট হয়ে তাদের সাথে কথা বলতে পারেন, নিজের এবং তাদের কাজের বিষয়ে বলতে ও জানতে পারেন এবং business cards আদান-প্রদান করতে পারেন।
Facebook এর মধ্যে নতুন নতুন USER দের সাথে বন্ধুত্ব করার জন্যে বা তাদের সাথে যোগাযোগ করার জন্যে যেভাবে আমরা “Friend Request” পাঠিয়ে থাকি,
ঠিক সেভাবেই, LinkedIn এর মধ্যে নতুন নতুন USER দের সাথে সংযোগ স্থাপন করার জন্যে আপনাকে তাদেরকে “connect request” পাঠানোর মাধ্যমে নিজের “My Network” এর মধ্যে যোগ করতে হবে।
এখানে আপনারা অন্যান্য USERS দের সাথে private message এর মধ্যে কথা বলতে পারবেন।
এছাড়া, নিজের Profile এর মাধ্যমে আপনি আপনার professional experience এবং achievements গুলোর সুন্দর করে উপস্থাপন করতে পারবেন যাতে অন্যান্য USER রা সেগুলো দেখতে ও জানতে পারে।
LinkedIn কি ধরণের ওয়েবসাইট ?
LinkedIn হলো একটি American ব্যবসা এবং কর্মসংস্থান-ভিত্তিক অনলাইন সেবা যেটাকে Website এবং Mobile App এর মাধ্যমে পরিচালনা করা হয়।
এই পরিষেবা চালু হয়েছিল May 5, 2003 তারিখে এবং এই প্লাটফর্ম মূলত professional networking এবং career development এর জন্যে ব্যবহার করা হয়।
যেই ব্যক্তিরা চাকরির খোঁজ করছেন তারা এখানে সরাসরি নিজেদের CVs পোস্ট করতে পারেন,
সেভাবেই, কোম্পানি গুলো বা নিয়োগকর্তারা চাকরি বা কাজ গুলো এখানে সরাসরি পোস্ট করে প্রতিভাশালী প্রার্থীদের খুঁজে থাকেন।
তাহলে আশা করছি, লিংকডইন কি বা কি ধরণের ওয়েবসাইট, সেই বিষয়ে আপনাদের সম্পূর্ণ ধারণা অবশই হয়ে গেছে।
LinkedIn এর মূল বৈশিষ্ট গুলো কি কি ?
LinkedIn নামের এই business platform দ্বারা যেগুলো basic features দেওয়া হয়, সেগুলো নিচে আলোচনা করা হলো। এর সাথে আপনারা এটাও বুঝতে পারবেন যে professionals দের দ্বারা এই নেটওয়ার্ক কিভাবে ব্যবহার করা যাবে।
HOME
একবার লিংকডইন এর মধ্যে login করার পর, home feed টাই হলো আপনার news feed.
এখানে আপনারা প্রত্যেক নতুন update গুলো দেখতে পারবেন।
যেমন, আপনার follow করা company pages এবং connections দের দ্বারা করা recent posts গুলো।
PROFILE
আপনার প্রোফাইলে মূলত আপনার ব্যক্তিগত তথ্যগুলো দেখানো হয়।
যেমন, name, your photo, your location, your occupation ইত্যাদি এই ধরণের তথ্য, যেগুলো একেবারে ওপরের ভাগে থাকছে।
এর নিচে আপনাদের বিভিন্ন আলাদা আলাদা বিভাগ গুলো দেওয়া হয় যেগুলো আপনারা নিজের হিসেবে কাস্টমাইজ করতে পারবেন।
যেমন, short summary, work experience, education ইত্যাদি।
MY NETWORK
LinkedIn এর মধ্যে আপনারা যতজন professionals দের সাথে সংযুক্ত (connect) হয়ে আছেন, তাদের একটি list আপনারা এখানে দেখতে পারবেন।
এছাড়া, আপনার সাথে connect হওয়ার জন্যে যারা যারা আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন সেই তালিকা আপনারা “INVITATIONS” এর নিচে দেখতে পাবেন।
আপনি আমন্ত্রণ গুলো গ্রহণ বা রিজেক্ট নিজের পছন্দ হিসেবে করতে পারবেন।
JOBS
নিয়োগকর্তাদের দ্বারা প্রায় প্রত্যেক ধরণের চাকরি (JOBS) গুলো প্রত্যেকদিন LinkedIn এর মধ্যে post করা হয়ে থাকে।
এবার, LinkedIn আপনাকে এমন কিছু নির্দিষ্ট কাজের সুপারিশ করে থাকে,
যেগুলো আপনার দিয়ে দেওয়া তথ্য, লোকেশন, পছন্দের কাজ ইত্যাদির ওপরে নির্ভর করে দেখানো হয়।
আপনি সরাসরি “JOBS” ট্যাব এর মধ্যে click করে নিজের পছন্দ বা পেশা হিসেবে চাকরির পোস্ট গুলো পেয়ে যাবেন।
INTERESTS
বিভিন্ন professionals দের সাথে থাকা আপনার সম্পর্কের বাইরেও এখানে আপনারা বিভিন্ন Interests গুলো follow করতে পারবেন।
যেমন, আপনার location এবং interest অনুসারে আপনি বিভিন্ন company pages এবং groups গুলোর সাথে সংযুক্ত হতে পারেন।
এছাড়া, শিক্ষাগত উদ্দেশ্যে বা নতুন দক্ষতা (skills) অর্জন করার উদ্দেশ্যে আপনারা LinkedIn এর Lynda platform ব্যবহার করতে পারেন।
SEARCH BAR
LinkedIn এর মধ্যে রয়েছে “search” নামের অনেক শক্তিশালী একটি বৈশিষ্ট।
Search Bar এর মাধ্যমে আপনারা নিজের হিসেবে এবং নির্দিষ্ট, professionals, companies, jobs ইত্যাদি খুঁজে নিতে পারবেন।
MESSAGES
LinkedIn এর মধ্যে থাকা Private Message অপসন এর মাধ্যমে আপনি অন্যান্য professional বা USERS দের সাথে সরাসরি কথোপকথন শুরু করতে পারবেন।
অবশই, আপনি TEXT MESSAGES এর মধ্যে বিভিন্ন attachment গুলো যোগ করতে পারবেন।
যেমন, photos, screenshots, documents ইত্যাদি।
NOTIFICATIONS
যেকোনো অন্যান্য SOCIAL MEDIA PLATFORM এর মতোই, LinkedIn এর নিজের notification feature রয়েছে, আর যখনি আপনাকে এই প্লাটফর্মে অন্যের দ্বারা অনুমোদন করা হবে সেটা আপনি এই notification এর মাধ্যমে জানতে পারবেন।
নতুন পোস্ট, কানেকশন রিকোয়েস্ট, ফলো পরামর্শ, করা আপনার প্রোফাইল ভিউ করেছেন ইত্যাদি এই ধরণের তথ্য গুলো “notification” এর মাধ্যমে দেখানো হয়।
PENDING INVITATION
যখন অন্যান্য পেশাদাররা (professionals) আপনার সাথে LinkedIn এর মাধ্যমে connect করতে চাইবেন, তখন তারা আপনাকে connection request পাঠাতে হবে।
যখন আপনাকে connection request পাঠানো হয় তখন আপনি একটি connection request নিজের My Network এর মধ্যে পেয়ে যাবেন যেটাকে আপনার approve করতে হবে।
আপনি চাইলে “REJECT” অপশনে CLICK করে সেই request টিকে cancel করতে পারেন।
একটি LinkedIn basic account এর মধ্যে account তৈরি করে login করার পর আপনারা এই বেসিক বৈশিষ্ট গুলো দেখতে পাবেন।
তবে, এর আরো অন্যান্য বৈশিষ্ট গুলো অবশই রয়েছে যেগুলো আপনারা পরে জেনেনিতে পারেন।
LinkedIn কেন ব্যবহার করবেন ?
এখন আপনারা অবশই বুঝতে পেরেছেন যে, LinkedIn কি ধরণের সেবা গুলো আমাদের দিয়ে থাকে এবং কারা লিংকডইন ব্যবহার করেন।
তবে, এখন আমরা সরাসরি ভাবে জানার চেষ্টা করবো যে লিংকডইন আপনি কেন এবং কি কি কারণে ব্যবহার করতে পারবেন।
পুরোনো বন্ধুদের সাথে যোগাযোগ
আপনি “My Network section” ব্যবহার করে নিজের school / college এর বন্ধু-বান্ধব, শিক্ষক বা জেকেও যাদের আপনি নিজের Professional Network এর মধ্যে রাখতে চান,
তাদের খুঁজে যোগাযোগ করে যোগ করে রাখতে পারবেন।
Search bar এর মধ্যে নাম লিখে সার্চ করলেই আপনি USER দের profile গুলো দেখতে পারবেন।
চাকরি খুজুন ও এপ্লাই করুন
বর্তমান সময়ে বিশ্বজুড়ে LinkedIn এর ব্যবহার মূলরূপে যেই কারণে করা হচ্ছে, সেটা হলো নতুন চাকরির খোঁজ করা ও এপ্লাই করা।
LinkedIn হলো অনলাইনে সক্রিয় সেরা প্লাটফর্ম যেখানে আপনারা চাকরি খুঁজতে পারেন।
আপনি যেই ধরণের চাকরি করতে আগ্রহী, সেই হিসেবেই লিংকডইন আপনাকে চাকরির সুপারিশ করে থাকে।
তবে, আপনি search bar এর সাহায্যে নিজের হিসেবে চাকরি গুলো খুঁজতে পারবেন।
নতুন পেশাদারদের সাথে সংযুক্ত হওয়া
আপনি এখানে চেনা পরিচিতদের সাথে সংযুক্ত হতে পারবেন সেটা তো জানা কথা,
তবে, আপনি চাইলে নিজের পেশার সাথে জড়িত বিভিন্ন অন্যান্য পেশাদারদের সাথে সংযুক্ত হতে পারেন।
এভাবে, অন্যান্য ব্যক্তিদের সাথে সংযুক্ত হয়ে তাদের থেকে অনেক কিছু শিখতে পারবেন যেগুলো আপনার কাজে আসতে পারে।
বিভিন্ন গ্রুপ গুলোতে অংশগ্রহণ
আপনি এখানে বিভিন্ন Group গুলো পাবেন যেগুলোতে জয়েন হয়ে অন্যান্য নতুন নতুন প্রফেশনাল দের সাথে পরিচয় বাড়িয়ে তুলতে পারবেন।
নিজের পেশা এবং ইন্টারেস্ট এর সাথে সম্পর্কিত গ্রুপ গুলো খুজুন এবং সেগুলোতে অংশগ্রহণ করুন।
এভাবে, বিভিন্ন গ্রুপ গুলোতে করা আপনার পোস্ট এর মাধ্যমে আপনাকে অন্যান্য প্রফেশনালরা জানতে পারবেন এবং চাইলে আপনার সাথে সংযুক্ত হতে পারবেন।
এভাবে আপনি নিজের Network এর সংখ্যা বাড়িয়ে নিতে পারবেন এবং নিজেকে বিখ্যাত করতে পারবেন।
0 responses on "লিংকডইন কি ? এর বৈশিষ্ট এবং সুবিধা গুলো জেনে রাখুন"