• No products in the cart.

রেডমি নোট ৮ এবং নোট ৮ প্রো মধ্যে পার্থক্য – কোনটা ভালো ?

আজকের আর্টিকেলে আমরা রেডমি নোট এইট এবং রেডমি নোট এইট প্রো র features এবং specification এর বিষয়ে জানবো।

এছাড়া, রেডমি নোট এইট (৮) এর কোন মডেলটি বেশি ভালো হবে সেটাও আমরা জেনেনিব।

বর্তমানে রেডমি মোবাইলের কিছু লেটেস্ট এবং নতুন মডেল অবশই চলে এসেছে,

যেমন, Redmi note 9, Redmi note 9 pro, Redmi note 9 pro max, Redmi note 10 pro ইত্যাদি।

তবে আমি এতো পুরোনো মডেল গুলোর বিষয়ে এদের রিলিজ হওয়ার এতদিন পর বলার কারণ এটাই যে,

“বর্তমানেও রেডমি নোট ৮ এবং নোট ৮ প্রো মোবাইলের চাহিদা প্রচুর”।

এবং এখনের সময়েও রেডমির এই দুটো মডেল লোকেরা কিনে নিচ্ছেন।

এমনিতে, লোকেদের কাছে একটি সমস্যা অবশই থেকে যায় যে, নোট ৮ এবং নোট ৮ প্রো এই দুটোর মধ্যে কোনটা বেশি ভালো।

তবে চিন্তা করবেননা, আজকের এই আর্টিকেলে আমি সম্পূর্ণ বিস্তারিত ভাবে রেডমি নোট এইট এবং রেডমি নোট এইট প্রো মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা বলে দিবো।

তাছাড়া, এই দুটো রেডমি মোবাইলের মডেলের features এবং specification গুলো আপনারা জানতে পারবেন।

রেডমি নোট ৮ এর রিভিউ বাংলাতে

Redmi note 8, দারুন একটি মোবাইল যেটা দেখতে যতটা সুন্দর তেমনি এর features এবং specification গুলো অনেক ভালো।

2019, August 29, তারিখে এই মোবাইল লঞ্চ হওয়ার ঘোষণা করা হয়েছিল এবং Released 2019, October 16 তারিখে এই মোবাইলের মডেল release হয়েছিল।

তবে, এখনো এই মোবাইল মাজারে available রয়েছে।

রেডমি নোট ৮ মোবাইলটি লঞ্চ হয়েছিল 32GB/64GB/128GB storage সহ ৩ টি আলাদা আলাদা storage option এর সাথে।

এছাড়া, Android 9.0 OS এর সাথে মোবাইলটি launch হয়েছিল যেটাকে ভবিষ্যতে upgrade করা সম্ভব।

6.3″ এর slim এবং আকর্ষণীয় IPS LCD display সাথে এখানে থাকছে Glass front (Gorilla Glass 5) এবং glass back (Gorilla Glass 5).

মানে, সম্পূর্ণ মোবাইলে থাকছে আকর্ষণীয় এবং স্টাইলিশ Gorilla Glass 5.

Main features of Redmi note 8 –

  • 32GB / 3GB RAM, 64GB / 4GB RAM, 64GB / 6GB RAM, 128GB / 4GB RAM, 128GB / 6GB RAM এর আলাদা আলাদা মডেল রয়েছে।
  • Glass front (Gorilla Glass 5), glass back (Gorilla Glass 5) এর সাথে মোবাইলের body তৈরি।
  • IPS LCD display যেখানে রয়েছে 6.3 inches screen size এবং 1080 x 2340 pixels এর resolution.
  • Display তে Corning Gorilla Glass 5 এর সুরক্ষা দেওয়া হয়েছে।
  • OS থাকছে Android 9.0 (Pie) যেটাকে ভবিষ্যতে upgrade করা যাবে।
  • CPU থাকছে Octa-core (4×2.0 GHz Kryo 260 Gold & 4×1.8 GHz Kryo 260 Silver).
  • Qualcomm Snapdragon 665 (11 nm) এর chipset.
  • মোবাইলে GPU থাকছে Adreno 610.
  • Primary camera থাকছে quad setup সহ (48 MP+8 MP+2 MP+2 MP).
  • Selfie camera থাকছে 13 MP, f/2.0, (wide) সহ।
  • Fingerprint (rear-mounted), gyro, proximity, compass এই ধরণের sensors মোবাইলে রয়েছে।
  • Battery থাকছে Li-Po 4000 mAh এর যেটা support করবে 18W Fast charging.
  • Neptune Blue, Moonlight White, Space Black, Nebula Purple, Cosmic Purple এই colors এর মধ্যে মডেল গুলো পাবেন।

রেডমি নোট ৮ প্রো এর রিভিউ বাংলাতে

কেননা, মোবাইল টিতে আপনারা 256GB / 8GB RAM এর মডেল পেয়ে যাবেন যেটা সত্যি অনেক advanced এবং fast হতে চলেছে।

ঠিক একি সময়ে 2019, August 29 তারিখে রেডমি নোট ৮ প্রো এর ঘোষণা করা হয়েছিল।

রেডমি নোট এইট প্রো লঞ্চ হয়েছে, 64GB/6GB RAM, 128GB/6GB RAM, 128GB/8GB RAM, 256GB/8GB RAM ভেরিয়েন্ট এর স্টোরেজ এবং র্যাম এর সাথে।

এছাড়া, নোট ৮ এর তুলনায় এখানে মোবাইলের স্ক্রিন সাইজ কিছুটা বেশি এবং সেটা হলো “6.53“”.

এখানেও রয়েছে Android 9.0 OS যেটাকে ভবিষ্যতে upgrade করা যাবে। 

Display নিয়ে কথা বললে, এখানে থাকছে IPS LCD screen যার থাকছে 1080 x 2340 pixels এর resolution.

এছাড়া, স্ক্রিন এর মধ্যে থাকছে Corning Gorilla Glass 5 এর সুরক্ষা।

এখানেও রেডমি নোট এইট এর মতোই Glass front (Gorilla Glass 5) এবং glass back (Gorilla Glass 5) থাকছে।

মানে মোবাইলের সামনে এবং পেছনে দুজায়গায় থাকছে আকর্ষণীয় এবং স্টাইলিশ Gorilla Glass 5.

Main features of Redmi note 8 pro –

  • 64GB/6GB RAM, 128GB/6GB RAM, 128GB/8GB RAM, 256GB/8GB RAM সহ মোবাইল এর ভেরিয়েন্ট রয়েছে।
  • Glass front (Gorilla Glass 5), glass back (Gorilla Glass 5) এর সাথে মোবাইলটিকে সুরক্ষা এবং প্রিমিয়াম লুক দেওয়া হয়েছে।
  • Display থাকছে IPS LCD এবং 1080 x 2340 pixels resolution, ~395 ppi density সহ।
  • এখানেও সম্পূর্ণ ডিসপ্লেতে থাকছে Corning Gorilla Glass 5 এর সুরক্ষা।
  • OS থাকছে Android 9.0 (Pie) যেটাকে ভবিষ্যতে upgrade করা যাবে।
  • Octa-core (2×2.05 GHz Cortex-A76 & 6×2.0 GHz Cortex-A55) এর CPU দেওয়া হয়েছে।
  • Chipset দেওয়া হয়েছে Mediatek Helio G90T (12nm).
  • Gaming এবং graphics processing এর জন্য থাকছে Mali-G76 MC4 GPU.
  • Primary Camera থাকছে quad setup সহ। (64 MP+8 MP+2 MP+2 MP).
  • Selfie camera থাকছে 20 MP.
  • Fingerprint (rear-mounted), accelerometer, gyro, proximity, compass ইত্যাদি sensors এখানে থাকছে।
  • Battery থাকছে Li-Po 4500 mAh এর যেটা support করছে Fast charging 18W.
  • Black, Red, Blue, White, Deep Sea Blue, Midnight Blue, Electric Blue, Twilight Orange ইত্যাদি রঙের সাথে মডেল গুলো পাবেন।

রেডমি নোট এইট এবং নোট এইট প্রো মধ্যে পার্থক্য

রেডমির নোট ৮ এবং নোট ৮ প্রো দুটো মডেল এর মধ্যে features এবং specifications গুলো প্রায় একি ধরণের।

তবে, এই দুই মডেলের মধ্যে কিছু মূল এবং গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে।

যেমন, রেডমি নোট ৮ এর প্রাইস এবং নোট ৮ প্রো দাম আলাদা আলাদা।

এছাড়া, নোট এইট প্রো মোবাইলে খানিকটা বেশি resources রয়েছে।

Redmi Note 8 Redmi Note 8 pro
এই মডেল সাপোর্ট করে Dual SIM. এই মডেল সাপোর্ট করবে Hybrid Dual SIM.
Chipset থাকছে, Qualcomm SDM665 Snapdragon 665 Chipset থাকছে, MediaTek Helio G90T (12nm).
প্রাইমারি ক্যামেরা 48 MP এবং 13 MP সেলফি ক্যামেরা Primary camera 64 MP এবং 20 MP selfie camera
টপ ভেরিয়েন্ট 128GB/6GB RAM এর সাথে পাবে এখানে থাকছে, 128GB/8GB RAM, 256GB/8GB RAM
এখানে 6.3 inches এর সাথে screen size খানিকটা কম। Screen size থাকছে 6.53 inches.
Graphics এর ক্ষেত্রে থাকছে Adreno 610 GPU. Graphics এর ক্ষেত্রে থাকছে Mali-G76 MC4 GPU.
ইন্ডিয়াতে 64GB/4GB RAM মডেলের প্রাইস প্রায় Rs.১৩,০০০/- ইন্ডিয়াতে 8GB RAM/128GB মডেলের প্রাইস প্রায় Rs.২০,০০০/-

 

 

তাহলে বন্ধুরা দেখলেন তো রেডমি নোট ৮ এবং নোট ৮ প্রো মধ্যে কি কি পার্থক্য রয়েছে।

দুটো মোবাইল ভালো এবং তাদের specification হিসেবে ভালো কাজ করে থাকে।

তবে, আপনি আপনার পছন্দ, প্রয়োজন এবং চাহিদা হিসেবে নিজের মন মতো মডেল কিনে নিতে পারবেন।

আমি অবশই আপনাকে পরামর্শ দিবো, “Redmi note 8 pro” কেনার।

কেননা, নোট ৮ বর্তমানে অনেক পুরোনো হয়ে গেছে এবং এর তুলনায় নোট এইট প্রো প্রচুর উন্নত।

নোট ৮ প্রো মডেলে আপনারা নোট ৮ এর তুলনায় অধিক উন্নত এবং শক্তিশালী front এবং back camera পাচ্চেন।

এছাড়া, যদি আপনি মূলত high end gaming এর উদ্দেশ্যে মোবাইল কিনছেন, তাহলেও রেডমি নোট ৮ প্রো তে পাচ্ছেন শক্তিশালী Mali-G76 MC4 GPU.

0 responses on "রেডমি নোট ৮ এবং নোট ৮ প্রো মধ্যে পার্থক্য – কোনটা ভালো ?"

Leave a Reply

© Technial Bangla. All rights reserved. 2025