• No products in the cart.

রাউটার কি ? রাউটার কিভাবে কাজ করে ? রাউটার এর সুবিধা ও অসুবিধা কি কি ?

বর্তমানে পৃথিবীর বেশিরভাগ মানুষ ইন্টারনেট ব্যবহার করে। যারা ইন্টারনেট ব্যবহার করে আশা করি তারা প্রত্যেকে রাউটার নামটা শুনছে। বিশেষ করে যারা মূলত কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করে তারা কমবেশি প্রত্যেকে রাউটার ব্যবহার করেন কিন্তু এটি সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা নেই। তো আজকে রাতে গেলে আমরা আলোচনা করব রাউটার কি ? রাউটারের কাজ কি ? রাউটার ব্যবহার করার নিয়ম ইত্যাদি বিষয়।

Router কম্পিউটার নেটওয়ার্কিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটিকে আপনারা ছোটো একটি ইলেকট্রনিক ডিভাইস বলতে পারেন । এটি তার যুক্ত বা wireless সংযোগের মাধ্যমে একাধিক কম্পিউটার নেটওয়ার্কে কে সংযুক্ত করে । যখন আমরা মোবাইলে বা কম্পিউটারে WiFi সংযোগের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করি তখন কিন্তু আমরা রাউটার ব্যবহার করে থাকি। চলুন তাহলে বেশি কথা না বলে রাউটার সম্পর্কিত বিস্তারিত তথ্য নিচে জেনে নেই।

রাউটার কি ? (what is router in Bengali)

রাউটার মানে কি ? বা রাউটার কাকে বলে চলুন আমরা এবার জেনে নেই

Router হল hard work network device । যেটি wired বা wireless ও হতে পারে। এটির মাধ্যমে একাধিক কম্পিউটার নেটওয়ার্কে সংযোগ করে।

অর্থাৎ এক কথায় রাউটার বলতে বোঝায়, Router এক বা একাধিক কম্পিউটার নেটওয়ার্ক থেকে অন্য কম্পিউটার নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করে অথবা এক বা একাধিক কম্পিউটার নেটওয়ার্ক কে  ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত করে। এই নেটওয়ার্কের মাধ্যমে data packets গুলো তাদের IP Address এ ফরওয়ার্ড করে এবং একাধিক ডিভাইসকে ইন্টারনেট সংযোগ করার অনুমতি দেয়।

রাউটার এর ইতিহাস (history of router in Bengali)

1972 সালে রাউটারের আইডিয়া প্রথম মাথায় আসে। তখন এটিকে gateway নামে ডাকা হতো। computer networking research গ্রুপ যারা international network working group (INWG) নামে পরিচিত ছিল। তারা একটি কমিটি তৈরি করে।

এবার আপনাদের প্রশ্ন হচ্ছে রাউটার কত সালে আবিষ্কার হয় ? 1976 সালে রাউটার সর্বপ্রথম develop করা হয়। রাউটার কে আবিষ্কার করেন ? এর উত্তর হচ্ছে Ginny Strazisar ও তার টিম মিলে তারা সর্বপ্রথম রাউটার আবিষ্কার করেন।

রাউটার কিভাবে কাজ করে (how router works in Bengali)

রাউটার যেমন ল্যাপটপ কম্পিউটার মোবাইল স্মার্টফোন প্রিন্টার ইত্যাদি ডিভাইস গুলোতে ইন্টারনেট সংযুক্ত করে। সহজভাবে বলতে গেলে Router তাদের data packets ফরওয়ার্ড করে একটি নেটওয়ার্কের মধ্যে বিভিন্ন ডিভাইসগুলোকে সংযুক্ত করে।

রাউটার ঠিক ডেলিভারি বয়ের মত । কোম্পানি যে মালগুলো এবং যে address এ delivery করতে বলা হয়, সেই  মালগুলো সঠিক ঠিকানায় সময়মতো তা পৌঁছে দেয় পৌঁছে দেয়।  আশাকরি রাউটার কিভাবে কাজ করে এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন।

রাউটার কত প্রকার ও কি কি (types of router in Bengali)

বর্তমানে বাজারে অনেক ধরনের রাউটার রয়েছে, যা সম্পর্কের নিচে বিস্তারিত আলোচনা করছি

১. wireless router (ওয়্যারলেস রাউটার)

এটির মাধ্যমে ওয়াইফাই সংযোগ প্রদান করে আমরা মোবাইল কম্পিউটার ল্যাপটপ ডেক্সটপ টেবিল ইন্টারনেট ব্যবহার করতে পারি।

বাড়ি মার্কেট ছাড়াও বিভিন্ন অফিসে বেতার সংযোজনের জন্য এই wireless router ব্যবহার করা হয়। আশা করি আপনারা ওয়্যারলেস রাউটার কি এই বিষয়টি বুঝতে পেরেছেন।

২.  Broadband router (ব্রডব্যান্ড রাউটার)

আসুন জেনে নিই ব্রডব্যান্ড রাউটার কি ? এটি এক ধরনের হার্ডওয়ার নেটওয়ার্কিং ডিভাইস। এ ব্রডব্যান্ড রাউটার মূলত অফিসে বেশি ব্যবহার করা হয high speed ইন্টারনেট প্রদানের জন্য।

৩. Edge Router (এজ রাউটার)

এটি তুলনামূলকভাবে কম ক্ষমতাসম্পন্ন রাউটার। এটির কাজ হল আভ্যন্তরীণ নেটওয়ার্কে বহিরাগত নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করা।

৪. Core Router (কোর রাউটার)

core router হলো এক ধরনের শক্তিশালী রাউটার যা বড় কম্পিউটার নেটওয়ার্কের ব্যবহার করা হয়। এটি খুবই দ্রুততম এবং ব্যয়বহুল রাউটার । কোন রাউটার নেটওয়ার্কের মেরুদন্ডের কাজ করে। এটি নেটওয়ার্কের কেন্দ্রস্থলে বসে data packets পরিচালনা করে।

৫. Brouter Router (ব্রাউটার রাউটার)

Brouter Router হলো এক ধরনের নেটওয়ার্কিং ডিভাইস যা সেতুর মত কাজ করে। এই সেতুর প্রধান কাজ হচ্ছে দুটি ভিন্ন ধরনের নেটওয়ার্কে সংযুক্ত করা।

Router Components in bengali (রাউটার কম্পোনেন্ট)

আপনাদের মনে প্রশ্ন আসতে পারে রাউটার কি কি উপাদান নিয়ে তৈরি ? হ্যা রাউটার মূলত পাঁচটি উপাদান নিয়ে তৈরি, কিসে পাঁচটি উপাদান সেগুলো নিচে আলোচনা করা হলো।

• CPU (সিপিইউ)

• Flash Memory (ফ্লাশ মেমোরি)

 • Ram (র‌্যাম)

    • Non Volatile-Ram (নন ভোলাটাইল র‌্যাম)

    • Network Interface (নেটওয়ার্ক ইন্টারফেস)

Modem ও Router এর মধ্যে পার্থক্য কি ?

Modem ও Router এই দুটো ডিভাইস কিন্তু একেবারে আলাদা এদের কাজও কিন্তু ভিন্ন রকম । মডেম ও রাউটারের অনেক পার্থক্য রয়েছে সেগুলো নিচে বিস্তারিত আলোচনা করা হল।

আসুন জেনে নিই মডেম কি ? modem হল কম্বো ফিচার । এইখানে multiple device functionality পাওয়া যায়। এর কাজ খুবই সহজ এটি সিগন্যালকে modulate এবং  de-modulate করে থাকে।

আর রাউটার হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং ডিভাইস যা  বিভিন্ন নেটওয়ার্ক কে সংযোগ করে বা পরিচালনা করে।

আশা করি আপনারা রাউটার সম্পর্কে বিভিন্ন রকমের তথ্য জানতে পারলেন। আজকের এই আর্টিকেলটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ।

 

2 responses on "রাউটার কি ? রাউটার কিভাবে কাজ করে ? রাউটার এর সুবিধা ও অসুবিধা কি কি ?"

  1. ভাই আপনি অত্যন্ত সুন্দর ভাবে বুজিয়ে দিলেন, ধন্যবাদ।

    • কমেন্ট করার জন্য ধন্যবাদ, ❤

      আমাদের সাথে চ্যাট করতে চাইলে এই পেজে ম্যাসেজ দিন:👇👇👇
      https://www.facebook.com/OfficialTechnicalBangla/

      কোর্স কিনতে চাইলে এই ওয়েবসাইটে ভিজিট করুন :👇👇👇
      https://www.technicalbangla.com/

      সরাসরি ফোনে কথা বলতে চাইলে এই নাম্বারে ফোন দিন :👇👇👇
      +8801998569895

      ধন্যবাদ ❤

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

top
Technical Bangla ©  All rights reserved.