• No products in the cart.

বিশ্বকাপ ফাইনাল সক যেকোনো খেলা দেখুন ফ্রি, বিজ্ঞাপন ঝামেলা মুক্ত

আপনারা প্রায় সকলেই খেলা দেখতে বিরক্তি করে বিজ্ঞাপনের সম্মুখীন হয়েছেন এর মধ্যে কিছু স্বাভাবিক গুগল এর বিজ্ঞাপন এবং কিছু থাকে পপ আপ বিজ্ঞাপন

মূলত এই প্রভাব বিজ্ঞাপন হচ্ছে সবচাইতে বিরক্তিকর বিজ্ঞাপন। যে সকল ওয়েবসাইট অথবা অ্যাপে পপ আপ বিজ্ঞাপন থাকে সেখান থেকে ভাইরাস ডাউনলোড হবার সম্ভাবনা থাকে পাশাপাশি বিরক্তিকর এজন্য খেলাই দেখা যায় না। 

বিজ্ঞাপন মুক্ত খেলার অ্যাপ

আপনারা যে কোন খেলা এই অ্যাপে দেখতে পারবেন। এখানে নেই বিজ্ঞাপন। পাশাপাশি আগামীকালের বিশ্বকাপ ফাইনাল এবং প্রতিদিনের যে কোন খেলা ক্লাব ফুটবল অথবা যেকোনো টুর্নামেন্ট এর সকল চ্যানেল লিংক এখানে থাকে। এজন্য আপনাকে কোন লিংক খুঁজতে হবে না এত সকল চ্যানেলের লিংক পেয়ে যাবেন।

যেভাবে ব্যবহার করবেন

অ্যাপ এ সকল চ্যানেল পাওয়া যাবে। ইন্ডিয়ান থেকে শুরু করে কানাডা বা পাকিস্তানি এবং আমেরিকান।

অ্যাপটি দেখলাম দিনে ভালো চলে তবে রাতে ইন্ডিয়ান চ্যানেল খানিকটা লোড নেয়।

0 responses on "বিশ্বকাপ ফাইনাল সক যেকোনো খেলা দেখুন ফ্রি, বিজ্ঞাপন ঝামেলা মুক্ত"

Leave a Reply

top
Technical Bangla ©  All rights reserved.