• No products in the cart.

বিকাশে ৭০ টাকা ক্যাশব্যাক নেয়ার সুযোগ, আজকের জন্য

বৃহস্পতিবারে ব্যাংক বা কার্ড থেকে এড মানি করলে পাওয়া যাবে ক্যাশব্যাক বোনাস। ২৯ জুন ২০২৩ পর্যন্ত প্রতি বৃহস্পতিবার সকল বিকাশ গ্রাহক নিতে পারবেন এই ক্যাশব্যাক বোনাস। কার্ড বা ব্যাংক থেকে বিকাশে ৭,৫৯৯টাকা এড মানি করে আজ, ১৫ জুন, বৃহস্পতিবার পাওয়া যাবে ৭০টাকা ক্যাশব্যাক বোনাস। অফারটি শুধুমাত্র আজকের জন্য প্রযোজ্য।

বিকাশ ৭০টাকা ক্যাশব্যাক অফার:

  • অফার: ক্যাশব্যাক বোনাস
  • বোনাস: ৭০টাকা
  • মাধ্যম: ব্যাংক / কার্ড থেকে এড মানি
  • পরিমাণ: ৭,৫৯৯টাকা

অফারের মেয়াদ: ১৫জুন, ২০২৩ (২৯ জুন ২০২৩ পর্যন্ত প্রতি বৃহস্পতিবার, তবে পরিবর্তনযোগ্য।)

বিকাশ ৭০টাকা ক্যাশব্যাক অফার সম্পর্কে তথ্য আমাদের পোস্টে জানতে পারবেন।

  • সকল বিকাশ গ্রাহক প্রতি বৃহস্পতিবার ৭,৫৯৯ টাকা ব্যাংক টু বিকাশ বা কার্ড টু বিকাশ এড মানি করলে পাবেন ৭০ টাকা ক্যাশব্যাক বোনাস
  • অফার চলাকালীন প্রতি বৃহস্পতিবার গ্রাহক সর্বোচ্চ একবার ক্যাশব্যাক পাবেন
  • অফার চলাকালীন প্রতি বৃহস্পতিবার নির্দিষ্ট অ্যামাউন্ট ৭,৫৯৯ টাকা ব্যাংক টু বিকাশ বা কার্ড টু বিকাশ এড মানি করে ক্যাশব্যাক বোনাস পাওয়া যাবে
  • শুধুমাত্র ব্যাংক টু বিকাশ বা কার্ড টু বিকাশ এড মানি করে  ক্যাশব্যাক পাওয়া যাবে
  • কার্ড টু বিকাশ এড মানির ক্ষেত্রে যিনি এড মানি করছেন তিনি ক্যাশব্যাক পাবেন। ব্যাংক টু বিকাশ এড মানির ক্ষেত্রে যার একাউন্টে এড মানি করা হবে তিনিক্যাশব্যাক পাবেন।

৭০টাকা ক্যাশব্যাক বোনাস অফার এর শর্তাবলী:

  • গ্রাহকদের বিকাশ অ্যাপের মাধ্যমে কার্ড বা ব্যাংক থেকে অফার অনুয়ায়ী নির্দিষ্ট অ্যামাউন্ট একবারে এড মানি করে ক্যাশব্যাক পাওয়া যাবে
  • অফারটি সকল বিকাশ গ্রাহক উপভোগ করতে পারবেন শর্ত পূরণ করে
  • সফলভাবে এড মানি করার পরবর্তী কার্যদিবসে গ্রাহকের একাউন্টে ক্যাশব্যাক প্রদান করা হবে
  • এড মানি করে ক্যাশব্যাক পেতে গ্রাহকের একাউন্ট অবশ্যই একটিভ থাকতে হবে
  • কোনো অজানা কারণ বা সিস্টেম ইস্যুতে ক্যাশব্যাক না পেলে অফারের মেয়াদ শেষ হওয়ার ৭ দিন পর ১ বার গ্রাহককে ক্যাশব্যাক বিতরণের চেষ্টা করবে বিকাশ। এতে ব্যর্থ হলে আর কোনো চেষ্টা করা হবে না এবং গ্রাহক ক্যাশব্যাক বোনাস পাবেন না
  • কোনো পূর্ব ঘোষণা ছাড়া অফারের মেয়াদ কমানো, বাড়ানো বা অফার গ্রহণের নিয়ম ও শর্তাবলি পরিবর্তন, সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার রাখে বিকাশ
  • কোনো নির্দিষ্ট লেনদেন বা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি হয় তবে উক্ত গ্রাহকের ক্যাশব্যাক পাওয়া অধিকার বাতিল করবে বিকাশ

বিস্তারিত পাবেন বিকাশের অফিসিয়াল পেজে।

 

0 responses on "বিকাশে ৭০ টাকা ক্যাশব্যাক নেয়ার সুযোগ, আজকের জন্য"

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

top
Technical Bangla ©  All rights reserved.