• No products in the cart.

ফ্রিজের সিএফটি কী ? ফ্রিজের লিটার থেকে সিএফটি বের করার উপায়

বর্তমান সময়ে প্রায় সব ফ্রিজেই, ফ্রিজের ক্যাপাসিটি শুধুমাত্র লিটার হিসেবে লেখা থাকে । সেখানে সিএফটি এর হিসাব উল্লেখ করা থাকে না । এর ফলে, আমরা যারা আগের সিএফটি হিসাবে চলছি, তারা সহজে বুঝতে পারি না যে, ফ্রিজটি মূলত কত CFT/ সিএফটি । যার কারণে ফ্রিজের ধারণ ক্ষমতা নিয়ে আমরা অনেক কনফিউশনে পড়ে যাই । শোরুমে গিয়ে বার বার জিজ্ঞাসা করতে হয়, ফ্রিজটি কত CFT?

যা আমাদের জন্য অনেক বেশী বিরক্তিকর ব্যাপার হয়ে দাড়ায় । তাই আজকের এই আর্টিকেলে আমরা আপনাদের লিটার থেকে সিএফটিতে কনভার্ট করার উপায় সম্পর্কে বলব । লিটার থেকে সিএফটি ক্যালকুলেট করার জন্য অনলাইনে অনেক ক্যালকুলেটর রয়েছে । সেগুলো ব্যবহার করে, আমি আপনাদের জন্য লিটার থেকে সিএফটি এর একটি লিস্ট তৈরী করেছি ।

ফ্রিজের সিএফটি কী ? – CFT কি

ফ্রিজের সিএফটি বলতে মূলতঃ ফ্রিজের ধারণক্ষমতকে বোঝায় । সি এফ টি হল ঘনফুট বা কিউবিক ফিট (cubic feeথেকে cubic ft এবং সেটি থেকে আরও সংক্ষেপিত হয়ে সিএফটি বা cft ) এর সংক্ষিপ্ত রূপ । এটি হল ধারন ক্ষমতা পরিমাপের একক । একটি ফ্রিজ বা রেফ্রিজারেটরের ধারণক্ষমতাকে সিএফটি আকারে প্রকাশ করা হয়ে থাকে । তবে এটি ফ্রিজের বাহিরের অংশের আকার নয় । ধরুন, যদি বলা হয় কোনো ফ্রিজ ১৪ সিএফটি, তাহলে বুঝতে হবে যে, সেই ফ্রিজে খাবার রাখার জন্য ১৪ কিউবিক ফিট ফাঁকা জায়গা আছে ।

সি এফ টি বের করার নিয়ম

সি এফ টি (CFT) এর অর্থ হল কিউবিক ফুট অর্থাৎ ১ ফুট দৈর্ঘ্য, ১ ফুট প্রস্থ, এবং ১ ফুট উচ্চতা বিশিষ্ট ঘন বস্তুুর আয়তন কে ১ সি এফ টি (CFT) বলা হয় । ফ্রিজের ভিতরে যে খালি স্থান বা জায়গা থাকে, সেই জায়গার আয়তন কে সিএফটি দ্বারা প্রকাশ করা হয় । তবে বর্তমানে বেশীরভাগ ফ্রিজে সেটিকে লিটার দ্বারা প্রকাশ করা হয় । মনে করুন আপনি যে ফ্রিজটি কিনবেন তার ক্যাপাসিটি ২১৮ লিটার এখন সেটি কত সিএফটি জানতে হলে ২১৮ কে ২৮.৩১৬৮ দিয়ে ভাগ করতে হবে তাহলে সেই ফ্রিজটি কত সিএফটি তা বের হয়ে যাবে । যেমন: ২১৮ ÷ ২৮.৩১৬৮ = ৭.৬৯ সিএফটি প্রায় ।

লিটার থেকে সিএফটি বের করার সূত্র

আমরা আপনাদের আগেই বলেছি যে, ফ্রিজের CFT মানে হল Cubic feet . আর 1 CFT = 28.3168 Liter (১ সিএফটি = ২৮.৩১৬৮ লিটার ) । মনে করুন আপনি যে ফ্রিজটি কিনবেন তার ক্যাপাসিটি ২১৮ লিটার । এখন সেটি কত সিএফটি হবে তা জানতে হলে ২১৮ কে ২৮.৩১৬৮ দিয়ে ভাগ করতে হবে । তাহলেই সেই ফ্রিজটি কত সিএফটি তা বের হয়ে যাবে । যেমন: ২১৮ ÷ ২৮.৩১৬৮ = ৭.৬৯ সিএফটি প্রায়

সিএফটি (CFT হতে LITER) লিটার

আমরা আপনাদের সাথে ৩০ সিএফটি পর্যন্ত তালিকা শেয়ার করেছি । আমরা আশা করছি, আপনাদের আর লিটার হিসাবে ফ্রিজ বা রেফ্রিজারেটর কিনতে কোন ধরনের সমস্যা বা কনফিউশন হবে না ।

  • ১ সিএফটি = ২৮.৩১৬৮ লিটার
  • ২ সিএফটি = ৫৬.৬৩৩৭ লিটার
  • ৩ সিএফটি = ৮৪.৯৫০৫ লিটার
  • ৪ সিএফটি = ১১৩.২৬৭ লিটার
  • ৫ সিএফটি = ১৪১.৫৮৪ লিটার
  • ৬ সিএফটি = ১৬৯.৯০১ লিটার
  • ৭ সিএফটি = ১৯৮.২১৮ লিটার
  • ৮ সিএফটি = ২২৬.৫৩৫ লিটার
  • ৯ সিএফটি = ২৫৪.৮৫২ লিটার
  • ১০ সিএফটি = ২৮৩.১৬৮ লিটার
  • ১১ সিএফটি = ৩১১.৪৮৫ লিটার
  • ১২ সিএফটি = ৩৩৯.৮০২ লিটার
  • ১২ সিএফটি = ৩৬৮.১১৯ লিটার
  • ১৪ সিএফটি = ৩৯৬.৪৩৬ লিটার
  • ১৫ সিএফটি = ৪২৪.৭৫৩ লিটার
  • ১৬ সিএফটি = ৪৫৩.০৭ লিটার
  • ১৭ সিএফটি = ৪৮১.৩৮৬ লিটার
  • ১৮ সিএফটি = ৫০৯.৭০৩ লিটার
  • ১৯ সিএফটি = ৫৩৮.০২ লিটার
  • ২০ সিএফটি = ৫৬৬.৩৩৭ লিটার
  • ২১ সিএফটি = ৫৯৪.৬৫৪ লিটার
  • ২২ সিএফটি = ৬২২.৯৭১ লিটার
  • ২৩ সিএফটি = ৬৫১.২৮৭ লিটার
  • ২৪ সিএফটি = ৬৭৯.৬০৪ লিটার
  • ২৫ সিএফটি = ৭০৭.৯২১ লিটার
  • ২৬ সিএফটি = ৭৩৬.২৩৮ লিটার
  • ২৭ সিএফটি = ৭৬৪.৫৫৫লিটার
  • ২৮ সিএফটি = ৭৯২.৮৭২ লিটার
  • ২৯ সিএফটি = ৮২১.১৮৯ লিটার
  • ৩০ সিএফটি = ৮৪৯. ৫০৫ লিটার

শেষ কথা

আমরা আশা করছি আজকের আর্টিকেলের মাধ্যমে সিএফটি বের করার নিয়ম শিখতে পেরেছেন । আর্টিকেলটি নিয়ে যে কোন ধরনের প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানান । ধন্যবাদ

0 responses on "ফ্রিজের সিএফটি কী ? ফ্রিজের লিটার থেকে সিএফটি বের করার উপায়"

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

top
Technical Bangla ©  All rights reserved.