আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আজকের পোস্টে দেখাবো যে কিভাবে আপনারা
ফেসবুকে যারা আপনার পোস্টে লাইক কমেন্ট করে না তাদেরকে আনফ্রেন্ড করবেন !
যারা আগে থেকে এটা জানেন তারা তাইলে পোস্ট টি কে ইগনোর করতে পারেন এবং যারা জানেন না তারা পোস্টটিকে ফলো করেন!
কারন অনেকর কাছে, এটা বিরক্তিকর লাগে, যে যারা আমার ফ্রেন্ডলিস্টে থাকবে অথচ আমার পোস্টে লাইক & কমেন্ট করবে না তাদেরকে এখানে রাখার দরকার কি 😂
তাদের জন্য এটা বেশ কাজে দিবে।
১ম এ আপনার অফিশিয়াল ফেসবুক এপ ওপেন করুন!
ফেসবুক এপ ওপেন করে আপনার ফেসবুক আইডি ওপেন করুন!
এরপর নিচে ক্রল ডাউন করলে সি অল ফ্রেন্ডস নামে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করুন!
এর পর এরকম একটি পেজ আসবে এখান থেকে ম্যানেজ নাম এ যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন!
এর পর এরকম একটি পেজ আসবে এখান থেকে ম্যানেজ নাম এ যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন!
তারপর এখান থেকে উপরে যে লাস্ট ইন্টার্কটেড উইথ যে অপশনটা সেটাতে ক্লিক করবেন!
এরপর এখানে আপনার সব ফ্রেন্ডদের দেখতে পারবেন!
যারা আপনার ফেসবুক পোস্টে এ লাইক বা কমেন্ট করেনা তাদেরকে এখানে দেখাবে!
এরপর আপনি এখান থেকে আনফ্রেন্ড অপশন এ ক্লিক করে তাদেরকে আনফ্রেন্ড করে দিতে পারেন!
সমস্যা :
আপনাদের বলে রাখা ভালো এটা আপনারা ফেসবুকের অরিজিনাল অ্যাপ ছাড়া পাবেন ন! ফেসবুক লাইট এপ ওপেন করলে দেখবেন যে এরকম আসবে কিন্তু কোন অপশন নাই!
সুতরাং অবশ্য আপনাকে ফেসবুকের অরিজিনাল অ্যাপের মাধ্যমে এটি করতে হবে!
0 responses on "ফেসবুকে যারা আপনার পোস্টে লাইক কমেন্ট করে না তাদেরকে আনফ্রেন্ড করবেন যেভাবে!"