• No products in the cart.

ফেসবুকে বা মেসেঞ্জারে এবার মেসেজ Seen করলেও কেউ বুঝতে পারবেনা | Messenger New Feature

আমার মতো ইন্ট্রোভার্টদের জন্য কাজের একটা ফিচার নিয়ে আসলো ফেসবুক
এবার মেসেজ সিন করলেও কেউ বুঝবে না
তো চলুন দেখে নেওয়া যাক, কীভাবে এই ফিচারটি ইউজ করবেন

যেভাবে ফেসবুকে বা মেসেঞ্জারে এবার মেসেজ Seen করলেও কেউ বুঝতে পারবেনা

1. প্রথমেই Messenger App open করুন এবং menu বাটনে ক্লিক করুন

2. তারপর settings বাটনে ক্লিক করুন

3. তারপর Privacy and Safety অপশনে ক্লিক করুন

4. তারপর Read receipts বাটনে ক্লিক করুন

এবার যখন আপনি কারো মেসেজ পড়বেন সে বুঝতে পারবে না বা আপনি যে seen করেছেন তা দেখাবে না

কিন্তু এখানেই শেষ না একটা সমস্যা থেকেই যাচ্ছে আপনার ম্যাসেজ কেউ Seen করলো কিনা তাও কিন্তু আপনি বুঝতে পারবেন না

অনেকেরই Special Person থাকে যাদের মান অভিমান বুঝতে কখন Seen করলো তা দেখা প্রয়োজন সেক্ষেত্রে আপনি ঐ individual person এর ক্ষেত্রেও আলাদা Settings করে রাখতে পারেন

এতে করে শুধুমাত্র যাদের ক্ষেত্রে এই Settings করা থাকবে, তাদের মেসেজ সিন করলে তারা বুঝতে পারবে এবং তারাও যখন আপনার মেসেজ Seen করবে আপনিও সেটা দেখতে পারবেন

যেভাবে Special Person এর ক্ষেত্রে আলাদা Settings করবেন

1. প্রথমেই ℹ️ বাটনে ক্লিক করুন

2. তারপর একটু নিচে গেলে Read Receipts option পাবেন এটায় ক্লিক করুন

3. তারপর এই Show read reciepts অপশনটা অফ থাকবে এটা অন করে নিবেন

ব্যাস, এবার Special Person এর মান অভিমানও বুঝতে পারবেন

5. এখানে by default Read Receipts অপশনটি অন থাকবে

6. আপনি অফ করে নিবেন

 

 

0 responses on "ফেসবুকে বা মেসেঞ্জারে এবার মেসেজ Seen করলেও কেউ বুঝতে পারবেনা | Messenger New Feature"

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

top
Technical Bangla ©  All rights reserved.