• No products in the cart.

পাইথন কি এবং এর ব্যবহার – What is python in Bangla

search পাইথন প্রোগ্রামিং কি ? (what is search python in Bengali), যদি আপনার প্রোগ্রামিং (programming) নিয়ে রুচি রয়েছে তাহলে অবশই search পাইথন (search python) এর বিষয়ে জেনেনেওয়াটা আপনার জন্য জরুরি।

পাইথন কি ? Python কেন ব্যবহার করা হয় এবং এর কাজ কি এই বিষয়ে আমরা অনেকেই কিছুটা বিভ্রান্ত অবশই হয়ে থাকি।

Coding language নিয়ে কাজ করা প্রায় বেশিরভাগ লোকেরা পাইথন এর বিষয়ে জানেন এবং অবশই এর ব্যবহার তাদের জানা থাকে।

কারণ, Python হলো একটি high-level programming language যেটার ব্যবহার বর্তমান সময়ে প্রচুর কাজে করা হয়।

এমনিতে, যদি আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার কথা ভাবছেন, তাহলে প্রথম programming language হিসেবে search পাইথন (python) শিখুন।

কারণ, এই প্রোগ্রামিং ভাষা অন্যান্য বেশিরভাগ programming languages (JavaScript, C, C++, Java etc.) গুলোর তুলনায় অনেক সহজেই শেখা সম্ভব।

এছাড়া, বর্তমান সময়ের অনেক আধুনিক এবং প্রচুর জনপ্রিয় ও ব্যবহার হওয়া language হলো search python.

Python language এর ব্যবহার web development, software development, application development এবং বিভিন্ন Scientific কাজ গুলোতে ব্যবহার করা হয়।

যদি আপনারা ভাবছেন যে, search পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখা লাভজনক হবে কি না বা চাকরির সুজন থাকবে কি না, তাহলে চিন্তা করবেননা,

বর্তমান সময়ে তো পাইথন ল্যাঙ্গুয়েজ এর চাহিদা প্রচুর রয়েছে এবং এর সাথে আসছে সময়েও search python programming language এর চাহিদা এখনের তুলনায় আরো অধিক থাকবে।

বর্তমান সময়ে, Google, Yahoo, Quora, Pinterest এবং Spotify এর মতো জনপ্রিয় ও বিখ্যাত company গুলো python এর ব্যবহার করছেন।

তাই, সঠিক ভাবে programming শিখতে পারলে একজন python developer হিসেবে আপনি প্রচুর ইনকাম করতে পারবেন।

চলুন, নিচে আমরা এই আর্টিকেলের মাধ্যমে, “Python কি” (What is search python language) এবং এর সাথে জড়িত অন্যান্য জরুরি তথ্য গুলো জেনেনেই।

পাইথন কি ? ( what is python in Bangla )

সোজা এবং সহজ ভাবে বললে Python হলো একটি high-level general-purpose programming language যেটাকে বিভিন্ন ধরণের প্রোগ্রামিং এর কাজে ব্যবহার করা হয়।

search পাইথন এর ব্যবহার মূলত Website building, App development, Machine learning, Data analysis, Web scraping এবং Natural language processing ইত্যাদির জন্য করা হয়।

এটা একটি Object-oriented programming language.

Python অন্যান্য জনপ্রিয় programming language যেমন C, C++ ইত্যাদির মতোই একটি অনেক শক্তিশালী প্রোগ্রামিং ভাষা।

তবে, অন্যান্য প্রোগ্রামিং ভাষা গুলোর তুলনায় search পাইথন অনেক সহজ যার ফলে এই ভাষা শিখতে এবং কোডিং করতে সুবিধা হয়।

Python অনেক উন্নত একটি প্রোগ্রামিং ভাষা যার মাধ্যমে অনেক দ্রুত ভাবে এপ্লিকেশন গুলোকে তৈরি করা সম্ভব।

1980 এর দশকে এর আরম্ভ করা হয়েছিল এবং বর্তমানে এর বিকাশ হয়েই চলেছে।

Python language এর অনেক স্পষ্ট syntax এবং readability র জন্যে আজ বিশ্বের সব থেকে জনপ্রিয় programming language হয়ে দাঁড়িয়েছে।

একটি অনেক শক্তিশালী high level programming language হওয়ার কারণে প্রচুর বিখ্যাত এবং বড় কোম্পানি গুলো search পাইথন এর ব্যবহার করে থাকে।

এতটা শক্তিশালী এবং উন্নত programming language হওয়ার পরেও এই language সম্পূর্ণ open source, মানে এই ভাষার ব্যবহার সম্পূর্ণ ফ্রীতে করতে পারবেন এবং এর source code প্রত্যেকের জন্যে উপলব্ধ (available) রয়েছে যেটাকে নিজের হিসেবে চেঞ্জ করতে পারবেন।

তাহলে বুঝলেন তো, search পাইথন (search python) কি এবং এর সাথে জড়িত সাধারণ তথ্য গুলো।

পাইথন শিখতে কত দিন লাগে ?

দেখুন পাইথন পাইথন শিখতে কত দিন লাগবে এই প্রশ্নের উত্তর সম্পূর্ণ আপনার নিজের ওপরেই নির্ভর করছে।

কারণ, যদি আপনি নিয়মিত ভাবে প্রত্যেক দিন একাধিক বার programming এর চর্চা (practice) করতে থাকেন তাহলে প্রায় ১ মাসের মধ্যেই basic শিখে নিতে পারবেন।

ঠিক সেভাবেই, যদি আপনি অনেক কম practice করছেন এবং প্রোগ্রামিং করতে সময় পাচ্ছেননা, তাহলে অবশই প্রচুর সময় লেগে যাবে।

এমনিতে, যদি আপনি advanced বা pro হিসেবে search python শিখতে চাচ্ছেন তাহলে ৬ মাস থেকে ১ বছর সময় লাগতে পারে।

অবশই এক্ষেত্রেও প্রত্যেক দিন আপনার প্রোগ্রামিং এর চর্চার পরিমানের ওপরেই সবটা নির্ভর করছে।

আমি আগেই বলেছি যে search পাইথন ভাষাটি মানুষের জন্য বুঝে নেওয়াটা অনেক সহজ আর তাই কেবল কিছু সপ্তাহের মধ্যে বেসিক শিখে নেওয়া সম্ভব।

পাইথন এর ব্যবহার কি কি ?

search পাইথন অনেক জনপ্রিয় এবং হাই লেভেল ভাষা আর তাই একে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়।

  • AI এবং machine learning এর ক্ষেত্রে এর ব্যবহার করা হয়। Python হলো একটি stable, flexible এবং simple programming language যার জন্য বিভিন্ন machine learning এবং artificial intelligence (AI) projects গুলোতে এর প্রচুর ব্যবহার করা হয়।
  • Python programming অবশই প্রচুর পরিমানে বিভিন্ন Data analytics এর কাজে ব্যবহার করা হয়।
  • যেকোনো ধরণের applications গুলোকে search python এর দ্বারা program করা সম্ভব। আর তাই, Programming applications গুলো তৈরি করার ক্ষেত্রে এর ব্যবহার হয়ে থাকে।
  • এই general-purpose language ব্যবহার করা যেতে পারে read এবং file directories তৈরি করার ক্ষেত্রে, GUIs এবং APIs ইত্যাদি তৈরি করার ক্ষেত্রে।
  • যেকোনো ধরণের blockchain applications, audio বা video apps বা কোনো machine learning applications সবটাই search পাইথন ব্যবহার করে তৈরি করা যেতে পারে।
  • বর্তমান সময়ে web development এর ক্ষেত্রে search python অনেক দারুন একটি choice হয়ে দাঁড়িয়েছে। প্রচুর Python web development frameworks গুলো থাকার ফলে প্রচুর web developers রা এর ব্যবহার করে থাকেন। আর এই frameworks গুলোর ব্যবহার করেই বিভিন্ন অনলাইন সেবা যেমন, Spotify, Reddit এবং Mozilla ইত্যাদি তৈরি করা হয়েছে।
  • হে, game development এর ক্ষেত্রেও search python এর ব্যবহার করা হয়। Python programming language এর মাধ্যমে কিছু সাধারণ গেম গুলো অবশই তৈরি করা যেতে পারে।
  • বিভিন্ন ধরণের Finance সম্পর্কিত tools ইত্যাদি তৈরি করার জন্য python ব্যবহার করা হয় যেগুলোর মাধ্যমে asset price trends, qualitative analysis এবং predictions ইত্যাদি করা সম্ভব।
    • Python এর মাধ্যমে বিভিন্ন graphic design applications তৈরি করা সম্ভব। বিভিন্ন 2D imaging software যেমন Paint Shop Pro, Gimp ইত্যাদি তৈরি করার ক্ষেত্রে search পাইথন ব্যবহার করা হয়েছে। এর সাথেই, 3D animation software যেমন Lightwave, Blender এবং Cinema 4D ক্ষেত্রেও search পাইথন ব্যবহার করা হয়েছে।

    পাইথন এর সুবিধা কি কি ?

    পাইথন প্রোগ্রামিং ভাষার সুবিধা প্রচুর রয়েছে যদি আপনার অন্যান্য প্রোগ্রামিং ভাষার সাথে এর তুলনা করে দেখি।

    বিশ্বের জনপ্রিয় (popular) programming languages গুলোর মধ্যে search python তৃতীয় স্থান গ্রহণ করেছে।

আর এর কারণ হলো পাইথন এর সুবিধা এবং সরলতা।

  • এর সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ সুবিধা হলো যে এখানে English-like syntax এর ব্যবহার করা হয়েছে যার জন্যে code গুলোকে সহজেই read, write এবং Learn করা সম্ভব।
  • Python একটি অনেক productive language আর এর সরলতার কারণে developers রা problems গুলোকে solve করার ক্ষেত্রে অধিক ফোকাস করতে পারেন। এই প্রোগ্রামিং ভাষার syntax এবং behavior বুঝার ক্ষেত্রে developers দের অধিক সময় দিতে হয়না।
  • Python হলো একটি interpreted language যার মানে হলো এখানে code গুলোকে সরাসরি (line by line) লিখা বা এক্সেকিউট করা হয়। যেকোনো ধরণের error এর ফলে code execution stop করে আপনাকে error এর বিষয়ে জানানো হয়।
  • Python হলো সম্পূর্ণ free এবং Open-Source যেটা OSI approved open-source license এর সাথে প্রকাশ করা হয়েছে। তাই, জেকেও সম্পূর্ণ ফ্রীতে এর source code ডাউনলোড করে নিজের হিসেবে ব্যবহার ও মোডিফাই করতে পারবেন।
  • Python এর standard library অনেক বড় আর তাই নিজের কাজের জন্য প্রচুর functions গুলো সহজেই পেয়ে যাবেন।
  • একবার search পাইথন এর মাধ্যমে কোডিং (coding) করার পর আপনি program টিকে যেকোনো platform এর মধ্যে run করতে পারবেন।
  • Python ভাষাকে বিভিন্ন OS platforms গুলো যেমন Windows, Linux, Unix, Mac ইত্যাদিতে সমান ভাবে ব্যবহার করা যেতে পারে। মানে, যদি একটি search python program কে Mac কম্পিউটার এর মধ্যে তৈরি করা হয়েছে, তাহলে সেটাকে Linux বা অন্যান্য OS platforms গুলোতেও ব্যবহার করতে পারবেন।

Python কেন শিখবেন ? কি লাভ হবে ?

বর্তমান সময়ে যদি আপনারা search পাইথন প্রোগ্রামিং শিখতে চাইছেন, তাহলে অবশই শিখতে পারবেন এবং এর দ্বারা আপনি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে (industry) ভালো ক্যারিয়ার অবশই তৈরি করতে পারবেন।

চলুন, পাইথন শিখে কি লাভ হতে পারে সেই বিষয়ে জেনেনেই।

  • বর্তমান সময়ে search python developers দের demand প্রচুর রয়েছে। প্রচুর আলাদা আলাদা fields এর ক্ষেত্রে python developers দের চাহিদা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। তাই, এই লাইন নিয়ে ক্যারিয়ার তৈরি করতে পারলে সফলতা পাওয়ার সুযোগ রয়েছে।
  • যিহেতু ওপরেই আমি বললাম, search python developers দের চাহিদা বিভিন্ন industry গুলোতে বৃদ্ধি পেয়েছে। তবে, চাহিদার তুলনায় অনেক কম লোকেরা রয়েছেন যারা একজন দক্ষ search পাইথন ডেভেলপার (skilled python developer). তাই, যদি নিজেকে একজন skilled python programmer হিসেবে তৈরি করতে পারেন, তাহলে সুযোগ প্রচুর পাবেন।
  • Python developer বা programmer হিসেবে চাকরি পেলে প্রচুর অধিক মাইনে (salary) পাওয়া যায়।
  • বর্তমান সময়ে এবং আসছে সময়েও বিভিন্ন technologies এবং technology company গুলোতে এর সাথে জড়িত প্রচুর চাকরির সুযোগ হয়ে দাঁড়িয়েছে এবং দাঁড়াবে।
  • অন্যান্য programming language এর তুলনায় search python অনেক সহজ এবং সরল হওয়ার কারণে অনেক তাড়াতাড়ি শিখতে পারবেন।
  • Python এর ক্ষেত্রে প্রচুর library এবং frameworks গুলো রয়েছে যেগুলোর সাহায্যে যেকোনো ধরণের application তৈরি করার ক্ষেত্রে অনেক সুবিধা পাবেন।
  • Machine language এবং artificial intelligence এর ক্ষেত্রে যেই পরিমানে search python language এর ব্যবহার করা হচ্ছে, সেটা দেখে বলা যেতে পারে যে search পাইথন শেখাটা অনেক জরুরি হয়ে পড়েছে। কারণ, আসছে সময়ে প্রায় প্রত্যেক ক্ষেত্রেই Machine language এবং artificial intelligence এর ব্যবহার করা হবে তাই এটা শিখে রাখাটা লাভজনক হতে পারে।

পাইথন ভাষাতে ক্যারিয়ার বানানো যাবে কি ?

অবশই যাবে, এবং ভবিষ্যতেও চাকরির প্রচুর সম্ভাবনা থাকার সুযোগ রয়েছে।

এছাড়া, এখনের সময়ে প্রচুর industry এবং কাজে search পাইথন ব্যবহার করা হচ্ছে।

তাই, যদি আপনি কোডিং বা প্রোগ্রামিং এর লাইনে নিজের ক্যারিয়ার তৈরি করতে চাইছেন তাহলে অবশই পাইথন শিখতে পারেন।

তবে মনে রাখবেন, সাধারণ বা বেসিক জ্ঞান নিয়ে কিন্তু প্রোগ্রামার হিসেবে ক্যারিয়ার বানাতে পারবেননা।

আপনাকে, প্রচুর কোডিং চর্চা (practice) করে একজন দক্ষ পাইথন প্রোগ্রামার হিসেবে নিজেকে তৈরি করতে হবে।

আপনার কাজের skills এবং knowledge দেখেই আপনাকে চাকরি দেওয়া হয়।

তাই, কোডিং এর ক্ষেত্রে সার্টিফিকেট থাকারছে জরুরি আপনার মধ্যে সম্পূর্ণ জ্ঞান (knowledge) থাকা।

কিভাবে পাইথন শিখব ? পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখা

যদি আপনার মনে search পাইথন কিভাবে শিখবো ? বা পাইথন শেখার উপায় কি ? এই ধরণের প্রশ্ন চলে আসছে, তাহলে চিন্তা করতে হবেনা।

বর্তমান সময়ে ইন্টারনেটের উপস্থিতি থাকতে যেকোনো skill শেখার ক্ষেত্রে আমাদের এতটা ভাবতে হয়না।

কারণ, ইন্টারনেটে আমরা video বা text article এর মাধ্যমে যেকোনো নতুন skills শিখে নিতে পারি।

তবে, প্রয়োজন হলো নিজের মনে শেখার উৎসাহ এবং ইচ্ছে থাকা।

  • Codecademy.com ওয়েবসাইটের মাধ্যমে অনেক সহজে অনলাইনে search পাইথন এর কোর্স করতে পারবেন।
  • YouTube এর মধ্যে প্রচুর search python tutorial course videos এবং lessons রয়েছে যেগুলোর মাধ্যমে ফ্রীতে পাইথন শিখতে পারবেন।
  • Udemy হলো online যেকোনো course করার একটি অনেক জনপ্রিয় ও বিখ্যাত ওয়েবসাইট। তাই, Udemy তে গিয়ে search python course লিখে সার্চ দিলেই প্রচুর কোর্স পেয়ে যাবেন।
  • Google এর নিজের python class দেওয়ার ওয়েবসাইট যেখান থেকে সরাসরি সম্পূর্ণ ফ্রীতে search পাইথন শিখতে পারবেন। তবে, ওয়েবসাইটে সম্পূর্ণ তথ্য ইংরেজিতে রয়েছে। তবে, ইংরেজিতে সমস্যা না থাকলে Google’s Python Class website এর মধ্যে ভিসিট করুন।
  • Microsoft’s Free Python Courses নামের Microsoft একটি python basic course program রয়েছে যেটা ফ্রীতে করে basic skills শিখতে পারবেন।
  • শেষে, learnpython.org নামের একটি ওয়েবসাইট রয়েছে যেখানে basic থেকে advanced python skills শিখে নিতে পারবেন।

আমাদের শেষ কথা,,

তাহলে বন্ধুরা, আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা search পাইথন প্রোগ্রামিং ভাষার সম্পর্কে বিস্তারিত ভাবে সবটা জেনেনিলাম। আশা করছি পাইথন কি (about search python in Bangla) এবং কিভাবে পাইথন প্রোগ্রামিং শিখবেন সবটাই আপনারা বুঝতেই পেরেছেন।

আমাদের আর্টিকেল ভালো লেগে থাকলে অবশই আর্টিকেলটি শেয়ার করবেন।

0 responses on "পাইথন কি এবং এর ব্যবহার – What is python in Bangla"

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

top
Technical Bangla ©  All rights reserved.