• No products in the cart.

নতুন স্যামসাং গ্যালাক্সি ফোন এলো মধ্যম বাজেটে: A34, A54

কয়েক দফা তথ্য ফাঁসের পর অবশেষে চলে এলো মিড-রেঞ্জ ডুয়ো স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ও গ্যালাক্সি এ৫৪ ডিভাইস দুইটি। স্পেসিফিকেশন বিচারে ফোন দুইটি বেশ ইন্টারেস্টিং, চলুন জেনে নেওয়া যাক সদ্য মুক্তি পাওয়া ফোন স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ও স্যামসাং গ্যালাক্সি এ৫৪ সম্পর্কে বিস্তারিত।

স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ও গ্যালাক্সি এ৫৪

নাম শুনে গ্যালাক্সি এ৫৪ কে বড় মনে হলেও আসলে ফোন দুইটির মধ্যে এটিই কিছুটা ছোট। ৬.৫ইঞ্চি ১০৮০পি সুপার এমোলেড ডিসপ্লে থাকছে এই ফোনে যেখানে ১২০হার্জ রিফ্রেশ রেট ও ভিশন বুস্টার সাপোর্ট রয়েছে। ২০২গ্রাম ওজনের এই ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ পারফেক্ট বলে তেমন একটা ওজন অনুভুত হবেনা।

স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ফোনটিতে রয়েছে ৬.৬ইঞ্চি সুপার এমোলেড ডিসপ্লে, রেজ্যুলেশনে এখানেও ১০৮০পি থাকছে, রয়েছে ১২০হার্জ রিফ্রেশ রেট ও ভিশন বুস্টার এনহেন্সমেন্ট। ফোনটির ওজন ১৯৯গ্রাম, যা গ্যালাক্সি এ৫৪ এর চেয়ে কিছুটা কম।

এই দুইটি ফোনেই রয়েছে আইপি৬৭ রেটিং যা ডাস্ট ও ওয়াটার প্রটেকশন প্রদান করবে ফোনটিতে। ৫০০০মিলিএম্প এর ব্যাটারির পাশাপাশি ফোনটিতে ২৫ওয়াট চার্জিং রয়েছে। কিন্তু এই দুইটি ফোনের সাদৃশ্য এখানেই শেষ।

স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ফোনটিতে ৫০মেগাপিক্সেল মেইন ক্যামেরার পাশাপাশি একটি ১২মেগাপিক্সেল আলট্রাওয়াইড শ্যুটার ও ৫মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। ফোনের ফ্রন্টে রয়েছে ৩২মেগাপিক্সেল এর সেল্ফি ক্যামেরা।

স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ফোনটিতে রয়েছে ৪৮মেগাপিক্সেল এর মেইন ক্যামেরার সাথে ৮মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা ও ৫মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। ফোনের ফ্রন্টে পেয়ে যাবেন ১৩মেগাপিক্সেল সেল্ফি শুটার।

স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ফোনটি চলবে ৫ন্যানোমিটার এক্সিনোস ১৩৮০ চিপসেট দ্বারা, অন্যদিকে গ্যালাক্সি এ৩৪ চলবে ৬ন্যানোমিটার ডাইমেনসিটি ১০৮০ দ্বারা। উভয় ফোন ৬জিবি ও ৮জিবি র‍্যাম, এবং ১২৮জিবি ও ২৫৬জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, আরো রয়েছে এক্সপেন্ডেবল স্টোরেজ এর সুবিধা।

একনজরে গ্যালাক্সি এ৩৪ এর স্পেসিফিকেশন:

  • ডিসপ্লে: ৬.৬ইঞ্চি
  • প্রসেসর: মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০
  • র‍্যাম: ৬জিবি / ৮জিবি
  • স্টোরেজ: ১২৮জিবি / ২৫৬জিবি
  • ব্যাক ক্যামেরা: ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরা: ১৩মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৫০০০মিলিএম্প

গ্যালাক্সি এ৩৪ ফোনটি লাইম, গ্রাফাইট, ভায়োলেট, ও সিলভার কালারে পাওয়া যাবে। ৬/১২৮জিবি মডেল পাওয়া যাবে ৩৯০ইউরো দামে, অন্যদিকে ৮/২৫৬জিবি ভ্যারিয়েন্ট এর দাম ৪৬০ইউরো।

একনজরে গ্যালাক্সি এ৫৪ এর স্পেসিফিকেশন:

 

  • ডিসপ্লে: ৬.৫ইঞ্চি
  • প্রসেসর: স্যামসাং এক্সিনোস ১৩৮০
  • র‍্যাম: ৬জিবি / ৮জিবি
  • স্টোরেজ: ১২৮জিবি / ২৫৬জিবি
  • ব্যাক ক্যামেরা: ৫০মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরা: ৩২মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৫০০০মিলিএম্প

👉 স্যামসাং মোবাইলের দাম

গ্যালাক্সি এ৫৪ পাওয়া যাবে লাইম, গ্রাফাইট, ভায়োলেট, ও হোয়াইট কালারে। ৬/১২৮জিবি মডেল পাওয়া যাবে ৪৯০ইউরো দামে। ৮/২৫৬জিবি ভ্যারিয়ান্ট এর গ্যালাক্সি এ৫৪ এর দাম পড়বে ৫৪০ইউরো। এই ফোনগুলো আসছে মাসে ইউরোপ ও এশিয়ার বাজারে পাওয়া যাবে।

 

0 responses on "নতুন স্যামসাং গ্যালাক্সি ফোন এলো মধ্যম বাজেটে: A34, A54"

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

top
Technical Bangla ©  All rights reserved.