• No products in the cart.

নগদ একাউন্টে ২৬ টাকা বোনাস, মার্চের নতুন অফার

নগদ একাউন্টে মাস্টারকার্ড দ্বারা এড মানি করে নিতে পারেন ২৬টাকা বোনাস ক্যাশব্যাক। নির্দিষ্ট পরিমাণ টাকা নগদ একাউন্টে মাস্টারকার্ড থেকে অ্যাড মানি করে উক্ত ২৬টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। এই অফার চলমান থাকবে ৩১ মার্চ পর্যন্ত।

নগদ ২৬টাকা ক্যাশব্যাক বোনাস এক নজরে

  • বোনাসের ধরন: ক্যাশব্যাক
  • মাধ্যম: মাস্টারকার্ড এড মানি
  • পরিমাণ: ২৬০৪টাকা
  • ক্যাশব্যাক বোনাস: ২৬টাকা

২৬ টাকা এড মানি নগদ বোনাস

চলুন জেনে নেওয়া যাক মাস্টারকার্ড থেকে এড মানি করে নগদে ২৬টাকা ক্যাশব্যাক বোনাস কিভাবে পাবেন।

  •  ২৬ টাকা নগদ বোনাস পেতে নগদ অ্যাপ থেকে “কার্ড টু নগদ” (Card to Nagad) অপশন ব্যবহার করে মাস্টারকার্ড (Mastercard) থেকে ফুল প্রোফাইল নগদ একাউন্টে ২,৬০৪ টাকা এড মানি করতে হবে
  • ক্যাম্পেইনটি চলাকালে নগদ অ্যাপ থেকে এড মানি অপশন ব্যাবহার করে ‘মাস্টারকার্ড’-এর মাধ্যমে ঠিক ২৬০৪ টাকা নগদ একাউন্টে এড মানি করে গ্রাহক এই বোনাস উপভোগ করতে পারবেন
  • অফারটি ‘‘কার্ড টু নগদ” এড মানি করার ক্ষেত্রে প্রযোজ্য
  • শুধু বাংলাদেশ ব্যাংক অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠান থেকে ইস্যুকৃত ‘মাস্টারকার্ড’-এর জন্য এই অফারটি প্রযোজ্য
  • ক্যাম্পেইন চলাকালীন সময়ে একজন গ্রাহক শুধুমাত্র একবার বোনাস উপভোগ করতে পারবেন

বোনাসটি কবে পাবেন এবং কতদিন অফার চলবে সে সম্পর্কেও নগদের সুনির্দিষ্ট গাইডলাইন রয়েছে।

  • গ্রাহক ক্যাম্পেইনের অধীনে সকল নিয়ম ও শর্ত পূরণ করলে পরবর্তী ০৩ কার্যদিবসের মধ্যে বোনাস পাবেন
  • যে নগদ একাউন্ট থেকে ‘কার্ড টু নগদ’ ব্যবহার করে মাস্টারকার্ড থেকে এড মানি করবেন বোনাস সেই একাউন্টে যুক্ত হবে
  • ক্যাম্পেইন চলবে ১ মার্চ, ২০২৩ থেকে ৩১ মার্চ, ২০২৩ পর্যন্ত
  • এই অফারটি সকল নগদ গ্রাহকের জন্য প্রযোজ্য
  • এই ক্যাম্পেইনটি উপভোগ করতে হলে আপনার নগদ একাউন্টটি অবশ্যই একটিভ এবং ফুল প্রোফাইল হতে হবে
  • নগদ শুধুমাত্র বোনাস ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করবে এক্ষেত্রে
  • ক্যাম্পেইনের সমস্ত শর্ত পূরণ করার পরেও যদি অন্য কোনো অজানা বা অনাকাঙ্ক্ষিত কারনে গ্রাহক বোনাস না পেয়ে থাকেন তবে এই ক্যাশ-বোনাসটি ক্যাম্পেইন শেষ হওয়ার পরবর্তী বিশ কার্যদিবসের মধ্যে প্রদান করা হবে
  •  ক্যাম্পেইনের শর্তাবলী পরিবর্তন / পরিবর্ধন / সংশোধন করার অথবা কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই পুরো ক্যাম্পেইনটি বাতিল করার অধিকার রাখে নগদ
  • নগদ কতৃক গৃহিত ক্যাম্পেইন সম্পর্কিত যেকোন সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে

শর্তাবলী

এবার চলুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় ও শর্ত জেনে নেওয়া যাক।

  • নগদ বা নগদের কোনো প্রতিনিধি কখনোই আপনার কাছে নগদ একাউন্টের ওটিপি বা পিন কোড চাইবে না
  • নগদ বা নগদের কোনো প্রতিনিধি আপনাকে কোনো প্রকার লেনদেন করতে বলবেন না
  • নগদ শুধুমাত্র 16167 ও 09609616167 নাম্বার থেকেই গ্রাহকের সাথে যোগাযোগ করে
  • অফার চলাকালে নগদ এর মাধ্যমে টাকা দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে তা নিশ্চিত হবার জন্য 16167 অথবা 09609616167 নাম্বারে কল করা যাবে
  •  নগদ এই ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য কোনো গ্রাহককে বাধ্য বা প্ররোচিত করছেনা। একজন গ্রাহক সম্পূর্ণ সম্মতি অনুসারে ক্যাম্পেইনে অংশগ্রহণ করবেন
  • তৃতীয় কোন পক্ষ দ্বারা আপনার কোনো ক্ষতি হলে নগদ কর্তৃপক্ষ দায়ী নয়

আপনি উক্ত অফারটি গ্রহণ করেছেন? কেমন লাগছে অফারটি?

 

 

0 responses on "নগদ একাউন্টে ২৬ টাকা বোনাস, মার্চের নতুন অফার"

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

top
Technical Bangla ©  All rights reserved.