• No products in the cart.

ডিলিট হওয়া ফটো ফিরে পাওয়ার উপায় (recover delete photos in bengali)

আমাদের ফোনে কিন্তু বিভিন্ন রকম ফটো থেকে থাকে কিন্তু ভুল বশত যদি সেই ফটোগুলো ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু আমরা খুবই চিন্তার মধ্যে পড়ে যায়। তো আজকের আর্টিকেলে আমরা আলোচনা করব ছবি ডিলিট হয়ে গেলে কিভাবে আনা যায় বা ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার সফটওয়্যার কি ইত্যাদি বিষয় ।

 

ডিলিট হওয়া ফটো ফেরত আনার জন্য আপনাদেরকে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইন্সটল করতে হবে অ্যাপটির নাম হচ্ছে Restore Image (Super Easy), এ ছাড়া আর একটি অ্যাপস এর মাধ্যমে ডিলিট হওয়া ফটো রিকভার করতে পারবেন সে অ্যাপস টার নাম হচ্ছে diskdigger photo recovery।

এই আর্টিকেলে আমি দেখাবো Restore Image (Super Easy) এই অ্যাপসটির মাধ্যমে কিভাবে যেকোনো ডিলিট হওয়া ফটো ফিরিয়ে আনবেন।

Step : 1

তো আপনারা প্লে স্টোরে গিয়ে Restore Image এটা লিখে সার্চ করার পর আপনারা এই অ্যাপসটি ইন্সটল করে নিবেন। তারপর আপনারা ওপেন এ ক্লিক করবেন।  ওপেন এ ক্লিক করার পর পারমিশন চাইলে পারমিশন গুলো allow করে দিবেন তারপর আপনারা



Step:2

প্রথম কার অপশন টায় ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ restore হতে সময় লাগবে । তারপর কিন্তু আপনারা সমস্ত ডিলিট হওয়া ফটো গুলো কিন্তু ওইখানে দেখতে পাবেন। তো ওই ডিলিট হওয়া ফটো গুলো কিভাবে রিকভার করবেন এর জন্য যে ফটোগুলো আপনি রিকভার করতে চান সেই ফটোগুলো উপর জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করলে হলুদ বর্ডার হয়ে যাবে

 

Step : 3

আমি মিডিল এর  দুটো ফটো recover করতে চাই এইজন্য  মিডিলের ওই দুটো ফটো উপর ওপর ক্লিক করেছিলাম, ক্লিক করলে কিন্তু  নীল বর্ডার থেকে হলুদ বর্ডার হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন ওই দুটো ফটো হলুদ বর্ডার হয়ে গেছে। তারপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে restore 2 image তো আপনারা ঐখানে ক্লিক করবেন

 

Step: 4

তারপর আপনারা success to restore একটি লেখা দেখতে পাবেন তারপর নিচে close এ ক্লিক করবেন দেখবেন যে ওই ফটোগুলো কিন্তু  আপনার গ্যালারিতে রিস্টোর হয়ে গেছে।

 

 

তো আপনারা এই ভাবে কিন্তু খুব সহজেই এক বছর , দু বছর বা তিন বছরের ডিলিট হওয়া ফটো রিকভার করতে পারবেন। আশা করি আপনারা কিভাবে ডিলিট হওয়া ফটো  ফেরত আনতে হয় সেই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন ।আপনাদের যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে নিচে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ

0 responses on "ডিলিট হওয়া ফটো ফিরে পাওয়ার উপায় (recover delete photos in bengali)"

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

top
Technical Bangla ©  All rights reserved.