• No products in the cart.

টি২০ বিশ্বকাপ ২০২২ এর সময়সূচি – বাংলাদেশ সময় অনুযায়ী

অস্ট্রেলিয়াতে বসতে যাচ্ছে আইসিসি টি২০ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২২ (পুরুষ) এর আসর। অক্টোবরের ১৬ তারিখ শুরু হয়ে ক্রিকেট বিশ্বকাপ ২০২২ চলবে নভেম্বর মাসের ১৩ তারিখ পর্যন্ত। ২০২২ সালের জুলাই মাসে কোভিড-১৯ পরিস্থিতির কারণে পেছানো হয় এই টি২০ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট।

  • টি২০ ক্রিকেট বিশ্বকাপ ২০২২ শুরুঃ অক্টোবর ১৬, ২০২২
  • টি২০ ক্রিকেট বিশ্বকাপ ২০২২ শেষঃ নভেম্বর ১৩, ২০২২

টি২০ ক্রিকেট বিশ্বকাপ এর শিডিউল ও দলগুলো, এবং কোথায় খেলা দেখবেন সে সম্পর্কে বিস্তারিত জানবেন এই পোস্টে।

টি২০ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২২ দলসমূহ

মোট ১২টি দল ২০২২সালের টি২০ ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাছে। এর মধ্যে টি২০ ক্রিকেট র‍্যাংকিং অনুসারে সেরা ৮টি টিম অটোমেটিক কোয়ালিফাই করা দলগুলো সরাসরি গ্রুপ পর্বে খেলবে। বাকি চারটি টিম কোয়ালিফায়ার এর মাধ্যমে টি২০ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২২ এ স্থান পেয়েছে।

টি২০ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২২ এ অংশগ্রহণকারী ১২টি দল হলোঃ

  • আফগানিস্তান
  • অস্ট্রেলিয়া
  • বাংলাদেশ
  • ইংল্যান্ড
  • ভারত
  • নিউজিল্যান্ড
  • পাকিস্থান
  • দক্ষিণ আফ্রিকা
  • নামিবিয়া
  • স্কটল্যান্ড
  • শ্রীলংকা
  • ওয়েস্ট ইন্ডিজ

টি২০ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২২ গ্রুপগুলো

টি২০ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২২ এর দলগুলোকে ভাগ করা হয়েছে দুইটি গ্রুপে। প্রতি গ্রুপে প্রাথমিকভাবে দল থাকবে ৪টি এবং স্ট্যান্ডিং পয়েন্ট এর উপর ভিত্তি করে বাকি দুই দল যোগ হবে গ্রুপ পর্বে গিয়ে।

গ্রুপ ১ গ্রুপ ২
ইংল্যান্ড ভারত
অস্ট্রেলিয়া বাংলাদেশ
নিউজিল্যান্ড পাকিস্তান
আফগানিস্তান দক্ষিণ আফ্রিকা
গ্রুপ A উইনার গ্রুপ B উইনার
গ্রুপ B রানার-আপ গ্রুপ A রানার-আপ

বাংলাদেশ দল এবার সরাসরি খেলবে ক্রিকেট বিশ্বকাপ এর গ্রুপ পর্বে। এদিকে বাংলাদেশের গ্রুপে আরো রয়েছে মোস্ট ফেভারিট, ভারত ও পাকিস্তান দল।

টি২০ ক্রিকেট বিশ্বকাপ ২০২২ ফিক্সচার

টি২০ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২২ – রাউন্ড ১ কোয়ালিফায়ার

তারিখ ম্যাচ টাইটেল বাংলাদেশ সময়
অক্টোবর ১৬ শ্রীলংকা  বনাম নামিবিয়া সকাল ১০টা
অক্টোবর ১৬ ইউনাইটেড আরব আমিরাত বনাম নেদারল্যান্ডস দুপুর ২টা
অক্টোবর ১৭ ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড সকাল ১০টা
অক্টোবর ১৭ জিম্বাবুয়ে বনাম আয়ারল্যান্ড দুপুর ২টা
অক্টোবর ১৮ নামিবিয়া বনাম নেদারল্যান্ডস সকাল ১০টা
অক্টোবর ১৮ শ্রীলংকা  বনাম ইউনাইটেড আরব আমিরাত দুপুর ২টা
অক্টোবর ১৯ স্কটল্যান্ড বনাম আয়ারল্যান্ড সকাল ১০টা
অক্টোবর ১৯ ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবুয়ে দুপুর ২টা
অক্টোবর ২০ শ্রীলংকা  বনাম নেদারল্যান্ডস সকাল ১০টা
অক্টোবর ২০ নামিবিয়া বনাম ইউনাইটেড আরব আমিরাত দুপুর ২টা
অক্টোবর ২১ ওয়েস্ট ইন্ডিজ বনাম আয়ারল্যান্ড সকাল ১০টা
অক্টোবর ২১ স্কটল্যান্ড বনাম জিম্বাবুয়ে দুপুর ২টা

টি২০ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২২ – সুপার ১২ ফিক্সচার

সুপার ১২ তে গ্রুপ ১ ও গ্রুপ ২ এর খেলার আপডেটেড সময়সূচী নিচে দেওয়া রয়েছে।

তারিখ ম্যাচ টাইটেল বাংলাদেশ সময়
অক্টোবর ২২ অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড দুপুর ১টা
অক্টোবর ২২ ইংল্যান্ড বনাম আফগানিস্তান বিকাল ৫টা
অক্টোবর ২৩ শ্রীলঙ্কা বনাম আয়ারল্যান্ড সকাল ১০টা
অক্টোবর ২৩ ভারত বনাম পাকিস্থান দুপুর ২টা
অক্টোবর ২৪ বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস সকাল ১০টা
অক্টোবর ২৪ দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবুয়ে দুপুর ২টা
অক্টোবর ২৫ অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা বিকাল ৫টা
অক্টোবর ২৬ ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড সকাল ১০টা
অক্টোবর ২৬ নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান দুপুর ২টা
অক্টোবর ২৭ দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ সকাল ৯টা
অক্টোবর ২৭ ভারত বনাম নেদারল্যান্ডস দুপুর ১টা
অক্টোবর ২৭ পাকিস্থান বনাম জিম্বাবুয়ে বিকাল ৫টা
অক্টোবর ২৮ আফগানিস্তান বনাম আয়ারল্যান্ড সকাল ১০টা
অক্টোবর ২৮ ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া দুপুর ২টা
অক্টোবর ২৯ নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা দুপুর ২টা
অক্টোবর ৩০ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সকাল ৯টা
অক্টোবর ৩০ পাকিস্থান বনাম নেদারল্যান্ডস দুপুর ১টা
অক্টোবর ৩০ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা বিকাল ৫টা
অক্টোবর ৩১ অস্ট্রেলিয়া বনাম আয়ারল্যান্ড দুপুর ২টা
নভেম্বর ১ আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা সকাল ১০টা
নভেম্বর ১ ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড দুপুর ২টা
নভেম্বর ২ জিম্বাবুয়ে বনাম নেদারল্যান্ডস সকাল ১০টা
নভেম্বর ২ ভারত বনাম বাংলাদেশ দুপুর ২টা
নভেম্বর ৩ পাকিস্থান বনাম দক্ষিণ আফ্রিকা দুপুর ২টা
নভেম্বর ৪ নিউজিল্যান্ড বনাম আয়ারল্যান্ড সকাল ১০টা
নভেম্বর ৪ অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান দুপুর ২টা
নভেম্বর ৫ ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা দুপুর ২টা
নভেম্বর ৬ দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস সকাল ৬টা
নভেম্বর ৬ পাকিস্থান বনাম বাংলাদেশ সকাল ১০টা
নভেম্বর ৬ ভারত বনাম জিম্বাবুয়ে দুপুর ২টা

টি২০ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২২ – সেমিফাইনাল ও ফাইনাল

তারিখ ম্যাচ টাইটেল বাংলাদেশ সময়
নভেম্বর ৯ সেমিফাইনাল ১ দুপুর ২টা
নভেম্বর ১০ সেমিফাইনাল ২ দুপুর ২টা
নভেম্বর ১৩ ফাইনাল দুপুর ২টা

টি২০ ক্রিকেট বিশ্বকাপ কোথায় দেখবেন?

টি২০ ক্রিকেট বিশ্বকাপ ২০২২ দেখা যাবে সরাসরি টিভিতে। বাংলাদেশ থেকে টি২০ ক্রিকেট বিশ্বকাপ ২০২২ দেখতে পারবেন গাজিটিভি (জিটিভি), টি স্পোর্টস ও বিটিভি চ্যানেলে। ভারতের দর্শকগণ খেলা দেখতে পারবেন স্টার নেটওয়ার্ক চ্যানেলগুলোতে।

 

টি২০ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২২ এ অংশ নেওয়া বাংলাদেশ ক্রিকেট দলের জন্য রইল শুভ কামনা। টি২০ ক্রিকেট বিশ্বকাপ সম্পর্কে আপনার যেকোনো ধরনের মতামত জানাতে পারেন কমেন্ট

0 responses on "টি২০ বিশ্বকাপ ২০২২ এর সময়সূচি – বাংলাদেশ সময় অনুযায়ী"

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

top
Technical Bangla ©  All rights reserved.