• No products in the cart.

ছবিতে পোশাক চেঞ্জ করার এন্ড্রয়েড সফটওয়্যার অ্যাপস – ৯টি

আমরা সবাই আমাদের লুকস ও আউটফিট নিয়ে বরাবরই সচেতন। তা ইনস্টাগ্রামই হোক বা রিয়েল লাইফ– নিজেকে সুন্দর–সুন্দর আউটফিটে দেখতে আমরা সবাই–ই কমবেশি ভালোবাসি। তবে, রোজ–রোজ নতুন জামাকাপড় কেনা যেমন খরচসাপেক্ষ তেমনই অর্থহীন। তাই, আজকে আমরা মোবাইলে উপলব্ধ এমন সব পোশাক চেঞ্জ করার সফটওয়্যারের খোঁজ দেব, যেগুলো ব্যবহার করে শুধুমাত্র নিজের মুখের ছবিটুকু ব্যবহার করেই নানান ড্রেসে নিজেকে দেখতে পারবেন।

অথবা, ড্রেস কেনার আগে সেই ধরণের ড্রেসে আপনাকে মানাচ্ছে কিনা, সেটাও এই অ্যাপ্লিকেগুলোতে দেখা যায়। আর, এই অ্যাপগুলোতে পুরুষ/মহিলা, ছেলে কিংবা মেয়ে সকলের জন্যেই ড্রেসের অপশন থাকে।

রিলেটেড: দুই ছবি একসাথে জোড়া লাগানোর সফটওয়্যার

চলুন, তাহলে জানি এন্ড্রয়েড মোবাইলের সেরা ৯ টি পোশাক চেঞ্জ করার অ্যাপসগুলোর সম্পর্কে।

সেরা ৯ টি পোশাক চেঞ্জ করার সফটওয়্যার অ্যাপস
নিচে, ছবির পোশাক পাল্টানোর বা ছবিতে আলাদা আলাদা ড্রেস বা পোশাক লাগানোর যেই এন্ড্রয়েড অ্যাপস গুলোর বিষয়ে আমরা বলতে চলেছি সেগুলো Google Play Store-থেকে সম্পূর্ণ ফ্রীতে download করে ব্যবহার করতে পারবেন।

১. Photo Suit Editor Men Women:

রেটিং: 4.0/5

ডাউনলোড: 10L+

এই অ্যাপটির সাহায্যে মহিলা/পুরুষ বা ছেলে/মেয়ে সকলেই নিজের মনমতো পোশাকের ফটো পেয়ে যাবেন।

শুধুমাত্র, এই একটি অ্যাপ্লিকেশনেই পুরুষ-মহিলাদের ট্রাডিশনাল, ওয়েডিং, ব্রাইডাল, ক্যাসুয়াল কিংবা পার্টি ওয়্যারের বিশাল কালেকশন পাবেন।
এমনকি, বাচ্চা ছেলেমেয়েদের জামাকাপড়েরও অনেক কালেকশন এখানে রয়েছে।

আর, এই অ্যান্ড্রয়েড সফটওয়্যারের স্মার্ট স্কিনটোন এফেক্টস, ক্রপিং ও ব্যাকগ্রাউন্ড রিমুভাল টুলসগুলো আপনার ছবিগুলোকে একদম আসলের মতো করে তোলে।

ফিচার:

ব্যাকগ্রাউন্ড রিমুভার/ইরেজার।
ফ্যাশন অ্যাকসেসোরিস ও স্যালনের মতো হেয়ারস্টাইল।
ফেস–ফ্লিপ ও কাস্টোমাইজেবল ফেসিয়াল–হেয়ার ফিচার।

সুবিধা:

সমস্ত লেটেস্ট ফ্যাশনওয়্যার আছে।
একটা অ্যাপেই সকলের ড্রেস চেঞ্জের সুবিধা।
স্কিনটোন ও ফেসিয়াল হেয়ার এডিট করার সুবিধা।
অসুবিধা:

প্রচুর অ্যাড দেখায়।

২. Women Dress Photo Editor:
রেটিং: 4.0/5

ডাউনলোড: 1L+

সম্পূর্ণভাবে মহিলাদের জন্যে তৈরী এই ড্রেস চেঞ্জের অ্যাপ্লিকেশনটিতে ১০০+ নতুন ড্রেসের ভ্যারাইটি রয়েছে।

এছাড়াও, এখানে প্রায়ই নতুন–নতুন ডিজাইনের ট্রাডিশনাল স্যুট/আনারকলি ড্রেসের ফটো অ্যাড হয়।
এমনকি, এই অ্যান্ড্রয়েড সফটওয়্যারটির সাহায্যে আপনি পছন্দের ড্রেসের উপর যেকোনো রং এডিট করে আপনার জন্যে সেরা ড্রেসগুলোকে বেছে নিতে পারেন।

এই অ্যাপের লাইভ–ক্যামেরার সাহায্যে নিজের মুখের ছবি তুলে সরাসরি ড্রেসের উপর বসানো যায়।

কিংবা, গ্যালারি থেকে ছবি বেছে নিয়েও এখানে ব্যবহার করতে পারেন।

ফিচার:

অটোফোকাস নিয়ে ছবি ক্যাপচার করে।
ব্যাকগ্রাউন্ড চেঞ্জার ও টেক্সট এডিটর আছে।
ড্রেসগুলোতে ১০০+ কালার কম্বিনেশন আছে।
সুবিধা:

অ্যাপের সমস্ত ফিচার ফ্রি।
ছবি সহজে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যায়।
পারফেক্ট ড্রেস স্টাইল ও রং খুঁজে পাওয়া সহজ।
অসুবিধা:

ইন–অ্যাপ অ্যাড রয়েছে।
ওয়েস্টার্ন ড্রেসের কালেকশন নেই।

৩. Wedding Dress For Men 2023:
রেটিং: 4.0/5

ডাউনলোড: 10L+

যদি আপনার বিয়ে সামনেই থাকে, আর বিয়ের শেরওয়ানি বাছা নিয়ে মনে সন্দেহ হয়, তাহলে Wedding Dress For Men 2023 অ্যাপ্লিকেশনটি আপনাকে বিয়ের জন্যে সেরা ড্রেসটি বেছে দিতে পারে।

এখানে আপনি ব্লেজার, আরবি স্যুট, শেরওয়ানি, ফর্মাল স্যুটের ফটোর উপর দারুণ–দারুণ সব কালেকশন পেয়ে যাবেন।
এই ফ্যাশনেবল মেন ওয়েডিং স্যুট ফটো অ্যাপটিতে সব বিয়ের স্পেশ্যাল ব্যাকগ্রাউন্ড ছবিও আছে যাতে, আপনার বাছা বিয়ের লুকের সাথে ব্যাকগ্রান্ড ম্যাচ করছে কিনা, সেটাও দেখে নিতে পারেন|

ফিচার:

সোশ্যাল মিডিয়াতে ইনস্ট্যান্ট শেয়ার অপশন।
অটো ইরেজার/রিপেয়ার/ব্যাকগ্রাউন্ড কালার রিমুভার।
হেয়ারস্টাইল/সানগ্লাস/পাগড়ি/ক্যাপ অ্যাড করার ফিচার।

সুবিধা:

বিয়ের ড্রেস বাছার সেরা অ্যাপ্লিকেশন।
একদম পারফেক্ট বিয়ের ব্যাকগ্রাউন্ডের সুবিধা।
স্যুট ফ্লিপ ফিচারটি ড্রেসের উপর সুন্দরভাবে মুখের ছবি বসায়।
অসুবিধা:

অনেক বিজ্ঞাপন দেখতে হয়।

৪. Baby Girl Suit Photo Editor:

রেটিং: 3.8/5

ডাউনলোড: 1L+

প্রায় সব বাবা–মাই নিজেদের ছোট্ট মেয়েকে সুন্দর–সুন্দর প্রিন্সেস ড্রেসে দেখতে পছন্দ করেন।

আর, তাই এই অ্যাপটি আপনার লিট্ল প্রিসেন্সসের জন্যে এনেছে প্রায় ১০০+ নতুন ডিজাইনার ড্রেস।

এখানে আপনি আপনার বাচ্চার মুখের ছবি যেকোনো ড্রেসের উপর বসিয়ে, সেই ফটোগুলোকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন।

কিংবা, অনলাইন শপিং করার আগে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে নিজের বাচ্চার বার্থডে পার্টির জন্যে সেরা ড্রেসগুলোও দেখতে পারেন।

ফিচার:

অটোফোকাস করে লাইভ ছবি তোলে।
ব্যাকগ্রাউন্ড রিমুভ ও চেঞ্জ করার অপশন দেয়।
জুম্ ও রোটেট করে পারফেক্টভাবে মুখের ছবি সেট করে।

সুবিধা:

স্মার্ট টেক্সট এডিটর আছে।
নতুন ড্রেসের ছবি আপডেট হতেই থাকে।
ব্যাকগ্রাউন্ড ছবির বিশাল অনলাইন কালেকশন আছে।
অসুবিধা:

হেয়ারস্টাইলগুলো বাচ্চাদের জন্যে উপযুক্ত নয়।

৫. Smarty Mens Suits Photo Editor:

রেটিং: 3.9/5

ডাউনলোড: 10L+

পুরুষদের পোশাক চেঞ্জ করার সফটওয়্যার হিসেবে Smarty Mens Suits Photo Editor অ্যাপটি যথেষ্ট জনপ্রিয়।

এই অ্যাপ্লিকেশনটিতে জেম্স বন্ডের স্যুটেড/বুটেড লুক থেকে শুরু করে ফ্যাশন জগতের যেকোনো ফর্মাল ড্রেসের ছবিই রয়েছে।
এখানে আপনি জ্যাকেট, কাউবয়, ক্যাজুয়াল, টাক্সিডো কিংবা বিসনেস স্যুটের একাধিক ছবির অপশন পাবেন।

এমনকি, এখানে আপনি ইচ্ছেমতো নিজের হেয়ারস্টাইল, ট্যাটু, ক্যাপ, চেইন ও বিভিন্ন অ্যাকসেসোরি অ্যাড করতে পারবেন।

ফিচার:

হেয়ার কালার চেঞ্জ করা যায়।
নতুন–নতুন ট্যাটু ফিচার আছে।
ছেলে ও পুরুষ উভয়ের জন্যেই স্যুট আছে।
সুবিধা:

ওয়েস্টার্ন স্যুটের জন্যে সেরা।
প্রচুর ভার্চুয়াল হেয়ারকাট/হেয়ারস্টাইল আছে।
এখানে অ্যাকসেসোরিজের প্রচুর কালেকশন আছে।
অসুবিধা:

ঘনঘন বিজ্ঞাপন দেখায়।

৬. Anarkali Dress Photo Editor:

রেটিং: 3.8/5

ডাউনলোড: 5L+

মেয়েদের ফ্রক–স্টাইল আনারকলি ড্রেসের সবথেকে ভালো ট্রাই–অন কালেকশন পেতে চাইলে, এই অ্যাপটি হল একটা সেরা অপশন।

এই অ্যান্ড্রয়েড সফটওয়্যারের সাহায্যে আপনি সহজেই আপনার ফেসের ছবি ক্রপ করে ড্রেসগুলোর উপর বসিয়ে দিতে পারবেন।

এখানে সালোয়ার স্যুটের কালেকশনগুলো ক্যাজুয়াল ড্রেসিং থেকে শুরু করে পার্টিওয়্যার সবকিছুর জন্যেই উপযুক্ত।

ফিচার:

স্টিকার ও টেক্সট অ্যাডের ফিচার।
সেল্ফি থেকে সহজেই নিজের মুখ ক্রপ করা যায়।
নো ব্যাকগ্রাউন্ড বা সিঙ্গেল কালার ব্যাকগ্রাউন্ড ফিচার।
সুবিধা:

ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা বা ওয়ালপেপার রাখা যায়।
হ্যাট/জুয়েলারি/হেয়ারস্টাইল ও নানান স্টিকার অ্যাড করা যায়।
ফ্লিপ অপশনের সাহায্যে সহজেই মুখের পসিশন বদলানো যায়।

অসুবিধা:

আনারকলি ছাড়া অন্যান্য ড্রেসের অপশন নেই।

৭. Stylish Man Photo Suit:

রেটিং: 3.7/5

ডাউনলোড: 1L+

ছেলেদের ফর্মাল ড্রেসের কালেকশন হিসেবে, আপনি এই অ্যাপটির উপর নির্ভর করতে পারেন।

এই অ্যাপ্লিকেশনটিতে আপনি পুরুষদের জন্যে সেরা সব ক্যাজুয়াল, ফর্মাল, আরমানি স্যুটের ছবি পেয়ে যাবেন।

এখানে আপনি নিজের পছন্দের যেকোনো স্যুটের কালার ইচ্ছেমতো চেঞ্জও করতে পারেন।

এর ক্রপ টুলটি ব্যবহার করে সহজেই নিজের মুখ নিখুঁতভাবে ক্রপ করে পোশাকগুলোর উপর বসানো যায়।

ফিচার:

ব্যাকগ্রান্ড রিমুভার ফিচার।
জুম্ ইন/আউট করে ক্রপ করা যায়।
ট্যাটু/ইমোজি/সানগ্লাস/স্টিকারের ফিচার আছে।

সুবিধা:

ড্রেসের সাইজ ও কালার পাল্টানো যায়।
ফেস শেপ অনুযায়ী ক্রপ অপশন আছে।
এখানে সবরকম ওয়েস্টার্ন আউটফিট আছে।
অসুবিধা:

স্যুটের অপশন কিছুটা কম।

৮. Wedding Dress Photo Suit:

রেটিং: 3.7/5

ডাউনলোড: 10L+

মেয়েদের মধ্যে লেহেঙ্গা হল খুবই জনপ্রিয় একটা পার্টিওয়ার।

কিংবা, এখনকার অনেক মহিলাই তাদের বিয়ের রিসেপশনে এই আউটফিটটাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন।

আর, আপনিও যদি বিয়েতে বা পার্টিতে পরার জন্যে লেহেঙ্গা বাছতে অসুবিধায় পড়েন, তাহলে এই অ্যাপটি আপনাকে সাহায্য করতে পারবে।

এমনকি, এখানে বিভিন্ন রং ও সাইজের ওয়েডিং ড্রেসের ছবিও রয়েছে।

ফিচার:

মুখের শেপ অনুযায়ী ক্রপ অপশন আছে।
ডিসাইনার/স্যুট/বাচ্চা মেয়েদের ড্রেস আছে।
ছবিতে আলাদা করে টেক্সট অ্যাড করা যায়।
সুবিধা:

সহজেই ব্যাকগ্রাউন্ড মুছে/বদলে ফেলা যায়।
ছবি দ্রুত সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যায়।
ইরেজার ফিচারের অটো/ইরেজ/রিপেয়ার/জুম্ ফাঙ্কশন আছে।

অসুবিধা:

অনেক বিজ্ঞাপন দেখতে হয়।
ওয়েস্টার্ন আউটফিটের ছবি নেই।

৯. Smarty Men Jacket Photo Editor:

রেটিং: 3.6/5

ডাউনলোড: 50L+

এই অ্যান্ড্রয়েড সফটওয়্যারের ফর্মাল ক্লোথস এবং ক্যাজুয়াল জ্যাকেটের ছবিগুলো প্রতিটা পুরুষের চোখ আকর্ষণ করতে বাধ্য।

পোশাক চেঞ্জ করার এই ফ্রি সফটওয়্যারটিতে আপনি পেয়ে যাবেন স্যুট, জ্যাকেট, কোট–প্যান্টের মতো নানান মেনসওয়্যারের অপশন।

এখানে আপনি নিজের মুখের ছবি বিনা বাধায় সুন্দর করে ক্রপ করে পোশাকের ছবিগুলোর উপর বসিয়ে নিজেকে স্মার্ট ওয়েস্টার্ন ড্রেসে দেখতে পারেন।

ফিচার:

স্পেশাল স্যুট/সামার ড্রেস/ অপশন রয়েছে।
দাড়ি/গোঁফ/হেয়ারস্টাইল চেঞ্জের অপশন আছে।
টি–শার্ট ও স্টিকার, হ্যাট/ক্যাপ/সানগ্লাসেস অপশন রয়েছে।
সুবিধা:

হেয়ারস্টাইলগুলো বেশ মডার্ন।
সহজে জুম্ ইন/আউট করে ফেস ক্রপ করা যায়।
ফটো ফিল্টার ও এফেক্ট অ্যাড করার সুবিধা আছে।

অসুবিধা:

ইন–অ্যাপ পারচেজ রয়েছে।
পরিশেষে:
আমাদের এই লিস্টের পোশাক চেঞ্জ করার সমস্ত সফটওয়্যারগুলোই প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করা সম্ভব।

নিজের মুখের সুন্দর করে সেল্ফি তুলে এই অ্যাপগুলোর পোশাকের ফটোর উপর বসালেই আপনার ছবি একদম রেডি।

শেষে, ছবিতে পোশাক পরিবর্তন করার অ্যাপস গুলো নিয়ে লিখা আমাদের আজকের আর্টিকেলটি ভালো লেগে থাকলে আর্টিকেলটি সোশ্যাল মিডিয়াতে অবশই শেয়ার করবেন। তাহলে, দেরি না করে বিনামূল্যে, নিজের খুশিমতো যেকোনো আউটফিটে নিজেকে দেখে নিন!

2 responses on "ছবিতে পোশাক চেঞ্জ করার এন্ড্রয়েড সফটওয়্যার অ্যাপস – ৯টি"

  1. ছেলেদের ড্রেস চেঞ্জ

    • কমেন্ট করার জন্য ধন্যবাদ, ❤

      আমাদের সাথে চ্যাট করতে চাইলে এই পেজে ম্যাসেজ দিন:👇👇👇
      https://www.facebook.com/OfficialTechnicalBangla/

      কোর্স কিনতে চাইলে এই ওয়েবসাইটে ভিজিট করুন :👇👇👇
      https://www.technicalbangla.com/

      অনলাইনে শপিং চাইলে এই ওয়েবসাইটে ভিজিট করুন :👇👇👇
      https://www.newbdshop.com/

      সরাসরি ফোনে কথা বলতে চাইলে এই নাম্বারে ফোন দিন :👇👇👇
      +8801998569895

      ধন্যবাদ ❤

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

top
Technical Bangla ©  All rights reserved.