আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা গুগল ফাইন্ড মাই ডিভাইস (Google Find My Device) এর বিষয়ে সবটা জেনেনিব।
এছাড়া, গুগলের ফাইন্ড ডিভাইস অ্যাপ / সেবা কোন কাজে আসে এবং কিভাবে ব্যবহার করতে হবে সেটাও আমরা আজকে জানবো।
এমনিতে যদি আপনার স্মার্টফোন হারিয়ে গেছে, স্মার্টফোন খুঁজে পেতে চাইছেন, হারিয়ে যাওয়া মোবাইলের লোকেশন জানতে চাইছেন, তাহলে এই Google Find My Device App আপনার সাহায্য করবে।
এই application ব্যবহার করার ফলে আপনি আপনার চুরি হয়ে যাওয়া মোবাইলের মধ্যে থাকা প্রত্যেকটি ডাটা সরাসরি ডিলিট করতে পারবেন।
এতে, মোবাইল চুরি হয়ে গেলেও সেখানে থাকা আপনার জরুরি ও ব্যক্তিগত files এবং data গুলো কেও এক্সেস করতে পারবেননা।
তাই, আমার হিসেবে Google এর তরফ থেকে দিয়ে দেওয়া এই উন্নত এবং দারুন app এর বিষয়ে আমাদের প্রত্যেকের জেনে রাখাটা দরকার।
কোনসময় আপনার মোবাইল হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে এই অ্যাপ আপনার অনেক সাহায্য করতে পারবে।
চলুন, এবার আমরা নিচে সরাসরি “ফাইন্ড মাই ডিভাইস”, এর বিষয়ে সম্পূর্ণটা জেনেনেই।
গুগল ফাইন্ড মাই ডিভাইস কি ? (What Is Google Find My Device in Bangla)
সোজা এবং সহজ ভাবে বললে এটা Google এর দ্বারা ডেভেলপ (developed) করা একটি সেরা বা অ্যাপ।
এই সেবা বা অ্যাপ সরাসরি Google map এর ব্যবহার করে যেকোনো android device যেমন, smartphone, smartwatch, tablet গুলোর location খুঁজে বের করতে পারে।
এছাড়া এখানে “lock device” নামের একটি দারুন features রয়েছে যেটার মাধ্যমে আপনি আপনার মোবাইল সম্পূর্ণ ভাবে lock করে দিতে পারবেন।
এবং, আপনারা চাইলে একটি message বা নিজের mobile number টি lock screen এর মধ্যে display করাতে পারবেন।
এতে, যদি কেও আপনার মোবাইল খুঁজে পান, তাহলে সে আপনার ডিসপ্লে করানো mobile number বা message দেখতে পাবেন ফলে আপনার সাথে যোগাযোগ করে আপনার মোবাইল ঘুরিয়ে দিতে পারবেন।
Google এর এই দারুন feature ব্যবহার করার জন্য আপনাকে Google Find My Device এর android app ব্যবহার করতে হবে।
তবে, যদি আপনার মোবাইল হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে আর আপনার কাছে অন্য কোনো android mobile নেই, তাহলে আপনি এর “Web Version“, টি অবশই ব্যবহার করতে পারবেন।
Google search এর মধ্যে গিয়ে Find My Device লিখে সার্চ দিলেই, আপনারা গুগলের তরফ থেকে থাকা এই সেবা দেখতে পারবেন।
সরাসরি নিজের Gmail account দিয়ে লগইন করেই সবটা করতে পারবেন।
তাই, Google এর এই আধুনিক ও উন্নত সেবার কাজ হলো, হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া android device গুলোর location আমাদের বলা এবং device গুলোকে অধিক secure করা।
Find My Device কি কাজে ব্যবহার করা হয় ?
আমি ওপরে আগেই বলেছি, হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া android mobile / device গুলোকে ট্র্যাক (track) করার ক্ষেত্রে মূলত এই সেবা ব্যবহার করা হয়।
ধরুন, আপনার মোবাইল হারিয়ে গেছে বা চুরি হয়েছে,
এক্ষেত্রে আপনি কোনো অন্য ব্যক্তির এন্ড্রয়েড মোবাইলে এই অ্যাপ ইনস্টল করে নিজের জিমেইল একাউন্ট দিয়ে অ্যাপটিতে লগইন করতে হবে।
মনে রাখবেন, আপনার হারিয়ে যাওয়া মোবাইলে যেই জিমেইল একাউন্ট ব্যবহার করা হচ্ছিলো, সেই একি জিমেইল আইডি দিয়ে ফাইন্ড মাই ডিভাইস অ্যাপে লগইন (login) করতে হবে।
এবার লগইন করার পর আপনারা হারিয়ে যাওয়া মোবাইলের লোকেশন ট্র্যাক করতে পারবেন এবং এর সাথে মোবাইল লক করা, মোবাইলে রিং করা, ডাটা ডিলিট করা ইত্যাদি এই ধরণের কাজ গুলো করতে পারবেন।
Google find my device app এর বৈশিষ্ট (features) গুলো
একটি মোবাইল হারিয়ে গেলে তখন আমাদের মাথায় সব থেকে আগেই যেই প্রশ্নটি চলে আসে সেটা হলো মোবাইলের নিরাপত্তা (security) নিয়ে।
মোবাইল lock করা ছিল কি না, সেখানে থাকা ডাটা বা ফাইল গুলো যদি অন্য ব্যক্তিরা পেয়ে যায় বা যদি মোবাইলটি কেও পেয়ে থাকে তাহলে সে আমাকে কিভাবে যোগাযোগ করবে।
এরকম অনেক প্রশ্ন আমাদের মাথায় চলতে থাকে যেগুলোর ওপরে নজর দিয়ে Google তার android device ব্যবহার করা user দের জন্য নিচে দেওয়া features গুলো এই অ্যাপ এর মধ্যে রেখেছেন।
১. Check your device’s location
সব থেকে প্রথম বৈশিষ্ট হলো location এর বিষয়ে জানার চেষ্টা করা।
মোবাইল চুরি হওয়ার পরে আপনারা নিজের মোবাইলের লোকেশন এর বিষয়ে জেনেনিতে পারবেন।
তবে এক্ষেত্রে, আপনার মোবাইলের GPS on করা থাকতে হবে, GPS এর মাধ্যমে location track করা সম্ভব।
আমরা যখন এই অ্যাপ ব্যবহার করে দেখেছি, তখন এর প্রত্যেক features গুলো সঠিক ভাবেই কাজ করেছে।
তবে, যখন মোবাইলের লোকেশন দেখার চেষ্টা করা হয়েছে তখন মোবাইলের একেবারে সঠিক বা নির্দিষ্ট জায়গা দেখানো হয়নি যদিও মোবাইলের আসে পাশের লোকেশন দেখিয়ে দিয়েছে।
তাই, এই অ্যাপ এর মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইলের লোকেশন অবশই জেনেনিতে পারবেন, তবে একেবারে সঠিক জায়গা জানতে পারবেননা।
২. Play Sound
অনেক সময় আমাদের মোবাইল আসে পাশেই কোথাও থাকে যদিও আমরা সেটাকে খুঁজে পাইনা।
তাই, এই সমস্যাটি দেখে Play sound এর feature এখানে যোগ করা হয়েছে।
Find my device সেবার মধ্যে login করার পর আপনারা মোবাইলের নামের পর নিচে সবচে প্রথমেই “play sound” এর অপসন দেখতে পাবেন।
যদি আপনি Play sound এর মধ্যে click করেন তাহলে আপনার মোবাইলে ৫ মিনিটের জন্য ringtone play হবে।
চিন্তা নেই, যদিওবা আপনার মোবাইল silent করা ছিল তাও জোরে ringtone বেজে উঠবে।
এতে, যদি আপনার মোবাইল আসে পাশে কোথাও থাকে তাহলে আপনি সাথে সাথে বুঝতে পারবেন।
৩. Secure Device
এখানে Secure Device নামের একটি অনেক দারুন feature দেওয়া হয়েছে।
এই feature এর মাধ্যমে আমরা আমাদের হারিয়ে যাওয়া android device টিকে lock করে দিতে পারি।
এতে, যদিওবা আপনার মোবাইলে screen lock দেওয়া ছিলোনা, তাও মোবাইলটি lock হয়ে যাবে এবং কোনো ব্যক্তি আপনার মোবাইলের ভেতরে প্রবেশ করতে পারবেননা।
এছাড়া, phone lock হওয়ার সাথে সাথে আপনার Google account logout করে দেওয়া হবে।
সাথে আপনি আপনি চাইলে, একটি মেসেজ বা মোবাইল নম্বর লক স্ক্রিনে ডিসপ্লে করে দেখাতে পারবেন।
এতে, যদি কেও আপনার সাথে যোগাযোগ করে মোবাইল ঘুরিয়ে দিতে চান, তাহলে সে স্ক্রিনে দেখানো মেসেজ বা মোবাইল নম্বর এর মাধ্যমে সেটা করতে পারবেন।
৪. Erase Device
যদি শেষে আপনি মনে করেন যে আপনার মোবাইল আপনি কোনো ভাবেই ঘুরিয়ে পাবেননা, তাহলে Erase Device ব্যবহার করে device এর মধ্যে থাকা প্রত্তেকদি ডাটা ডিলিট করতে পারবেন।
এরকম অনেক সময় হয়ে থাকে যে আমাদের মোবাইলে অনেক ব্যক্তিগত (personal) এবং জরুরি কিছু ডাটা বা ফাইল গুলো থাকে।
এবং, মোবাইল হারিয়ে গেলে বা চুরি হলে সেই ডাটা গুলো লিক (data leak) হওয়ার ভয় থাকে।
সেক্ষেত্রে, যদি আপনার android smartphone হারিয়েছে এবং আপনি সেটাকে খুঁজে পাচ্ছেননা,
তাহলে Google Find My Device এর মধ্যে থাকা Erase Device অপসন ব্যবহার করে মোবাইলে থাকা প্রত্যেকটি কনটেন্ট (content) ডিলিট করে দিতে পারবেন।
তবে মনে রাখবেন, একবার erase করার পর আপনি মোবাইলটি আর locate করতে পারবেননা।
Find My Device App কিভাবে ডাউনলোড করবেন ?
১. যেকোনো এন্ড্রয়েড মোবাইলের থেকে Google Play Store ওপেন করুন এবং “Find My Device” লিখে search করুন।
এবার আপনারা Google LLC তরফ থেকে থাকা অফিসিয়াল অ্যাপটি দেখতে পারবেন।
শেষে, Install বাটন এর মধ্যে click করে অ্যাপটি মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন।
২. আপনারা যদি কোনো অ্যাপ ছাড়া সরাসরি এই সেবা ব্যবহার করতে চাইছেন,
তাহলে সোজা গুগল সার্চ ইঞ্জিন এর মধ্যে গিয়ে Google Find My Phone লিখে সার্চ করুন।
আপনারা গুগলের find my phone পেজ দেখতে পারবেন।
৩. এছাড়া, সরাসরি https://www.google.com/android/find এই ওয়েবসাইটে গিয়ে নিজের জিমেইল একাউন্ট দিয়ে লগইন করেও কোনো অ্যাপ ছাড়া ওয়েব ব্রাউজার এর মধ্যে এই সেবা ব্যবহার করা যাবে।
মনে রাখবেন, প্রত্যেক ক্ষেত্রেই আপনাকে সেই একি জিমেইল একাউন্ট দিয়ে login করতে হবে যেটা হারিয়ে যাওয়া মোবাইলে ব্যবহার করা হয়েছিল।
আমাদের শেষ কথা,,
তাহলে বন্ধুরা, যদি আপনাদের এন্ড্রয়েড মোবাইল হারিয়ে গেছে বা মোবাইল চুরি হয়ে গেছে এক্ষেত্রে গুগলের এই ফাইন্ড ডিভাইস সেবা ব্যবহার করে মোবাইলের লোকেশন জানার চেষ্টা অবশই করতে পারবেন।
এছাড়া, মোবাইলের নিরাপত্তা নিয়ে প্রায় প্রচুর অন্যান্য অপসন গুলো রয়েছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন।
আমাদের আজকের আর্টিকেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আর্টিকেলটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন।
আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে, নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।
0 responses on "গুগল ফাইন্ড মাই ডিভাইস কি ? এর কাজ এবং বৈশিষ্ট গুলো কি কি"