• No products in the cart.

কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় | ফেসবুক পেজ খোলার নিয়ম

আজ যেকোনো ব্যক্তি, ব্যবসা বা কোম্পানি তার একটি ব্যক্তিগত ফেসবুক পেজ তৈরি করে শ্রোতাদের সাথে সংযুক্ত হওয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে নিজের জনপ্রিয়তা বৃদ্ধি করতে চান। আপনিও যদি একটি ফেসবুক পেজ খোলার নিয়ম জানতে চাইছেন, তাহলে সঠিক জায়গাতে চলে এসেছেন। কেননা, আজ আমরা জানবো কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় এবং প্রফেশনাল ভাবে ফেসবুক বিজনেস পেজ খোলার নিয়ম কি ?

একটি ফেসবুক পেজ তৈরি করার নিয়ম যদিও অনেক সোজা, তাও অনেকের প্রথম অবস্থায় সেটা বানাতে অসুবিধা হতে পারে।

তাই, আমি এই আর্টিকেলে ভালো করে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলবো যে আপনি কিভাবে নিজের একটি ফেসবুক পেজ খুলবেন।

আমরা আসলে ফেসবুকে একটি পেজ কেন বানাই ? আপনি অবশই জানেন হয়তো ? তাইনা ?

আসলে, আমরা আমাদের ফেসবুক একাউন্টে প্রায় ৫০০ বা বেশি ১০০০ পর্যন্ত বন্ধু বানাতে পারি।

কিন্তু, যদি আপনার একটি লোকাল বা অনলাইন ব্যবসা আছে, ব্লগ আছে বা ইউটিউবের চ্যানেল আছে,

তাহলে সেই ব্যবসা সোশ্যাল মিডিয়াতে প্রোমোট করার জন্য বা সীমাহীন লোকেদের সাথে আপনার ব্যবসা, শেয়ার করার জন্য, Facebook page সবচে লাভজনক এবং সহজ উপায়।

আপনার ফেসবুক পেজে সীমাহীন (unlimited) লোকেরা লাইক (like) করে আপনার ব্যবসার সাথে বা পেজের সাথে সংযুক্ত হতে পারবেন,

এবং আপনি আপনার পেজে যা যা আপডেট (update) দিবেন সেগুলি তারা নিজের Facebook account এ দেখতে পারবেন।

এর বাইরেও, আমরা সবাই জানি, ফেসবুক আজ সবচেয়ে বেশি প্রচলিত সোশ্যাল মিডিয়া (social media) ওয়েবসাইট।

এবং, ফেসবুক দ্বারা একটি পেজ বানিয়ে আমরা আমাদের ব্যবসার জন্য কাস্টমার বা ব্লগের জন্য ফ্রি ভিসিটর্স (visitors) এবং ট্রাফিক (traffic) পেয়ে যেতে পারি।

এটাই কারণ যে, আজ প্রত্যেকটি অনলাইন ব্যবসা, লোকাল ব্যবসা, blog বা ইউটিউবের চ্যানেলের একটি ফেসবুক পেজ রয়েছে।

যদি আপনার একটি, ব্লগ আছে বা লোকাল ব্যবসা আছে তাহলে দেরি করবেননা।

এখনি নিজের ফেসবুক একাউন্টের থেকে একটি পেজ বানিয়ে নিন এবং নিজের অনলাইন ব্যবসাকে পেজের মাধ্যমে বিখ্যাত করে নিন।

কিভাবে একটি ফেসবুক পেজ খুলতে হয় ? (পেজ খোলার নিয়ম)

ফেসবুকে একটি পেজ বানানোর জন্য সবচে আগে আপনার একটি ফেসবুক একাউন্ট থাকতে হবে।

আর, যদি আপনার Facebook account নেই, তাহলে আগে নিজের একটি একাউন্ট বানিয়ে নিন।

এখন, যাদের নিজের একটি Facebook account আগের থেকে আছে, তারা নিচে দেয়া স্টেপস গুলি ফলো করুন এবং নিজের একটি ফ্যান পেজ বানিয়ে নিন।

স্টেপ ১. Pages-এর অপশনে প্রবেশ করুন

সবচে আগেই, আপনি নিজের Facebook একাউন্টে লগইন করুন।

একাউন্টে লগইন করার পর, ওপরে ডানদিকে আপনি “menu icon” দেখতে পাবেন।

Menu icon-এর মধ্যে click করে pages-এর অপশনে click করুন।

স্টেপ ২. Create a page option

এখন আপনারা হাতের বাম দিকে কিছু অপশনস দেখতে পাবেন যেখানে “Pages” নামের একটি ট্যাব রয়েছে।

পেজের ট্যাবে নিচে আপনারা +Create New Page এর option দেখতে পাবেন যেখানে সরাসরি click করতে হবে।

স্টেপ ৩. Add details to page

এখন create a page নাম দিয়ে একটি পেজ চলে আসবে যেখানে আপনাকে নিজের নতুন ফেসবুক পেজের সাথে জড়িত তথ্য গুলো দিতে হবে।

যেমন, পেজের নাম, ক্যাটাগরি, বায়ো (bio) এবং সবটা দিয়ে নিচে থাকা “Create page” লিংকে ক্লিক করতে হবে।

Bio-এর অপশনে আপনাকে নিজের বিষয়ে বা তৈরি করা পেজের বা ব্যবসার বিষয়ে কিছুটা লিখতে হয়।

স্টেপ ৪. Finish setting up page

সাধারণ তথ্য গুলো দেওয়ার পর এবার আপনাকে কিছু অন্যান্য তথ্য গুলো দিতে হবে।

Contact details এর ভাগে আপনাকে আপনার website, phone number এবং email id দিতে হবে।

Location-এর ভাগে আপনাকে আপনার ঠিকানার বিষয়ে লিখতে হবে।

শেষে always open এর অপশন সিলেক্ট করে নিচে “Next” লিংকে click করুন।

স্টেপ ৫. Page / Profile picture

এখন, ফেসবুক আপনার পেজের জন্য আপনাকে একটি “profile picture” এবং “cover photo” দিতে বলবে।

হে, আপনি অবশই পরে একটি প্রোফাইলের ছবি দিতে পারবেন। কিন্তু, এখন দিয়ে দিলে আপনার কাজ অনেক সোজা হয়ে যাবে।

প্রোফাইল ছবি (profile image) দেয়ার জন্য আপনি “add profile picture” অপশনে ক্লিক করুন।

এতে, আপনার কম্পিউটারের ফোল্ডার (folder) খুলে যাবে এবং আপনি নিজের কম্পিউটার বা ল্যাপটপ থেকে একটি ছবি সিলেক্ট করতে পারবেন।

একি ভাবে পেজের কভার ফটো দেওয়ার জন্য “add cover photo” অপশনে ক্লিক করুন।

স্টেপ ৬. ফেসবুক পেজ তৈরি হয়ে গেছে

Congratulations, আপনার ফেসবুকের ফ্যান পেজ এখন তৈরি হয়ে গেছে।

আপনি, এখন লোকেদের নিজের পেজে লাইক (like) করার জন্য invite করতে পারেন এবং নিজের ব্লগ বা ইউটিউবের চ্যানেলে পেজের লিংক দিয়ে লোকেদের আপনার পেজের সাথে সংযোগ (connect) হতে বলতে পারেন।

ফেসবুক পেজ বানানোর পর কি করবেন ?

নিজের ফ্যান পেজ তৈরী করার পর আপনার কিছু সেটিং (setting) নিজের পেজে করতে হবে।

সবচে আগেই, আপনি ওপরে “add a short description” অপশনে গিয়ে নিজের পেজের ব্যাপারে কিছু ৩ থেকে ৪ লাইনে লিখুন।

এতে, জেকেও আপনার পেজের ব্যাপারে বুঝতে পারবে এবং দেখতেও অল্প প্রফেশনাল (professional) লাগে।

এর পর, নিচে “create post” অপশনে গিয়ে আপনি নিজের পেজে কিছু ইন্টারেষ্টিং (interesting) প্রথম পোস্ট লিখুন এবং পোস্ট করুন।

এতে, আপনার ফ্যান পেজে আশা নতুন লোকেরা আপনার ব্যবসা বা পেজের সাথে জড়িত কিছু নতুন জানতে বা দেখতে পাবেন।

শেষে,মনে রাখবেন আপনার পেজে যত বেশি লাইক (like) হবে ততোই বেশি আপনার ব্যবসা বা অনলাইন ব্যবসার ব্যাপারে লোকেরা জানবে।

এর বাইরে, পেজে অনেক লাইক থাকলে আপনি নিজের ব্লগ বা ইউটিউবের ভিডিওতে ফ্রীতে সোশ্যাল মিডিয়া ট্রাফিক (social media traffic) বা ভিসিটর্স নিজের পেজের মাধ্যমে পাঠাতে পারবেন।

তাই, Facebook page বানানোর পরেই, পেজের দান দিকে থাকা “search for friends to invite” বাক্সে নিজের বন্ধুদের নাম লিখে তাদের খুঁজে পেজ লাইক করার জন্য ইনভাইট করুন।

এতে, আপনি প্রথম অবস্থাতেই কিছু লাইক নিজের ফ্যান পেজে পেয়ে যাবেন।

তাহলে, বন্ধুরা আশাকরি আমি আপনাদের, “ফেসবুক বিজনেস পেজ খোলার নিয়ম” ভালোকরে বুঝিয়ে দিতে পেরেছি।

আপনি, ২ মিনিটেই নিজের ফ্রি ফ্যান পেজ তৈরি করে নিতে পারবেন। এর বাইরেও, আপনি যদি কোনো অসুবিধা পাচ্ছেন, তাহলে আমাকে নিচে কমেন্ট করুন।

আর্টিকেল, যদি ভালো লাগে তাহলে নিচে কমেন্ট কোরে আমাকে জানান এবং, নিজের বন্ধুদের সাথে শেয়ার অবশই করুন।

মোবাইল দিয়ে ফেসবুক পেজ খোলার নিয়ম
এমনিতে কম্পিউটার এবং মোবাইল দিয়ে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খোলার নিয়ম প্রায় একি।

কেননা, আপনাকে একি রকমের ধাপ (steps) গুলো অনুসরণ করে পেজ তৈরি করতে হয়।

তবে, আপনি যদি সরাসরি মোবাইল দিয়ে কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় এই বিষয়ে জেনেনিতে চাইছেন, তাহলে নিচে দেখুন।

স্টেপ ১.

মোবাইল দিয়ে ফেসবুক পেজ বানানোর জন্য আপনাকে Facebook app download করে সেখান থেকে ফেসবুকে লগইন করতে হবে।

স্টেপ ২.

ফেসবুকে লগইন হওয়ার পর ওপরে হাতের ডানদিকে আপনারা নিজের প্রোফাইল আইকন সহ মেনু আইকন দেখতে পাবেন।

সরাসরি সেই মেনু আইকনে ক্লিক করুন।

স্টেপ ৩.

এবার All shortcuts এর ট্যাবে আপনারা “Pages” নামের একটি লিংক দেখবেন যেখানে ক্লিক করতে হবে।

স্টেপ ৪.

Pages-এর মধ্যে click করার সাথে সাথে আপনারা ওপরে “+create” নামের একটি link দেখবেন যেখানে ক্লিক করতে হবে।

স্টেপ ৫.

এবার আপনারা “create your page” নামের একটি পেজ দেখতে পাবেন, এখন নিচের দিকে থাকা “Get started” লিখা অপশনটিতে ক্লিক করুন।

স্টেপ ৬.

এবার আপনাকে আপনার পেজ এর নাম, পেজ ক্যাটাগরি সিলেক্ট করে “create” বাটনে ক্লিক করতে হবে।

স্টেপ ৭.

Finish setting up your page নামে আরেকটি পেজ ওপেন হবে যেখানে আপনাকে আপনার Bio, contact details, location ইত্যাদি দিয়ে নিচে “Next” বাটনে ক্লিক করতে হবে।

স্টেপ ৮.

এবার আপনাকে আপনার পেজের জন্যে একটি profile image এবং cover image upload করতে বলা হবে।

তবে, চাইলে profile এবং cover image আপনি পরেও upload করতে পারবেন।

শেষে নিচে থাকা next বাটনে ক্লিক করুন।

স্টেপ ৯.

এই ধাপে আপনি চাইলে আপনার অন্যান্য ফেসবুক বন্ধুদের নিজের পেজে ইনভাইট করতে পারবেন।

বাস, এখন কিছু সেকেণ্ডের মধ্যে আপনার ফেসবুক পেজ তৈরি হয়ে যাবে।

0 responses on "কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় | ফেসবুক পেজ খোলার নিয়ম"

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

top
Technical Bangla ©  All rights reserved.