• No products in the cart.

এখন খুব সহজেই অনলাইনেই ভিডিও থেকে Watermark Remove করুন সম্পূর্ণ ফ্রীতে।

Video এর মধ্যে Watermark খুবই বিরক্তকর জিনিস তাই না !

অনেক সময় আমাদের অনেক ফুটেজ এর দরকার পরে, কিন্তু আমরা যখন সেই ফুটেজটি নিতে চাই তখন দেখা যায় যে সেই ফুটেজ এর মধ্যে Watermark একটি বড় বাধা ।

আমরা ছবির মধ্যে থেকে তো খুব সহজেই এই Watermark রিমুভ করে দেই ।

কিন্তু ভিডিও তে এটা অনেকটাই জটিল কাজ ।

অনেক অনেক সফওয়্যার আছে যেগুলো দিয়ে এই কাজ টা করা যেতে পারে ।

কিন্তু তার মধ্যে আমি বেশ কিছু সফটওয়্যার দেখেছি যেগুলো প্রিমিয়াম ।

আর বেশিরভাগ এই আপনার পিসি সফটওয়্যার।

তো আমি আমার কাজের জন্যে ভিডিও থেকে  Watermark সরাতে চাচ্ছিলাম ।

তাই অনেক ঘাটাঘাটি শুরু করি ।  কয়েকটা ট্রিক পেয়েছিলাম ।

কিন্তু আমি সর্টকাট প্রিয় মানুষ আমি এত কষ্ট করতে চাচ্ছিলাম না ।

Adobe Premiere Pro তে এত সময় ব্যয় আমার মত ছেলে আমি না । আমার বিরক্ত লাগে ।

তাই চিন্তা করলাম অনলাইন ভার্সন খুঁজব।

সেই ভাবনা থেকেই আর একটু রিসার্চ করে আমি এই সাইট এর খোঁজ পেয়ে যাই।

বিশ্বাস করেন আমার অনেক কাজে দিচ্ছে বর্তমানে ।

মাত্র কয়েক ক্লিকেই আমি আমার সমাধান পেয়ে গেছি ।

এখন আমার মনে হয় ভিডিও থেকে ছোট খাটো Watermark গুলো আপনি চাইলেই খুব সহজেই এই সাইট এর সাহায্যে রিমুভ করতে পারবেন ।

আচ্ছা চলুন তাহলে আমি আপনাদের এই সাইট কিভাবে ব্যবহার করতে হয় তা বুঝিয়ে দেয় । স্টেপ বাই স্টেপ ।

স্টেপ ১ : প্রথমে এখানে ক্লিক করে আমরা সাইটটি ওপেন করে নিব।

স্টেপ ২ : এবারে আমরা Remove Logo From Video তে ক্লিক করব ।

 

স্টেপ ৩ : এইখানে আমদের কে ভিডিও আপলোড এর অপশন দেওয়া হয়েছে দেখুন ।

আপনার যে ভিডিওতে Watermark আছে সেটা এইখানে আপলোড করেন ।

তারপর আপনি সম্পূর্ন কন্ট্রোল প্যানেল দেখতে পারবেন ।

এইখানে আপনি সুন্দর করে Watermark অংশটা সিলেক্ট করে দিন ।

স্ক্রিনশট গুলো ফলো করলেই বুঝতে পারবেন ।

স্টেপ ৪ : এবারে নিচের দিকের Save বাটনে ক্লিক করব।

Save বাটনে ক্লিক করার সাথে সাথেই ভিডিওটি সম্পূর্ণভাবে আপলোড হতে শুরু করবে.।

আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করবো।

সবকিছু হয়ে গেলে এবারে আমরা এখান থেকে ডাউনলোড করব ভিডিওটি।

কি চমকে গেলেন ? দেখছেন ! কত সুন্দর করে কাজটা হয়ে গেলো ।

ঘণ্টার কাজটা কয়েক মিনিটেই শেষ।

এখন আমার ক্ষেত্রে এই পদ্ধতিতে Watermark রিমুভ টা ভালই কাজ করছে ।

আসা করি অনেকের কাজে দিবে ।

আপনাদের কথা চিন্তা করেই পোস্ট টি শেয়ার করা । এর চেয়ে ভালো কোন টিপস অথবা ফ্রি টুল থাকলে কমেন্ট এ শেয়ার করতে পারেন ।

অনেকেই উপকৃত হবে ।

 

0 responses on "এখন খুব সহজেই অনলাইনেই ভিডিও থেকে Watermark Remove করুন সম্পূর্ণ ফ্রীতে।"

Leave a Reply

© Technial Bangla. All rights reserved. 2025