• No products in the cart.

এইবার PowerButton এর ব্যবহার ছাড়াই ৪ ভাবে স্ক্রীন অনঅফ করুন [রুট লাগবে না]

আমরা সবাই এখন এন্ড্রয়েড ফোন ব্যবহার করি,আর সবাই জানি যে এন্ড্রয়েড ফোন স্ক্রীন অন অফ করার জন্য রয়েছে একটি পাওয়ার বাটন,যার মাধ্যমে মূলত পাওয়ার অন অফ,ফোন বন্ধ,রিস্টার্ট সহ আরো অনেক কাজ করা যায়।কিন্তু পাওয়ার বাটনের অধিক ব্যবহারের ফলে এটি যেকোন সময় অকেজো হয়ে যেতে পারে,তাই আমাদের সবাইকে পাওয়ার বাটনকে রক্ষা করতে হবে।কিন্তু রক্ষা করবো কীভাবে?

 

কীভাবে পাওয়ার বাটনের ব্যবহার ছাড়াই স্ক্রীন অন কিংবা অফ করবো??
চিন্তার দরকার নেই,আজ এমন একটি এপ নিয়ে এলাম এর মাধ্যমে আপনি ৪ ভাবে পাওয়ার অন অফ করতে পারবেন তাও আবার পাওয়ার বাটনের ব্যবহার ছাড়াই।

 

এপটির নাম হলঃSMART Screen On Off.এর মাধ্যমে আপনি ৪ ভাবে আপনার এন্ড্রয়েড ফোনের পাওয়ার বাটন ছাড়ায় স্ক্রীন অন কিংবা অফ করতে পারবেন।

১)ঝাকি দেয়ার মাধ্যমে স্ক্রীন অন কিংবা অফ করতে পারবেন।

২)Proximity Sensor এর মাধ্যমে স্ক্রীন অফ করতে পারবেন,প্রক্সিমিটি সেন্সর ফ্রন্ট ক্যামেরার এর আশেপাশেই থাকে।

৩)পকেটে ঢুকালে অফ হবে আবার বের করলে অন হবে।

৪)ফ্লীপ কভারের মাধ্যমেও অন অফ করতে পারবেন।

উপরোক্ত ৪ ভাবে আপনি আপনার ফোনের স্ক্রীন অন অফ করতে পারবেন তাও আবার একটি এপের মাধ্যমে।তো দেরী কেন????

 

এখুনি নিচ থেকে এপটি নামিয়ে এখুনি আপনার পাওয়ার বাটনকে বাচিয়ে রাখুন

App Name:Smart Screen On Off

0 responses on "এইবার PowerButton এর ব্যবহার ছাড়াই ৪ ভাবে স্ক্রীন অনঅফ করুন [রুট লাগবে না]"

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

top
Technical Bangla ©  All rights reserved.