• No products in the cart.

আপনার ফোনের Mic কে পিসির Mic হিসেবে ব্যবহার করুন!

Hello World!

কি অবস্থা সবার? অনেক দিন পর আবারো হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে।

এই পোস্টটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে আপনি আপনার হাতের ফোনটির মাইককে আপনার পিসির মাইক হিসেবে ব্যবহার করতে পারবেন।

আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হোন এবং আপনার পিসিতে মাইক না থাকে বা ধরেন গেম খেলছেন কোনো অনলাইন কিংবা পিসি দিয়ে কারো সাথে অডিও কল এ কথা বলতে চাচ্ছেন যেকোনো দরকারেই হোক এই এপটি আপনার ২০০% কাজে দিবেই।

এর জন্যে আমাদের যা যা লাগবে :

(১) একটি Android Device
(২) একটি উইন্ডোস দেওয়া পিসি
(৩) একই ওয়াইফাই কানেক্টেড বা লোকাল নেটওয়ার্ক এ কানেক্টেড থাকা উপোরোক্ত ডিভাইসগুলি।
(৪) একটি App যার নাম : WO Mic

 

কিভাবে কি করবেন?

প্রথমে দুটি App ডাউনলোড করে ইন্সটল করে নিন। এরপর এপ দুটি open করে নিন দুটি ডিভাইসেই।

(১) আপনি Wire ও wireless দুইভাবেই connect করতে পারবেন । usb দিয়ে কানেক্ট করলে better performance পাবেন। তবে wirelessly connect করলে যদি দুটি device এর দুরত্ব এবং রাউটার এর দুরত্ব কাছাকাছি হয় তবে ভালো latency পাবেন।

(২) App এ ঢুকে উপরের Start icon এ ক্লিক করলেই App চালু হয়ে যাবে এবং একইসাথে pc তেও womic app টি open করে connection এ ক্লিক করে connect এ ক্লিক করে দিন।

(৩) আপনি চাইলে Bluetooth, usb, wifi এবং wifi direct এর মাধ্যমে আপনার ডিভাইসগুলোকে connect করতে পারবেন।

(৪) যদি wifi দিয়ে কানেক্ট করতে চান তাহলে আপনার আপনার ফোনের Wifi setting এ গেলে আপনার ip টা পেয়ে যাবেন। সেটা pc এর app এ copy paste করে দিয়ে connect এ ক্লিক করলেই কানেক্ট হয়ে যাবে।

(৫) ভালোভাবে খেয়াল রাখবেন আপনার ফোনের এপটির সেটিং এ Transport option এ usb না bluetooth না wifi/wifi direct select করা।

দুটো ডিভাইসেই একই transport select করতে হবে। তাহলেই কানেক্ট হবে। না হলে কানেক্ট হবে না।

(৬) আপনি চাইলে rear mic বা front mic এমনকি headphone বা earphone লাগানো থাকলে সেটার mic ও ব্যবহার করতে পারবেন।

(৭) Call Audio mute ও করে রাখতে পারবেন।

(৮) mic এর volume phone দিয়েই up down মানে বাড়াতে কমাতে পারবেন।

(৯) আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হোন এবং আপনার পিসিতে মাইক না থাকে বা ধরেন গেম খেলছেন কোনো অনলাইন কিংবা পিসি দিয়ে কারো সাথে অডিও কল এ কথা বলতে চাচ্ছেন যেকোনো দরকারেই হোক এই এপটি আপনার ২০০% কাজে দিবেই

(১০) একেবারে সত্যিকার মাইক্রোফোনের মতোই যেকোনো প্রোগ্রামে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই।

(১১) আর এটার ল্যাগও খুবই কম। একেবারে খুবই কম।

(১২) আর এটা ব্যবহার করাও অনেক সহজ। একেবারে one click এ use করতে পারবেন।

(১৩) আপনার পিসি reboot এর সাথে সাথে app টি auto reconnect হয়ে যাবে এই ফিচারও রয়েছে।

(১৪) 48000 sampling rate রয়েছে আর তার সাথে 16 bite per sample এবং mono channel ও রয়েছে।

নিচে Screenshots দিয়ে দিচ্ছি দেখে নিবেন :

 

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
দেখা হবে পরের কোনো পোস্টে।
ততক্ষনের জন্যে সাথেই থাকুন।
ধন্যবাদ।

0 responses on "আপনার ফোনের Mic কে পিসির Mic হিসেবে ব্যবহার করুন!"

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

top
Technical Bangla ©  All rights reserved.