আধার কার্ড ডাউনলোড প্রক্রিয়া : ভারতে পরিচয় পত্র হিসেবে আধার কার্ড (Aadhaar card) এর ব্যবহার অনেক বেশি পরিমানে করা হচ্ছে।
এবং, প্রায় প্রত্যেক দিন নতুন নতুন আধার কার্ড তৈরির/এপ্লাই করার আবেদন, সাধারণ জন সাধারণের তরফ থেকে করা হচ্ছে।
এই কারণে, Aadhaar card apply করার পর প্রায় অনেকটা সময় আমাদের অপেখ্যা করতে হয় এবং তার পর aadhaar application এ দেয়া আমাদের ঠিকানাতে আধারের অরিজিনাল কার্ড পাঠিয়ে দেয়া হয়।
তবে, কার্ড আপনার ঘরে by post বা by courier এর মাধ্যমে আসতে আসতে অনেকটা সময় লাগতেই পারে।
কিন্তু, আপনারা কি জানেন, আধার কার্ডের জন্য সঠিক ভাবে এপ্লাই করার কেবল প্রায় ১৫ দিন পর, “uidai.gov.in” ওয়েবসাইটের মাধ্যমে আপনার আধার কার্ডের ডিজিটাল কপি ডাউনলোড করে নিতে পারবেন ?
জানেন তাই তো ?
প্রায় ১৫ দিন অপেখ্যা করার পর, আপনি সোজা “uidai.gov.in” ওয়েবসাইটটিতে গিয়ে নিজের আধার কার্ডের স্টেটাস চেক (aadhar card status check) করে নিতে পারবেন।
যদি, আপনার কার্ড তৈরি হয়ে গেছে, তাহলে আপনাকে আধার কার্ড ডাউনলোড করার লিংক দিয়ে দেয়া হবে।
এবং, যদি আপনার কার্ড এখনো তৈরি হয়নি, তাহলে “Your enrollment is in process” বলে লিখা আপনারা দেখতে পাবেন।
এই ক্ষেত্রে, আরো কিছু দিন পর আধার স্টেটাসটি আবার চেক করে দেখতে হবে।
তাহলে চলুন, নিচে আমরা সবচেয়ে আগে “আধার কার্ড কি“, “কিভাবে নতুন আধার কার্ড চেক করবেন” এবং তারপর “আধার কার্ড কিভাবে ডাউনলোড করবেন” সেই বিষয়ে জেনেনেই।
আধার কার্ড কি ? (What Is Aadhaar Card)
ব্যাঙ্ক একাউন্ট খোলার সময় হোক, SIM card এর জন্য বা যেকোনো অন্য এপ্লিকেশন বা ফর্ম ফিলাপ করার সময় হোক, আমাদের পরিচয় পত্র এবং ঠিকানার প্রমান হিসেবে আমরা “Pan card”, “Voters ID”, “Driving licence” এবং আরো অন্যান্য কাগজ পত্র (documents) ব্যবহার করি।
কেননা, এই PAN card, voters id card, driving licence এবং এই ধরণের ডকুমেন্ট গুলিত সরকার দ্বারা তৈরি এবং এতে একজন ব্যাক্তির নাম, ঠিকানা এবং ছবি দেয়া থাকে।
ফলে, এই ধরণের কার্ড বা ডকুমেন্ট গুলিকে একটি বৈধ পরিচয় পত্র (valid identity proof) হিসেবে ব্যবহার করা সম্ভব।
এখন, এরকম আরো এক ধরণের কার্ড রয়েছে যেটা ভারত সরকার দ্বারা তৈরি করা হয় এবং প্রত্যেক ভারতীয় এই কার্ডের জন্য এপ্লাই করতে পারবেন।
এই কার্ড টির নাম হলো “আধার কার্ড (Aadhaar card)”.
এবং, আধার কার্ড আপনি পরিচয় পত্র এবং ঠিকানা পত্র দুটো ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন।
কারণ, আধার কার্ডে আপনার ফটো (photo), পরিচয় এবং ঠিকানা সবটাই দেয়া থাকবে।
আধার কার্ডের মানে সহজ ভাবে বুঝে নিন
Aadhaar card হলো একটি ১২ সংখ্যার “unique identification number”, যেটা ভারত সরকার দ্বারা ভারতের জনসাধারণের জন্য জারি করা হয়।
এর মাধ্যমে, ভারতের প্রত্যেক ব্যক্তি নিজের জন্য সরকার দ্বারা জারি করা একটি সরকারি পরিচয় পত্র পেয়ে যেতে পারেন।
এই ১২ টি সংখ্যার “unique identification number” টি জারি করা হয় “Unique Identification Authority of India” র দ্বারা যে, “Government of India” র হয়ে এই কাজ করছে।
ভারতের যেকোনো জায়গায়, আপনার এই ১২ টি আধার সংখ্যা আপনার identity এবং address proof হিসেবে কাজ করবে।
ভারত সরকার দ্বারা জারি করা এই আধার কার্ড আপনারা “India post” এর দ্বারা বা UIDAI ওয়েবসাইট থেকে “e-aadhaar download” হিসেবে পেয়ে যেতে পারবেন।
যেকোনো ভারতীয় নাগরিক কিছু জরুরি নথি পত্র (documents) দিয়ে, এই আধার কার্ডের জন্য এপ্লাই করতে পারবেন।
আধার কার্ড তৈরির সময় একজন ব্যাক্তির ব্যাপারে সব রকমের জরুরি তথ্য নিয়ে নেওয়া হয়।
যেমন,
নাম, ঠিকানা, ব্যাক্তির ছবি (photo), আঙুলের ছাপ (finger print), চোখের স্ক্যান (Retina scan), যোগাযোগের জন্য মোবাইল নম্বর এবং ইমেইল আইডি।
তাহলে বুঝলেন তো, “আধার কার্ড মানে কি” ?
নতুন আধার কার্ড স্টেটাস কিভাবে চেক করবেন ?
যদি আপনি আধার কার্ডের জন্য এপ্লাই (apply) করেছেন এবং ফর্ম জমা দেওয়ার ১০-১৫ দিন সময় পার হয়ে গেছে, তাহলে UIDAI ওয়েবসাইটে গিয়ে “aadhaar status check” করতে পারবেন।
নিচে দেয়া স্টেপ গুলি ব্যবহার করে নিজের আধারের স্টেটাস চেক করতে পারবেন।
স্টেপ ১.
আধার স্টেটাস চেক করার জন্য আপনার কাছে থাকতে হবে আপনার “Enrollment no বা ID এবং date & time”.
আধার তৈরি করার সময় একেবারে শেষে আপনাকে একটি acknowledgement slip দেয়া হয়েছিল।
এবং, সেই acknowledgement slip টির একেবারে ওপরের ভাগে আপনারা নিজের “enrollment number এবং application date & time পেয়ে যাবেন।
স্টেপ ২.
এখন, আপনার যেতে হবে UIDAI র “check aadhaar status” লিংকে।
স্টেপ ৩.
এখন ওপরে ছবিতে আপনারা দেখতেই পারছেন, আপনার থেকে DIDAI র ওয়েবসাইটে প্রথমেই আপনার “Enrollment ID / No.” এবং “application date & time” দিতে বলা হবে।
তারপর, নিচে captcha verification code লিখে “Check status” বটনে (button) ক্লিক করতে হবে।
স্টেপ ৪.
এখন আপনাকে আপনার আধারের স্টেটাস দেখিয়ে দেয়া হবে।
“Your enrollment is in process” মানে হলো যে “আপনার আধার তৈরির প্রক্রিয়া এখনো চলছে এবং সম্পূর্ণ হয়নি।
তবে, যদি আপনার আধার কার্ড সম্পূর্ণ রূপে তৈরি হয়ে গেছে, তাহলে আপনাকে “Your aadhaar is generated” বলে দেখিয়ে দেয়া হবে।
তাহলে বন্ধুরা, যদি আপনারা কিছু দিন আগেই আধার এর জন্য আপ্লাই করেছিলেন, তাহলে এভাবে UIDAI ওয়েবসাইটে গিয়ে enrollment ID ব্যবহার করে, নিজের নতুন আধার কার্ডের স্টেটাস চেক করে নিতে পারবেন।
চলুন এখন জেনেনি, কিভাবে আধার কার্ড ডাউনলোড করবেন।
আধার কার্ড ডাউনলোড প্রক্রিয়া বাংলাতে (Download Aadhaar)
আধার কার্ড স্টেটাস চেকিং করার প্রক্রিয়া জানার পর, এখন যদি আপনার আধার তৈরি হয়ে রয়েছে তাহলে “online e-aadhaar download” করার প্রক্রিয়া আমরা নিচে জেনে নিবো।
স্টেপ ১.
সবচেয়ে আগে আপনার যেতে হবে “aadhaar download link” এ.
ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা নিচে “Download aadhaar” এর একটি option এবং link দেখবেন।
ওপরে ছবিতে আপনারা স্পষ্ট ভাবে দেখতেই পারছেন।
এখন সোজা সেই লিংক বা অপশনে ক্লিক করুন।
স্টেপ ২.
এখন পরের পাতায়, আপনার এখানে কিছু তথ্য দিয়ে দিতে হবে।
ওপরের সর্ব প্রথম অপশনে আপনি “Enrolment ID” তে ক্লিক / সিলেক্ট করে নিন।
তারপর নিচের বাক্সে “enrolment ID এবং application date & time” দিয়ে দিতে হবে।
Note: আপনি আধার এর জন্য এপ্লাই করার সময়, শেষে আপনাকে একটি acknowledgment slip দেওয়া হয়েছিল।
সেই, acknowledgment slip টির একেবারে ওপরের ভাগে “enrollment number এবং application date & time” দেওয়া থাকবে।
সেটাই ব্যবহার করতে হবে এখানে।
এখন নিচে, Captcha verification বাক্সে captcha code লিখে “send OTP” বটনে ক্লিক করতে হবে।
স্টেপ ৩.
এখন, আপনার আধারের সাথে সংযুক্ত (connected) মোবাইল নাম্বারে একটি verification code যাবে।
এবং, সেই verification code টি ওপরে “ENTER OTP” বাক্সে লিখে দিতে হবে।
তারপর, নিচে দুটি প্রশ্ন আপনাকে করা হবে, যেগুলির উত্তর আপনাকে বেছে নিতে হবে।
প্রশ্ন দুটি পড়ে তাদের উত্তর বাছাই করার পর, নিচে “Verify and download” বটনে আপনার ক্লিক করতে হবে।
স্টেপ ৪.
সঠিক কোড দিয়ে ভেরিফাই হওয়ার পর, এখন আপনার ই-আধার ফাইল ডাউনলোড হয়ে যাবে।
স্টেপ ৫.
তবে মনে রাখবেন, ডাউনলোড হওয়া e-aadhaar card খোলার জন্য আপনার একটি পাসওয়ার্ড (password) ব্যবহার করতে হবে।
আধার কার্ড খোলার পাসওয়ার্ড হলো “আপনার নামের প্রথম ৪ টি অক্ষর এবং তারপর আপনার জন্মের সাল।
উদাহরণ হিসেবে,
যদি আমার নাম BIPUL SHUTRADHAR এবং আমার জন্ম 1991 সালে, তাহলে আমার আধারের পাসওয়ার্ড হবে, “BIPU1991“.
এবং তারপর আপনার আধার কার্ড ওপেন হয়ে যাবে।
মনে রাখবেন, ই-আধার (e-aadhaar) ডাউনলোড করার পর যতবার আপনি সেই ফাইল (file) খোলার চেষ্টা করবেন, ততবার আপনাকে আপনার আধার পাসওয়ার্ড দিতে হবে।
আমাদের শেষ কথা,
তাহলে বন্ধুরা, আপনারা আজকে শিখলেন আধার কার্ড কি (What Is Aadhaar Card in Bangla), নতুন আধার কার্ড স্টেটাস চেক কিভাবে করবেন এবং কিভাবে ডাউনলোড করবেন নিজের ই-আধার কার্ড।
এছাড়া যদি আধার কার্ড নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা সমস্যা রয়েছে, তাহলে নিচে আমাকে কমেন্ট করে জানিয়ে দিন।
যতটা সম্ভব আমি সাহায্য করবো।
0 responses on "আধার কার্ড ডাউনলোড কিভাবে করবেন ? (Download Aadhaar)"