আপনি যদি কম্পিউটার ব্যবহারকারী হন তাহলে অবশ্যই আউটপুট ডিভাইস এই নামটি শুনেছেন। আরেকটু সহজ করে বললে আপনারা ভালো বুঝতে পারবেন আপনারা কিন্তু প্রত্যেকেই , monitor, printer, speaker এগুলো দেখেছেন। তো এই ডিভাইসগুলোয় হচ্ছে output device ।
তো আপনারা output device সম্পর্কে যদি কিছু না জানেন তাহলে এই আর্টিকেলটি সম্পন্ন পড়ুন তাহলে আপনারা out device কি ? আউটপুট ডিভাইস এর উদাহরণ ? আউটপুট ডিভাইস এর কাজ কি এ সমস্ত বিষয়গুলো জানতে পারবেন। চলুন তাহলে বেশি কথা না বলে আউটপুট ডিভাইস বলতে কি বুঝ য় এই বিষয়টি জেনে নেই।
আউটপুট ডিভাইস কাকে বলে (what is output device in Bangla) :
ব্যবহারকারীরা যখন কম্পিউটারকে কোন নির্দেশাবলী দেয় কম্পিউটারের সিপিইউ সেটা প্রসেসিং করে যে ডিভাইসের মাধ্যমে আউটপুট প্রদর্শন করা হয় তাকে আউটপুট ডিভাইস বলে।
উদাহরণস্বরূপ keyboard হচ্ছে একটি ইনপুট ডিভাইস । তো আপনি কি বোর্ডের কোন কিছু টাইপ করলেন । এই নির্দেশনাটি আগে কম্পিউটারের সিপিইউ (CPU) এর কাছে যাবে । Cpu সেটা প্রসেসিং করে আউটপুট ডিভাইসে (যেমন, মনিটর, প্রজেক্টর ) সেখানে output প্রদর্শন করে।
আউটপুট ডিভাইস এর সংজ্ঞা । আউটপুট ডিভাইস কি :
Output device হল এমন এক ধরনের হার্ডওয়ার ডিভাইস যেখানে ব্যবহারকারীর নির্দেশাবলী গুলি প্রদর্শন করা হয় অর্থাৎ আউটপুট ডিভাইসের কাজ হলো আমাদের নির্দেশাবলী গুলি বাইরে বের করা অর্থাৎ output প্রদান করা।
আউটপুট ডিভাইস এর উদাহরণ :
আউটপুট ডিভাইস গুলি হল
• printer
• monitor
• speaker ইত্যাদি।
১০ টি আউটপুট ডিভাইসের নাম :
• monitor
• printer
• headphone
• computer speaker
• projector
• GPS
• sound card
• video card
• Plotter
• Refreshable braille display
আউটপুট ডিভাইস কত প্রকার কি কি (types of output device in Bengali) :
তো চলুন এবার আউটপুট ডিভাইস এর প্রকার সমূহ গুলো আলোচনা করি । Output device মূলত দুই প্রকার।
1. Soft copy output device :
আমরা মনিটরের স্ক্রিনে যে output দেখতে পাই সেটাই হচ্ছে সফট কপি আউটপুট। সহজ ভাষায় সফট কপি আউটপুট ডিভাইস বলতে বোঝায় digital document file যেগুলো প্রিন্টেড (printed) হয়না মনিটরের স্ক্রিনে দেখা যায়।
2. Hard copy output device :
পেপার বা কাগজের উপর প্রিন্ট করে যে আউটপুট পায় তাকে hard copy output বলে। যেমন খবরের কাগজ ,বই ইত্যাদি । হার্ডকপি আউটপুটকে স্পর্শ করা যায় এবং বহন করা যায়।
আউটপুট ডিভাইস এর কাজ কি ?
আউটপুট ডিভাইস এর মূল কাজ হল ব্যবহারকারী কে output দেখানো। আমরা জানি ইনপুট ডিভাইস কম্পিউটারকে নির্দেশনা দেয় আর output device এ সেই নির্দেশনাবলী গুলি visual response (monitor) বা speaker এর মাধ্যমে আউটপুট পায় অর্থাৎ আউটপুট ডিভাইস হলো এক hardware component যেটি কম্পিউটার থেকে information নিয়ে আউটপুট দেয়। এই ডিভাইসের মাধ্যমে আমরা text, audio, video, graphics এর মাধ্যমে আউটপুট পায়।
আশা করি আজকের আর্টিকেল থেকে আপনারা আউটপুট ডিভাইস বলতে কি বুঝা য় (output device kake bole) | আউটপুট ডিভাইস এর প্রকারভেদ | আউটপুট ডিভাইস এর মূল কাজ কি এসমস্ত বিষয়গুলো বুঝতে পারলে না।
Output device কাকে বলে এই নিয়ে এই আর্টিকেলটি কেমন লাগলো অবশ্যই আপনারা নিচে থাকা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন ধন্যবাদ।
So nice and thank you so much for this article