বন্ধুরা, আমরা আমাদের মোবাইল বা কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে যেকোনো বিষয়ে সার্চ করার করার জন্য আমরা “Google search” বা “YouTube” এর ব্যবহার করে থাকি।
তবে, এই সার্চ ইঞ্জিন গুলোতে আমরা অনেক সময় অনেক পার্সোনাল (personal) সার্চ করে থাকি, যেগুলোর বিষয়ে অন্যদের জানানোটা আমরা পছন্দ করিনা।
এমনিতে, আপনার কম্পিউটার বা মোবাইল যদি অন্যরা ব্যবহার করেনা,
তাহলে তেমন একটি ভাবার বিষয় নেই।
কিন্তু, যদি আপনার মোবাইল বা কম্পিউটার অন্যরাও ব্যবহার করে থাকে,
তাহলে কিন্তু, নিজের YouTube বা Google এর মধ্যে আপনি কি কি সার্চ করেছেন, সেই হিস্ট্রি কিন্তু অবশই ডিলিট করাটা জরুরি।
নাহলে, জেকেও জেনে নিতে পারবেন যে আপনি ইন্টারনেটের মধ্যে কোন কোন বিষয়ে সার্চ করে থাকেন।
তাই, আজকের এই simple article টিতে, আমরা জেনেনিব,
“কিভাবে ইউটিউব এবং গুগল সার্চ হিস্ট্রি ডিলিট করতে হয়”.
(How To Delete YouTube Search History in Bangla).
মন দিবেন, আজকের আর্টিকেল টিতে আমি আপনাদের কেবল গুগল সার্চ হিস্ট্রি ডিলিট করার নিয়ম বলবোনা।
তবে, তার সাথে আপনারা ইউটিউবের সার্চ হিস্ট্রি ডিলিট করার উপায় ও জেনে যাবেন।
মোবাইল থেকে গুগল সার্চ হিস্ট্রি কিভাবে ডিলিট করবেন ?
দেখুন, মোবাইল এবং কম্পিউটার দুটোতেই গুগল এবং YouTube search history delete করার প্রক্রিয়া সম্পূর্ণ একি।
তবে, আপনার যেটা ব্যবহার করে স্টেপস গুলো করতে সুবিধা হয়, সেটাই ব্যবহার করুন।
স্টেপ ১. সবচে আগে নিজের মোবাইল এর মধ্যে একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করুন।
স্টেপ ২. এবার, ব্রাউজারের মধ্যে myaccount.google.com লিখে link টিতে চলে যান।
স্টেপ ৩. এখন, যদি আপনার গুগল একাউন্ট মোবাইলে লগইন করা আছে, তাহলে আপনারা নিজের গুগল একাউন্ট এর সাথে জড়িত বিভিন্ন সেটিংস (settings) দেখতে পাবেন।
স্টেপ ৪. এবার, প্রথমেই আপনারা “privacy & personalization” এর option দেখতে পাবেন। এই অপশনে ক্লিক করুন।
স্টেপ ৫. অপশনটিতে ক্লিক করার পর আপনারা “data & personalization” পেজে চলে যাবেন এবং যেখানে “activity control” এর option দেখতে পাবেন।
স্টেপ ৬. এবার, “activity control” লেখার নিচে থাকা “manage your activity control” লিংকে ক্লিক করুন।
স্টেপ ৭. এখন, activity control পেজের মধ্যে থাকা “web & app activity” অপশনের নিচে “manage activity” অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ ৮. এবার, “web & app activity” পেজের মধ্যে আপনারা “delete” অপসন দেখতে পারবেন। ডিলিট বাটনে ক্লিক করে আপনারা নিজের মোবাইলে করা প্রত্যেকটি ক্রিয়াকলাপ, যেমন ওয়েব সার্চ ইত্যাদি ডিলিট করে দিতে পারবেন।
ওপরের প্রক্রিয়ার মাধ্যমে আপনারা নিজের মোবাইল থেকে গুগল সার্চ হিস্ট্রি মুছে দিতে পারবেন। কিন্তু এখনো আমাদের ইউটিউবে করা সার্চ এর হিস্ট্রি কিন্তু ডিলিট হয়নি।
ইউটিউব হিস্ট্রি মুছে দেওয়ার জন্য আপনার যেতে হবে,
Activity controls page >> YouTube history >> Manage activity >> Delete
তাহলে বুঝলেন তো, মোবাইল এর মাধ্যমে গুগল সার্চ এবং ইউটিউবে সার্চ করা তথ্যের হিস্ট্রি কিভাবে মুছে ফেলতে হয়।
কম্পিউটারের মাধ্যমে গুগল এবং ইউটিউব সার্চ হিস্ট্রি ডিলিট
এবার চলুন, নিচে আমরা জেনেনেই, কম্পিউটারের মাধ্যমে কিভাবে গুগল সার্চ এবং ইউটিউবের সার্চ হিস্ট্রি ডিলিট করতে হয়।
স্টেপ ১. সবচে প্রথমে নিজের কম্পিউটারে যেকোনো একটি web browser ওপেন করুন।
এবার, ওয়েব ব্রাউজারে myaccount.google.com লিখে সেই লিংকে চলে যান।
স্টেপ ২. এখন আপনারা আপনাকে গুগল একাউন্ট এর সাথে জড়িত প্রত্যেকটি settings দেখতে পাবেন।
এবার, হাতের বাম দিকে থাকা “Data & personalization” অপশনে click করুন।
স্টেপ ৩. এখন আপনারা “Activity controls” এর একটি অপসন দেখতে পাবেন যার নিচে “manage your activity controls” লিখা থাকবে।
সোজা সেই “manage activity control” এর অপশনে ক্লিক করুন।
স্টেপ ৪. এবার আপনারা activity controls এর page দেখতে পাবেন যেখানে থাকা “web & app activity” এবং “YouTube history” অপশনের নিচে থাকা “manage activity” লিংকে একে একে ক্লিক করে গিয়ে “Delete” অপশনে ক্লিক করতে হবে।
তবে, delete লিংকে click করার পর আপনাদের জিগেশ করা হবে যে,
“আপনারা কতটুকু সময়ের সার্চ হিস্ট্রি ডিলিট করতে চাচ্ছেন ?”.
মানে, সম্পূর্ণ সার্চ হিস্ট্রি ডিলিট করতে চাচ্ছেন নাকি কিছু ঘন্টার নাকি গত কিছু দিনের ?
আপনি নিজের প্রয়োজন হিসেবে history duration select করে নিন।
এভাবে আপনারা নিজের গুগল একাউন্ট থেকে করা প্রত্যেকটি সার্চ এর হিস্ট্রি ডিলিট করে দিতে পারবেন।
এতে, অন্য কেও গুগল বা ইউটিউবে আপনার সার্চ করা search query বা keyword এর তথ্য জেনেনিতে পারবেননা।
তাহলে কমেন্ট করে বলবেন, আজকের আমাদের আর্টিকেল “How to delete Google search history in Bangla” আপনাদের কিরকম লেগেছে।
0 responses on "YouTube এবং Google সার্চ হিস্ট্রি ডিলিট কিভাবে করবেন ?"