Samsung galaxy M30s রিভিউ – আমাদের মধ্যে অনেকেই রয়েছে, যারা স্যামসাং কোম্পানির মোবাইল অনেক ভালো পান। এবং, কিছু দিন আগেই স্যামসাং মোবাইলের অনেক ভালো ভালো মডেল অনেক কম দামে মার্কেটে ছাড়া হয়েছিল। যেমন, Samsung galaxy M10 series, Samsung M20 series এবং Samsung M30 series.
২০১৯ এর সেপ্টেম্বর মাসের ১৮ তারিখে ভারতে লঞ্চ (launch) হয়েছে, সবথেকে বেশি প্রতীক্ষিত (awaited) স্যামসাং এর মডেল “Samsung galaxy M30s Smartphone“.
কিন্তু, কেন স্যামসাং গ্যালাক্সির এই মডেল লোকেদের মধ্যে অনেক প্রচলিত এবং জনপ্রিয় হয়ে উঠেছে ? কেন স্যামসাং এর এই মোবাইল আপনার কেনা দরকার ? সবটাই আমি নিচে আপনাদের বলবো।
তবে এটা আগেই জেনে রাখুন, এর আগে এতো কম দামে Samsung company র এতো বেশি ও ভালো ফীচার (features) থাকা মোবাইল কখনো দেয়া হয়নি।
স্যামসাং এর এই হ্যান্ডসেট (handset) অন্য সব কোম্পানির দামি দামি মোবাইল গুলির থেকে দামে ও কামে এগিয়ে রয়েছে।
তাহলে, এই আর্টিকেলে আমরা Samsung M30s মোবাইলের রিভিউ করবো এবং এই মডেলের features এবং specifications কি কি, এর ব্যাপারে সবটাই জেনেনিব।
স্যামসাং গ্যালাক্সি M30s মোবাইলের রিভিউ (Review) বাংলাতে
স্যামসাং গ্যালাক্সি এম ৩০ এস মোবাইলের রিভিউটিতে আমি যা যা বলবো, সবটাই Samsung এর official website এ যা যা বলা হয়েছে সেই হিসাবেই বলবো।
তবে, আপনারা চাইলে সোজা “samsung.com/galaxy-m/m30s” ওয়েবসাইটে গিয়ে এই মোবাইলের অফিসিয়াল রিভিউ জেনেনিতে পারবেন।
ওপরে ছবিতে আপনারা দেখতেই পারছেন, স্মার্টফোনটির দুটি ভার্সন (version) রয়েছে।
- ৪ x ৬৪ জিবি – এর দাম Rs.১৩,৯৯৯/- (ভারতে)
- ৬ x ১২৮ জিবি – এর দাম Rs.১৬,৯৯৯/- (ভারতে)
তবে, অন্য অন্য দেশে স্যামসাং গ্যালাক্সির এর মডেলের দাম জানার জন্য আপনারা নিজেদের দেশে থাকা অনলাইন শপিং ওয়েবসাইট গুলিতে গিয়ে যাচাই করতে পারেন।
তাছাড়া, Samsung এর official website এ গিয়েও বিভিন্ন দেশে এর নির্ধারিত দাম জেনেনিতে পারবেন।
Samsung Galaxy M30s features & specifications in Bangal
সবচে আগেই আমরা কথা বলবো মোবাইল টির ক্যামেরা কোয়ালিটির (camera quality) ওপরে।
Camera features
কেবল ১৩,৯৯/- দামে আপনারা পাবেন ৪৮ মেগাপিক্সেল ট্রিপল প্রাইমারি ক্যামেরা (48 MP triple primary camera).
বিশ্বাস হচ্ছেনা তো ? আমার হচ্ছিলোনা।
৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দিয়ে ভালো ভালো HD Quality পুরো ডি এস এল আর (DSLR) এর মতো ছবি তুলতে পারবেন।
তাছাড়া, ৫ মেগাপিক্সেল Depth camera এবং ৮ মেগাপিক্সেল Ultra wide camera, আপনারা এই স্মার্টফোনে পাবেন।
তাহলে, ক্যামেরার দিগ্ দিয়ে দেখলে, কম দামে সবচেয়ে ভালো ক্যামেরা থাকা এন্ড্রয়ড মোবাইল হিসেবে galaxy M30s কে অবশই মোল্যা যেতে পারে।
Galaxy M30s design & style
Design এবং style এর দিক দিয়ে স্যামসাং গ্যালাক্সির এম ৩০ এস খুবি সুন্দর। তবে, এর ব্যাক সাইড প্লাষ্টিক এর যদিও সেই প্লাষ্টিক এর কোয়ালিটি অনেক ভালো।
তাছাড়া, দেখতে অনেক স্লিম (slim) এবং notch display হওয়ার জন্য, অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠেছে M30s.
মোবাইলের পেছনে বামদিকে ওপরের দিকে triple camera দেয়া রয়েছে এবং মধ্যেখানে রয়েছে finger print sensor যাতে সহজেই নিজের আঙুলের মাধ্যমে লক খুলতে পারেন।
তাছাড়া, মোবিলিটি দেখতে অনেক আকর্ষণীয়, সুন্দর এবং প্রিমিয়াম।
Features & specifications
Features এবং specifications এর কথা বললে, এতো কম দামে স্যামসাং আমাদের অনেক বেশি ফিচারস দিয়ে দিয়েছে।
Galaxy M30s এর শক্তিশালী ৬০০০ mAh এর ব্যাটারি পাওয়ার এর সাথে এখন পুরো দিন চার্জ (charge) না দিয়েই গেম খেলুন, গান শুনুন বা ভিডিও দেখুন।
৬০০০ mAh এর ব্যাটারি মানে অনেক অনেক শক্তিশালী ব্যাটারি যেটা ২০ হাজারের মোবাইলেও পাওয়া যায়না।
15 w Type C Fast Charging দেয়া আছে, যার ফলে কেবল কিছু মিনিটেই অনেক দ্রুত ভাবে আপনার মোবাইল চার্জ হয়ে যাবে।
16.21 CM (6.4″) এর বড়ো স্ক্রিন এবং 1080×2340 pixels resolution থাকা মোবাইলে সিনেমা দেখে বা গেম খেলে কতটা ভালো লাগবে একবার কল্পনা করে দেখুন। গ্যালাক্সি এম ৩০ এস মোবাইলে এতো বড়ো স্ক্রিন সাইজ আপনারা পাবেন।
৪ জিবি রেম (4 Gb RAM) আপনার মোবাইলের সব রকমের কাজ অনেক দ্রুত ভাবে প্রসেস করবে। যেমন, pubg র মতো high graphic গেম HD quality তে খেলতে পারবেন।
এতো কম দামে ৪ জিবি রেম পাওয়াটা কিন্তু কেবল স্যামসাং এর এই মোবাইলে দেখা গেছে।
64 Gb storage মানে, অনেক অনেক জায়গা। আপনার মোবাইলে ৬৪ জিবি জায়গা থাকবে যেখানে অনেক apps, games, movies বা music রাখতে পারবেন।
Samsung এর Galaxy M30s স্মার্টফোনে 1.7GHz octa-core Samsung Exynos 9611 processor দেয়া রয়েছে। এর ফলে, মোবাইল দ্রুত ভাবে কাজ করবে এবং মোবাইল স্লো কাজ করা বা হ্যাং হওয়ার সমস্যা থাকবেনা। Octa-core Samsung Exynos 9611 processor অনেক ভালো ও ফাস্ট।
স্যামসাং গ্যালাক্সির এই মডেলে android 9 pie OS দেয়া হয়েছে যেটা লেটেস্ট।
স্মার্টফোনটি ৩ টি রঙে (color) আপনারা পাবেন। Opal Black, Sapphire Blue, এবং Pearl White রঙে পাবেন।
বাকি সব ধরণের সাধারণ ফিচারস যেমন, 3G-4G connectivity, GPS, USB-OTG, UCB Type C, light sensor, finger print sensor, proximity sensor এই স্মার্টফোনে আপনারা পাবেন।
তাই, এতো কম দামে এতো বেশি মেগাপিক্সেলের ক্যামেরা এবং এতো বেশি রেম ও স্টোরেজ তার সাথে Samsung এর ব্র্যান্ডের বিশ্বাস, এই গ্যালাক্সি M30s মডেলটিকে অনেক বেশি জনপ্রিয় এবং প্রচলিত বানিয়ে দিয়েছে।
যেকোনো দিক দিয়েই দেখুন, Samsung M30s smartphone কিনলে, আপনার সব দিক দিয়েই লাভ অবশই হবে। স্যামসাং এম ৩০ এস মোবাইল কম দামে স্যামসাং এর সবচেয়ে ভালো মোবাইল হিসেবে প্রমাণিত হয়েছে।
ভারতে (India) অনেক সহজেই amazon.in এবং flipkart.com থেকে এই মোবাইল ফোন কিনে নিতে পারবেন কেবল Rs.১৩,৯৯৯/- টাকাতেই।
0 responses on "Samsung galaxy M30s মোবাইলের দাম, ফিচার এবং জনপ্রিয়তার কারণ"