• No products in the cart.

[Port][Tutorial] কিভাবে মোবাইল দিয়ে কার্নেল (Kernal) পোর্ট করবেন।

Intro

 

এই আইডিয়া টা এসেছে বুট img Extract করার পর । আর মোবাইল দিয়ে Boot img Extract করা
তো যা তা কথা না। কোনো সাইটেই মোবাইল দিয়ে কার্নেল পোর্ট করার ভাল কোনো পোস্ট
পেলাম না।

তাই একটু ভয়ে ছিলাম, দেখি পোর্ট করে যা হবার হবে।
সফল হলাম! পিসির কাজ মোবাইল এই করা গেলে, পিসির দরকার কি!!

আপনারা কেউ ভাবতেই পারবেন না যে এটা এত সহজ কাজ।

যা যা লাগবেঃ

 

১) আপনার ফোনের স্টক রমের Boot img

২) আর যে রমের Boot img এ কার্নেল পোর্ট করবেন সেই Boot img। ( এটা জীপ ফাইলেই পাবেন)

৩) পূর্ব পোস্টের অভিজ্ঞতা।

কাজে নেমে পড়িঃ

## প্রথমে নিচের পোস্ট অনুসারে কাজগুলো করিঃ

কিভাবে Boot img Extract করবেন

## Boot img দুটি Cache ফোল্ডারের দুটি আলাদা ফোল্ডারে রাখি।

##বোঝার সুবিধার্থে একটা ফোল্ডারের নাম Stock আর অন্যটি Port রাখি।

এবার Apktool দিয়ে Cache ও ঐ দুটি ফোল্ডার এ get access permission (need root) দেই।

## এবার ঐ পোস্ট অনুযায়ী দুটি Boot ই
extract করুন।

## এবার ফাইল ম্যানেজার এ গিয়ে Stock ফোল্ডার থেকে Kernal ফাইলটি
Port Boot এ পেস্ট করুন । রিপ্লেস করুন।

## কাজ প্রায় শেষ। এবার Apktool দিয়ে Port ফোল্ডার এ যান
এবং Ramdisk ফোল্ডারে ক্লিক করুন।

## repack mt65xx(need root) এ ক্লিক করেন। কাজ শেষ।

এবার ফাইল ম্যানোজারে দেখুন Port ফোল্ডারে new.img নামে এজটা ফাইল তৈরি হয়েছে।
এটাই আপনার পোর্টেড ইমেজ।

এটা Rename করে Boot img করলেই হয়ে যাবে।

বিঃদ্রঃ যারা কিছু বোঝেন নাই, তাদের পূর্ব পোস্টে গুরুত্ব দেয়ার জন্য অনুরোধ করা হল।

————————————————–

এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।

ধন্যবাদ।

August 20, 2023

0 responses on "[Port][Tutorial] কিভাবে মোবাইল দিয়ে কার্নেল (Kernal) পোর্ট করবেন।"

Leave a Reply

© Technial Bangla. All rights reserved. 2025