• No products in the cart.

KeepSolid VPN Unlimited প্রিমিয়াম vpn ৬ মাসের জন্য ফ্রিতে নিয়ে নিন(দ্রুত করুন)

আসসালামু আলাইকুম ট্রিকবিডি বাসি। আশা করি সবাই ভালো আছেন।  অনেকদিন ব্যস্ততার কারণে এখানে লেখা হয় না বা পোস্ট করা হয় না।

 

তবে আমি আজকে চলে এসেছি আপনাদের সামনে KeepSolid. VPN এর ৬ মাসের প্রোমো কোড নিয়ে।। এখন ভাবছেন এত দামি vpn ৬ মাসের প্রোমো কোড তাও আবার ফ্রীতে?  জি হ্যা একদম ফ্রিতেই। তবে আপনাকে দ্রুত অফার টা লুফে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে অফার টা নিবেন।

আর শুধু মোবাইল ফোনেই না আপনি Windows, Mac এবং ব্রাউজার এ Extension হিসাবেও ব্যবহার করতে পারবেন। আর এই একটা একাউন্ট দিয়ে KeepSolid Inc. এর যত সেবা Smart DNS, Password Manager, 2Fa Code generator ইত্যাদি সব সেবা পাবেন। 

যেকোনো একটা ব্রাউজারে আপনার গুগল একাউন্ট সাইন ইন করে রাখুন আগে থেকেই। সাধারণ ই-মেইল পাসওয়ার্ড দিয়েও একাউন্ট করা যায় তবে অনেক বার চেষ্টা করে দেখলাম কোড আসছে না, তাই এইটাই উপায় পেলাম।

গুগল সাইন ইন করার পরে এই লিংকে প্রবেশ করুন:

 

তারপরে গুগল একাউন্ট দ্বারা সাইন ইন সম্পন্ন হলে, ডান পাশের কোণায় 3 বারে ক্লিক করেন।

 

 

তারপর নিচে দেখুন Redeem নামের অপশন পাবেন, ঐখানে ক্লিক করুন।

Redeem অপশনে ক্লিক করার পরে দেখুন ফাকা বক্স আসবে সেখানে এই কোড টা দিন ” WINXDVD ” দিয়ে ক্লেইম করুন।

তারপরে আশা করি ক্লেইম যে সফল হয়েছে এরকম একটা মেইল পাবেন। আমি এক ডিভাইসে দুইবার নিয়েছি। আর নিত্র চাইছি না, ব্লক হতে পারে সে জন্য স্ক্রিনশট দিতে পারছি না। তবে মেইল এর স্ক্রিনশট দিচ্ছি।

আশা করি সবাই বুঝতে পেরেছেন।

বিঃঃদ্রঃ এইসব কোড পরিবর্তনশীল অথবা যেকোনো সময় কাজ নাও করতে পারে, তাই দ্রুত সংগ্রহ করে রাখুন। আর ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

 

0 responses on "KeepSolid VPN Unlimited প্রিমিয়াম vpn ৬ মাসের জন্য ফ্রিতে নিয়ে নিন(দ্রুত করুন)"

Leave a Reply

© Technial Bangla. All rights reserved. 2025