• No products in the cart.

Reply To: What is BIOS?

#35292

Md Sagor
Participant

BIOS বা Basic Input Output System  হল এমন একটি ছোট সফটওয়্যার যা মাদারবোর্ডের ছোট্ট একটি মেমোরি চিপ এ স্টোর থাকে। কম্পিউটার অন করার পর BIOS এই সফটওয়্যারটি সবার প্রথমে রান হয়। BIOS কে সফটওয়্যার ও হার্ডওয়্যার দুই বলা যায়। যেহেতু BIOS একটি Non Volatile Rom বা মেমোরি চিপ তাই একে হার্ডওয়্যার বলা যায় আবার এই চিপের মধ্যেই কম সাইজের একটি প্রোগ্রাম লোড করা থাকে তাই একে সফটওয়্যার ও বলা যায়।

top
Technical Bangla ©  All rights reserved.