ভার্চুয়াল বক্স একটি ওপেন সোর্স সফটওয়্যার যেটার মাধ্যমে ব্যবকারী একটি কম্পিউটারের মধ্যে একাধিক ভার্চুয়াল বা কাল্পনিক কম্পিউটার তৈরী করতে পারবে। যেটা আলাদা আলদা অপারেটিং সিস্টেম ইন্সটল করে ব্যবহার করতে পারে। অর্থ্যাৎ আমরা জানি ভার্চুয়াল মানে কাল্পনিক যা দেখা যায় না কিন্তু সেটা নিয়ে আমরা কাজ করতে পারি বা অনুধাবন করতে পারি। ঠিক তেমনি আমরা আমাদের কম্পিউটারে একাধিক কাল্পনিক কম্পিউটার তৈরী করতে পারবো যাকে ইংরেজি তে Virtual Machine বলা হয়ে থাকে।