• No products in the cart.

Dual Sim সঠিক ব্যাবহার নিয়ে একটি টিউটোরিয়া by ourtechbd.com

 

বর্তমানে বাজারে প্রায় সব মোবাইলে সেটেই Dual Sim ব্যবহারযোগ্য। এসব সেটের Dual Sim Use এর ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা দেয়। যেমন একটি সিমে কথা বলার সময় অপর সিমটি অনেক সময় বন্ধ দেখায়।
এই সমস্যা সমাধানে আজ রয়েছে কিছু পরামর্শ।

আমরা যারা Dual Sim ফোন ব্যবহার করি তাদের ক্ষেত্রে মাঝে-মধ্যেই একটি সমস্যা দেখা দেয়। আর সেটি হলো, Sim-1 দিয়ে কথা বলার সময় Sim-2 বন্ধ দেখায় কিংবা Sim-2 দিয়ে কথা বলার সময় Sim-1 বন্ধ দেখায়। আপনার কাছে আসা কলগুলো যদি খুবই গুরুত্বপূর্ণ হয় তাহলে তো অনেক সমস্যায় পড়তে হয় আপনাকে।

হওয়া উচিত ছিলো এমন, তা হলো Sim-1 দিয়ে কথা বলার সময় Sim-2 এর Call Waiting দেখানোর কথা বা Sim-2 দিয়ে কথা বলার সময় Sim-1 এর Call waiting দেখানোর কথা। কিন্ত আপনার সেটে তা হচ্ছে না। এখন আপনি কী করবেন? বিষয়টি এখন জেনে নিন।

 

১. প্রথমে আপনার Sim-1 ও Sim-2 এর Call Waiting Activate না থাকলে তা Activate করে নিন।

২. এবার Settings এর Call settings হতে Sim-1 Call Settings এ গিয়ে Call Divert এ যেতে হবে। ( সব ফোনে অবশ্য Call Divert অপশনটি Settings এ নাও থাকতে পারে। সেক্ষেত্রে Call Divert এর অপশনটি খুঁজে বের করতে হবে)।

৩. এখন Divert if unreachable কিংবা Divert if out of reach এই জাতীয় অপশনে গিয়ে To other number এ চলে যান।

৪. এখানে গিয়ে Sim-2 এর নাম্বারটি দিয়ে OK করুন।

৫. একই নিয়মে Sim-2 Call Settings এর To other number এ গিয়ে Sim-1 এর নাম্বারটি দিয়ে OK করুন।

তবে আপনার খেয়াল রাখা আবশ্যক, Sim-1 বা Sim-2 এর Call Waiting দেখানোর সময় উপরে Divert এর একটি চিহ্ন আসবে যা দেখে আপনাকে বুঝে নিতে হবে যে Sim-1 বা Sim-2 এর কল Diverted হয়ে Sim-2 কিংবা Sim-1 এ এসেছে। তবে Waiting অবস্থায় কলটি রিসিভ করবেন না, তাহলে কলকারীর সমপরিমাণ Balance আপনার Account হতেও কেটে নিয়ে যাবে।

এভাবে আপনি কাজগুলো করলে আপনার আর আগের সেই সমস্যা থাকবে না।

ভালো থাকবেন,পোস্ট টি পড়ে কমেন্ট ও শেয়ার করবেন।

 

0 responses on "Dual Sim সঠিক ব্যাবহার নিয়ে একটি টিউটোরিয়া by ourtechbd.com"

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

top
Technical Bangla ©  All rights reserved.