Top bangla blogs: ইন্টারনেটে English, Hindi এবং আরো অন্যান্য ভাষাতে থাকা “personal blog” গুলি ছাড়াও আমাদের নিজের বাংলা ভাষাতেও প্রচুর ব্লগ সাইট রয়েছে।
তবে হে, অনেকেই এমন কিছু সেরা বাংলা ব্লগ সাইট গুলোর ব্যাপারে এখনো জানেননা, যেগুলো বর্তমানে প্রচুর কাজের তথ্য আমাদের দিয়ে থাকে।
তাছাড়া, অনেকেই ইন্টারনেটে বাংলাতে তথ্য খোঁজার জন্য, কিছু জনপ্রিয় বাংলা ব্লগের বিষয়ে জেনে নিতেও চান।
কিন্তু, এক্ষেত্রে তারা ভালো ভালো বাংলা ব্লগের নাম অবশই জানেননা।
তাই, যদি আপনিও কিছু পপুলার Bengali blogs গুলোর ব্যাপারে জেনে নিতে চাচ্ছেন, তাহলে অবশই আপনি সঠিক জায়গায় এসেছেন।
কারণ, আজকের এই আর্টিকেলে আমি ২২ টি সেরা এবং “popular bangla blogs” এর বিষয়ে আপনাদের বলবো।
সোজা ভাবে বললে, এই পোস্টে আপনারা ২২ টি কাজের বাংলা ব্লগ এর একটি ডিরেক্টরি (directory) পেয়ে যাবেন।
বর্তমানে কিছু best bangla blogs কোনগুলি ?
এই প্রশ্ন প্রত্যেক এমন ব্যক্তিদের মনে অবশই আসবে, যাদের ব্লগিং নিয়ে রুচি রয়েছে।
অনেকেই ভাবেন যে, বিশ্বে এবং ইন্টারনেটে তো কেবল English এবং Hindi ভাষাতে blogs রয়েছে, তবে ভালো ভালো বাংলা ব্লগ সাইট তো তেমন একটা নেই।
যদি আপনিও এমনি ভাবছেন, তাহলে জেনেনিন “বর্তমানে ইন্টারনেটে বাংলা ব্লগ ও বাংলা কন্টেন্টের চাহিদা প্রচুর বেড়ে গেছে”.
এবং, প্রত্যেক দিন একটি নতুন bangla personal blog site ইন্টারনেটে জায়গা করে নিচ্ছে।
হে, কিছু বছর আগে Bengali ভাষাতে blogging করার তেমন কোনো উৎসাহ বা চাহিদা ছিলোনা।
তবে, প্রায় ২ থেকে ৩ বছর আগের থেকেই ইন্টারনেটে বাংলা কন্টেন্টের চাহিদা বৃদ্ধি পেলো এবং যার ফলে প্রচুর ভালো ভালো বাংলা ব্লগ চলে আসতে থাকলো।
আপনি কোন বিষয়ে বাংলা কনটেন্ট খুঁজছেন, technology ? Internet ? tips & tutorial ? online income ? blogging ? gaming ? নাকি আরো অন্য কোনো বিষয়ে।
যেকোনো বিষয়ে আপনারা বিভিন্ন ভালো ভালো ও কাজের bangla blogs অবশই পেয়ে যাবেন।
আর তাই, এই আর্টিকেলে আমি আপনাদের কিছু সেরা এবং বেস্ট বাংলা ব্লগ গুলির নাম ও লিস্ট দিয়ে দিবো।
22 Best bangla blogs list in 2020 – সেরা বাংলা ব্লগ সাইট
যখন বাংলা ভাষাতে ব্লগিং বা ব্লগ এর কথা আসছে তখন, এই বিষয় নিয়ে বলতে আমি অনেক উৎসুক।
কারণ, আমার নিজের একটি Bengali blog site রয়েছে যেখানে আমি প্রত্যেক দিন বিভিন্ন বিষয়ে বাংলাতে আর্টিকেল পাবলিশ করি।
তবে, বাংলা ব্লগের ক্ষেত্রে আমার ৩ বছর থেকেও অধিক অনুভব ও অভিজ্ঞতা রয়েছে।
আর তাই, আমি প্রত্যেকটি ব্লগের কনটেন্ট গুলি অনেক ভালো করে দেখে তারপর সেগুলিকে এই পোস্টে আপনাদের কাছে প্রকাশ করছি।
তাছাড়া, আমি যেগুলি ব্লগ সাইট এর বিষয়ে আপনাদের বলবো, সেগুলির Alexa traffic rank, daily estimated unique visitors, daily estimated income এবং কখন blog গুলিকে register করা হয়েছিল, সেই তথ্য ও দিবো।
তবে, blog গুলির এই প্রত্যেকটি তথ্য আমি কিছু অনলাইন টুল ব্যবহার করে বেড় করেছি।
তাই, ব্লগ গুলির সাথে জড়িত তথ্য গুলি সম্পূর্ণ সঠিক হওয়াটার ভরসা আমি দিচ্ছিনা।
তাহলে চলুন, কিছু ভালো ও জরুরি বাংলা ব্লগ (Bangla blog) গুলির তালিকা (list) নিচে দেখে নেই।
২২ Popular Bengali blog directory & list
নিচে যেগুলি ব্লগ এর নাম এবং তথ্য আমি দিয়েছি, সেগুলি কিন্তু বিভিন্ন আলাদা আলাদা বিষয়ের সাথে সংযুক্ত।
তবে, “Blog topic” লেখাটির সামনে “দেখে” আপনারা বুঝে যেতে পারবেন যে, উল্লেখিত ব্লগটির বিষয় কি।
১. Techtunes.co
Techtunes.co, একটি popular blog যেখানে বিভিন্ন ব্লগার এবং ব্যক্তিরা আর্টিকেল লিখে পাবলিশ করেন।
হে, যদি আপনিও সেখানে আর্টিকেল লিখার ইচ্ছুক থাকেন, তাহলে সাধারণ account registration এর প্রক্রিয়া সম্পূর্ণ করে তারপর সেই ব্লগ সাইটে কনটেন্ট পাবলিশ করতে পারবেন।
Techtunes.co ব্লগটি এমনিতে একটি জনপ্রিয় বাংলা ব্লগ হিসেবে অনেক বিখ্যাত।
এখানে, প্রায় যেকোনো বিষয়ে আপনারা তথ্য পেয়ে যেতে পারবেন।
Blogging, Technology, Online Income, Internet, Personal Help, Android apps ইত্যাদি কিছু জনপ্রিয় category তে কনটেন্ট অধিক পাবলিশ করা হয়।
- Alexa rank – 48,603
- Domain registration year – August 2011
- Average daily unique visits – 7,770 users
- Income source – Google adsense, affiliates
- Estimated daily income – $50
- Topics covered – Technology, blogging, online income, internet
২. Techtunes.com.bd
Techtunes.com.bd, হলো একটি এমন blog যেখানে বিভিন্ন বিষয়ে বাংলা আর্টিকেল পাবলিশ করা হয়।
হে, এখানেও জেকেও নিজের লিখা আর্টিকেল জমা দিতে পারবেন।
এই ক্ষেত্রে, submit a post বাটনটি ব্যবহার করতে হবে।
বেশিরভাগ ক্ষেত্রে, এই ব্লগে বিভিন্ন বাংলা ব্লগাররা লিখছেন এবং তারা বেশিরভাগ ক্ষেত্রে, “টেক”, “ইন্টারনেট”, “অনলাইনে ইনকাম”, “এন্ড্রয়েড এপস”, “ব্লগিং“, “গ্রাফিক ডিজাইন”, “মোবাইল” ইত্যাদি নিয়ে কনটেন্ট পাবলিশ করেন।
এমনিতে, অন্যান্য অনেক ধরণের পার্সোনাল সমস্যার সমাধান বা টিউটোরিয়াল আর্টিকেল গুলিও এখানে পাবেন।
- Alexa rank – 105282
- Domain registration year – N/A
- Average daily unique visits – 10,321
- Income source – Adsense, blog ads, affiliates
- Estimated daily income – $30
- Topics covered – Technology, blogging, online income, internet, tutorial
৩. Tunerpage.com
Tunerpage.com, ব্লগটি আমার পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে।
কারণ, এখানে বিভিন্ন প্রযুক্তি বিষয়ক টিপস এবং টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন।
বাংলাতে কনটেন্ট লিখার সাথে সাথে এই ব্লগে আপনার সঠিক এবং সহজে বুঝতে পাড়া তথ্য পেয়ে যাবেন।
তবে, আপনিও যদি চান এই ব্লগে একটি একাউন্ট রেজিস্টার করে আর্টিকেল পাবলিশ করতে, তাহলে সেটাও সম্ভব।
ব্লগটিতে, বিজ্ঞান, মোবাইল, ফ্রিল্যান্সিং এবং অন্যান্য কিছু বিষয়ে টিউটোরিয়াল পেয়ে যাবেন।
এমনিতে মূলত এই ব্লগটিকে একটি টেক ব্লগে বলেই বলা যেতে পারে।
- Alexa rank – 245043
- Domain registration year – December 2012
- Average daily unique visits – 1,590
- Income source – Adsense, blog ads
- Estimated daily income – $12
- Topics covered – Internet, social media, technology, Mobile, Computer
৪. Wirebd.com
Wirebd.com, ব্লগটি আমি পার্সোনালি অনেক বেশি পছন্দ করি।
আমার পছন্দের কারণ কেবল ভালো এবং কাজের কনটেন্ট নয়।
এই ব্লগটির ডিজাইন, ব্লগের দ্রুত লোডিং স্পিড, স্পষ্টতা এবং user interface সবটাই আমার অনেক ভালো লাগে।
তাছাড়া, যেই বিষয়ে কনটেন্ট লিখা হয়েছে সেই বিষয়টিকে অনেক সুন্দর ও স্পষ্ট করে বাংলা লেখনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
এমনিতে বেশিরভাগ আর্টিকেল গুলি “তাহমিদ বোরহান” ভাই এর দ্বারা লিখা হয়েছে।
তবে অন্য আরো অথর (author) থাকাটা আমার জ্ঞানে নেই।
সত্যি বললে, bangla blogging industry তে ওনার মতো কিছু bangla blogger দের অবশই প্রয়োজন রয়েছে।
- Alexa rank – 91935
- Domain registration year – September 2018
- Average daily unique visits – 3,243
- Income source – Adsense, blog ads
- Estimated daily income – $20
- Topics covered – নিউজ, লাইফ, টেক, বিজ্ঞান, গেমিং, ইন্টারনেট
৫. Pcbuilderbd.com
Pcbuilderbd.com, এমন একটি Bangla tutorial blog যেখানে computer, PC building, PC gaming এবং কম্পিউটারের সাথে জড়িত অন্যান্য অনেক বিষয়ে আর্টিকেল পাবেন।
এমনিতে technology এবং internet এর সাথে জড়িত অনেক ব্লগ আমরা বাংলাতে আজ পেয়েই যাই।
তবে, এই ধরণের একটি unique এবং কিছু আলাদা রকমের বাংলা ব্লগ অনেক কম দেখা যায়।
তাই, যদি আপনি কম্পিউটার ও পিসি বিল্ডিং এর বিষয় নিয়ে রুচি রাখেন, তাহলে এই ব্লগটি অবশই ভিসিট করুন।
“ফয়সাল সফল“, “Sifat Rabby“, “Fahad Hossain” এরা হলেন এই ব্লগের কিছু কনটেন্ট রাইটার।
এবং আমার হিসেবে এই কনটেন্ট রাইটাররা হলো বর্তমানে কিছু সেরা Bengali bloggers.
- Alexa rank – 584186
- Domain registration year – March 2016
- Average daily unique visits – 1,166
- Income source – Google adsense
- Estimated daily income – $11
- Topics covered – Pc gaming, Pc building, Computer, Smartphone
৬. Hoicoibangla.com
Hoicoibangla.com, এমনিতে অনেক তাড়াতাড়ি সফলতার রাস্তায় নেমে পড়েছে।
কারণ, ব্লগটি স্টার্ট (start) হওয়ার তেমন একটি বেশি সময় হয়নি যদিও প্রচুর পরিমানের লোকেরা এই ব্লগ নিয়মিত ভিসিট করছেন।
ব্লগের design, style, এবং content writing অনেক পরিষ্কার এবং পরিচ্ছন্ন ভাবে প্রকাশ করানো হয়েছে।
তাই, এই ব্লগে গিয়ে আর্টিকেল পড়ার ক্ষেত্রে আপনার কোনো অসুবিধে হবেনা।
সবটাই সহজে বুঝে নিতে পারবেন।
এমনিতে এই Bengali technology blog টি বিভিন্ন বিষয় নিয়ে content publish করছে।
যেমন, অনলাইন আয়, মোবাইল, ডিজাইন, লাইফ টেক ইত্যাদি।
- Alexa rank – 196,050
- Domain registration year – May 2918
- Average daily unique visits – 902
- Income source – Adsense
- Estimated daily income – $7
- Topics covered – টেক, অনলাইনে আয়, মোবাইল, গ্রাফিক্স ডিজাইন, লাইফ, ব্লগিং, ইন্টারনেট
৭. Techshohor.com
Techshohor.com, ব্লগের নাম শুনেই হয়তো আপনারা বুঝে গেছেন যে, এটা একটি প্রযুক্তি বিষয়ক ব্লগ।
তবে এই জনপ্রিয় বাংলা ব্লগ টিতে আপনারা বিভিন্ন অন্য বিষয়ে অনেক তথ্য অবশই পাবেন।
যেমন, খবর, টেলিকম, প্রডাক্ট রিভিউ, সফটওয়্যার, গেম ইত্যাদি।
এমনিতে এখানে publish করা article গুলির বেশিরভাগ তেমন একটি বিস্তারিত ভাবে দেওয়া আমি দেখিনি।
কিন্তু, এই blog এর মাধ্যমে আপনি রেগুলার নতুন নতুন ও ভালো ভালো article, content ও tech related news পেতেই থাকবেন।
- Alexa rank – 98260
- Domain registration year – June 2013
- Average daily unique visits – 4,983
- Income source – Adsense, Affiliate marketing
- Estimated daily income – $25
- Topics covered – খবর, সফটওয়্যার, ট্রেডিং, টিপস, গেম, টেক, উদ্যোগ
৮. Banglatech.info
Banglatech.info, রীতিমতো একটি বাংলা টেকনোলজি ব্লগ এবং latest technology র সাথে জড়িত বাংলা কনটেন্ট এখানে পেয়ে যাবেন।
তবে, এই ব্লগে বিশেষ করে blogging tutorial এবং online income এর বিষয় গুলোকে নিয়ে তথ্য ও কনটেন্ট প্রদান করা হয়।
এই ব্লগ ২০০৮ সালের এপ্রিল মাসে ইন্টারনেটে এসেছিলো এবং তখন থেকে এখন অব্দি অনেক ভালো পরিমানে এগিয়ে এসেছে।
ব্লগটি, “রাহুল দাস” নামের বাংলা ব্লগার একজন চালিয়ে চলেছেন এবং তিনি বর্তমানে সম্পূর্ণ কনটেন্ট লিখছেন।
ব্লগের লেখন গুলি অনেক সহজ ও সরল ভাবে প্রকাশ করা হয়েছে।
তাই, অনেক সহজেই কনটেন্ট গুলি পড়া যেতে পারে।
- Alexa rank – 278188
- Domain registration year – April 2018
- Average daily unique visits – 2200
- Income source – Adsense
- Estimated daily income – $13
- Topics covered – টেক, ইন্টারনেট, অনলাইন ইনকাম, মোবাইল, কম্পিউটার, ব্লগিং, এসইও (SEO)
9. Ttrickbd.com
Trickbd.com, ব্লগ এর এমনিতে user reach অনেক বেশি।
এই ব্লগের প্রায় প্রত্যেক আর্টিকেলে আপনারা অনেক লোকেদের কমেন্ট দেখতে পাবেন।
তবে, এখানে কোনো বিশেষ বিষয় নিয়ে কনটেন্ট পাবলিশ করা হয়না।
বিভিন্ন আলাদা আলাদা বিষয় যেমন, Technology, programming, internet, telecom, blogging, android apps ইত্যাদি নিয়ে এখানে কনটেন্ট পাবলিশ হয়ে থাকে।
- Alexa rank – 56,404
- Domain registration year – January 2013
- Average daily unique visits – 4,323
- Income source – Google adsense
- Estimated daily income – $40
- Topics covered – Technology, programing, internet, telecom, blogging
১০. Bonikbarta.net
Bonikbarta.net, ওয়েবসাইটটি কিছু বছর আগে ইন্টারনেটে পাবলিশ করা হয়েছিল।
একটি বাংলা নিউজ ব্লগ হওয়ার ক্ষেত্রে এখানে user base প্রচুর এবং প্রত্যেকদিন প্রায় প্রচুর unique visitors এখানে আসেন।
সেরা জনপ্রিয় বাংলা ব্লগের লিস্টে আমি এই ব্লগ টিকে এইজন্যে রেখেছি কারণ এখানে অনেক কাজের news ও information publish করা হয়।
ব্লগটিতে পাবলিশ করা কনটেন্ট গুলির কিছু বিখ্যাত ক্যাটাগরি হলো, শেয়ার বাজার, অর্থনীতি, টেলিকম, প্রযুক্তি ইত্যাদি।
- Alexa rank – 36,900
- Domain registration year – December 2015
- Average daily unique visits – 9,691
- Income source – Adsense
- Estimated daily income – $65
- Topics covered – News, Information, share market, economy, telecom etc.
১১. Bissoy.com
Bissoy.com, ব্লগ টিকে বিশেষ করে একটি বাংলা প্রশ্ন উত্তর ওয়েবসাইট বলেও বলা যেতে পারে।
কারণ, এখানে বিভিন্ন বিষয়ে প্রশ্ন এবং তাদের উত্তর আপনারা পেয়ে যাবেন।
তবে, আপনি চাইলেও এই ব্লগে register করে বিভিন্ন প্রশ্নের উত্তর বাংলাতে দিয়ে দিতে পারবেন।
একটি আলাদা রকমের আইডিয়া নিয়ে এই বাংলা ব্লগ সাইট টি ইন্টারনেটে নিয়ে আশা হয়েছে।
- Alexa rank – 60874
- Domain registration year – February 2014
- Average daily unique visits – 1,753
- Income source – Adsense
- Estimated daily income – $13
- Topics covered – প্রশ্ন উত্তর ওয়েবসাইট, অন্যান্য সাধারণ বিষয় ইত্যাদি।
১২. Beshto.com
Beshto.com, ব্লগটিতে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন লোকেরা আর্টিকেল পাবলিশ করেন।
এমনিতে, আপনিও চাইলে একটি account register করে, এখানে content publish অবশই করতে পারবেন।
জেকেও এখানে একাউন্ট তৈরি করে আর্টিকেল পাবলিশ করার কারণেই, এখানে আপনারা নানান মজার বিষয়ে তথ্য পেতেই থাকবেন।
এই ব্লগের কিছু জনপ্রিয় বিষয় গুলি হলো, ফ্যাশন, শপিং, রেসিপি, ক্যারিয়ার, টেক, ট্রাভেল, লাইফস্টাইল, ইন্টারনেট, স্বাস্থ্য, সিনেমা, খেলা ইত্যাদি।
- Alexa rank – 207,858
- Domain registration year – October 2011
- Average daily unique visits – 2,334
- Estimated daily income – N/A
- Topics covered – প্রশ্ন উত্তর ওয়েবসাইট, কমিউনিটি ইত্যাদি।
১৩. Banglatech24.com
Banglatech24.com, ব্লগেটি বিশেষ করে একটি বাংলা টেকনোলজি ব্লগ।
কারণ, ব্লগটি খুললেই আপনারা নানান ধরণের প্রযুক্তির বিষয় নিয়ে লিখা কনটেন্ট পেয়ে যাবেন।
এমনিতে, ওয়েবসাইটটি বেশ অনেক বছর আগের থেকেই ইন্টারনেটে লাইভ রয়েছে।
Latest technology news, smartphone news, computer tips & tutorial এবং আরো অন্যান্য বিষয়ে লিখা বাংলা আর্টিকেল এখানে পেয়ে যাবেন।
- Alexa rank – 166,973
- Domain registration year – February 2013
- Average daily unique visits – 2,339
- Income source – Google adsense
- Estimated daily income – $16
- Topics covered – প্রযুক্তি, কম্পিউটার, ইন্টারনেট, বিজ্ঞান, পণ্য ইত্যাদি।
১৪. Bangla-kobita.com
Bangla-kobita.com, নাম থেকেই আপনারা ওয়েবসাইটের বিষয়টি অবশই বুঝে গেছেন হয়তো।
এটা একটি বাংলা কবিতা ওয়েবসাইট বা ব্লগ যেখানে বিভিন্ন কবিতা গুলি শেয়ার করা হয়।
হে, অনেক কবিদের কবিতা এখানে রয়েছে।
যেমন,
- অসীম সাহা
- আবিদ আনোয়ার
- ঈশ্বরচন্দ্র গুপ্ত
- কাজী নজরুল ইসলাম
- জয় গোস্বামী
- জসীমউদ্দীন
এবং আরো অন্যান্য কবিদের কবিতা এই ব্লগ সাইট এ আপনারা পাবেন।
তাহলে, যদি আপনারা বাংলাতে কবিতা খুঁজছেন তাহলে এই বাংলা কবিতার ব্লগে আপনারা অবশই গিয়ে দেখুন।
- Alexa rank – 234999
- Domain registration year – February 2009
- Average daily unique visits – 1,516
- Topics covered – বাংলা কবিতা।
১৫. Banglarkobita.com
Banglarkobita.com, এটাও কিন্তু একটি বাংলা কবিতার সাথে জড়িত ব্লগ।
এখানেও, বিভিন্ন বাংলা কবিতা গুলি শেয়ার করা হয়।
তবে, এই ব্লগটির user interface, design এবং কবিতা প্রকাশ এর প্রক্রিয়া অনেক আকর্ষণীয়।
বিভিন্ন বিষয়ের কবিতা যেমন, নীতি কবিতা, রূপ কবিতা, ধর্মীয় কবিতা, প্রেমের কবিতা, ছোটদের ছড়া-কবিতা ইত্যাদি আপনারা এখানে পাবেন।
এমনিতে এই বাংলা কবিতার ব্লগটি আজ থেকে অনেক বছর আগে ইন্টারনেটে লাইভ আনা হয়েছিল।
তাই, অনেক পুরোনো একটি ব্লগ হওয়ার ক্ষেত্রে, এখানে অনেক ভালো ভালো বাংলা কবিতার কালেকশন পেয়ে যাবেন।
- Alexa rank – 212,390
- Domain registration year – December 2012
- Average daily unique visits – 2,222
- Topics covered – বাংলা কবিতা।
১৬. Bani.com.bd
Bani.com.bd, যদি আপনি Bengali quotes বা বাংলা বানী নিয়ে একটি ওয়েবসাইট খুঁজছেন, তাহলে এই ব্লগ আপনার কাজে আসবে।
এখানে অনেক ভালো ভালো বাংলা বানী গুলির কালেকশন রয়েছে।
কিছু জনপ্রিয় লেখক যেমন, রবীন্দ্রনাথ ঠাকুর, মণীকণ্ঠ, চাণক্য ইত্যাদি দের quotes ও বাণী এখানে রয়েছে।
- Alexa rank – 198,813
- Average daily unique visits – 1,727
- Topics covered – Bengali quotes, বাংলা বাণী কালেকশন।
১৭. Techbartabd.com
Techbartabd.com, এটাও একটি বাংলা টেক রিলেটেড ব্লগ।
এখানে, বিভিন্ন প্রযুক্তির বিষয় গুলি নিয়ে আর্টিকেল পাবলিশ করা হয়।
Tech news, WordPress, SEO, Android, Windows, YouTube এরকম বিষয় নিয়ে এখানে আর্টিকেল রয়েছে।
এমনিতে, ব্লগটি তেমন বিশেষ পুরোনো নয়।
প্রায় ২ থেকে ৩ বছর পুরোনো এই ব্লগটি কিছু শংখন জনপ্রিয়তা অবশই লাভ করেছে।
- Alexa rank – 1,957,436
- Domain registration year – October 2017
- Average daily unique visits – 457
- Income source – Google adsense
- Estimated daily income – $4
- Topics covered – Tech, WordPress, SEO, YouTube, Android etc.
১৮. Prothomalo.com
Prothomalo.com, বিশ্বের সব থেকে জনপ্রিয় ও সেরা বাংলা ব্লগ হিসেবে বললে আমি ভুল হবোনা।
কারণ, এখানে প্রত্যেকদিন লক্ষ লক্ষ ভিসিটর বা ইউসার রা আঁশের আর্টিকেল পড়ার উদ্দেশ্যে।
বিশেষ করে এইটা একটি বাংলা নিউজ ওয়েবসাইট।
তবে, যেকোনো বিষয়ে আর্টিকেল, তথ্য ও নিউজ এখানে পাওয়া যাবে।
- Alexa rank – 352
- Domain registration year – N/A
- Average daily unique visits – 628,199
- Income source – Adsense, blog ads
- Estimated daily income – $ 3,786 +
- Topics covered – NEWS, INFORMATION
19. Kalerkantho.com
Kalerkantho.com, এটাও একটি অনেক বিখ্যাত বাংলা নিউজ সাইট।
এখানে, দেশ বিদেশের বিভিন্ন সর্বশেষ বাংলা নিউজ আপনারা পেয়ে যাবেন।
এই ওয়েবসাইটটিতেও প্রত্যেকদিন লক্ষ লক্ষ ইউসাররা আসে আর্টিকেল পড়ার উদ্দেশ্যে।
তবে, প্রায় অনেক বছর আগের থেকেই ওয়েবসাইটটি ইন্টারনেটে সক্রিয় হয়ে থাকার কারণে, এর user reach প্রচুর।
- Alexa rank – 1,283
- Domain registration year – May 2009
- Average daily unique visits – 212,296
- Income source – Google Adsense, Affiliate marketing
- Estimated daily income – $1000 +
- Topics covered – NEWS, INFORMATION
২০. Jugantor.com
jugantor.com, একটি আধুনিক নিউজ এবং ইনফরমেশন ব্লগ যেখানে বাংলাতে তথ্য পাবলিশ করা হয়।
তবে, অনেক পুরোনো এই বাংলা নিউজ ওয়েবসাইটটি প্রত্যেক দিন বিশ্বের নানান খবর ও ইনফরমেশন পাবলিশ করেন।
আইটি বিশ্ব, খেলা, সারাদেশ, আন্তর্জাতিক, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি বিষয় গুলিতে কনটেন্ট পাবলিশ করা হয়।
- Alexa rank – 1,313
- Domain registration year – June 2001
- Average daily unique visits – 210,296
- Income source – Adsense
- Estimated daily income – $1000 +
- Topics covered – NEWS, INFORMATION
২১. Bangladeshgamer.com
Bangladeshgamer.com, আপনি যদি গেমিং এর সাথে জড়িত কোনো গেমিং ব্লগ এর খোঁজ করছেন, তাহলে এই ব্লগটি আপনার কাজে আসবে।
এখানে আপনারা mobile gaming, gaming PC build, computer games ইত্যাদি বিষয়ক অনেক ভালো সংখ্যায় কনটেন্ট পাবেন।
এরকম এক অনেক আলাদা রকমের ব্লগের চাহিদা প্রচুর।
এবং, সত্যি বললে গেমিং এর সাথে রুচি রাখা ইউসার রা এই ব্লগে অনেক কাজের তথ্য পাবেন।
B M RAFI ভাই, এই ব্লগে কনটেন্ট লিখেন।
এবং, তিনি লেখা কনটেন্ট গুলি অনেক ভালো অবশই লাগে।
এমনিতে ব্লগটি বেশি পুরোনো নয় এবং প্রায় ২০১৯ এর শেষের দিকে এই ব্লগটি লাইভ হয়েছিল।
তবে অনেক কম সময়ের ভেতরেই ব্লগটি প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে।
- Alexa rank – 364,030
- Domain registration year – September 2019
- Average daily unique visits – 370
- Income source – N/A
- Topics covered – Gaming, PC build
২২. Somewhereinblog.net
Somewhereinblog.net, ব্লগটির ব্যাপারে আপনি জানেননা সেটার সুযোগ অনেক কম।
কারণ, গুগল সার্চে যেকোনো বাংলা বিষয়ে সার্চ করলে, এই ব্লগ অনেকেই খুঁজে পান।
ব্লগটি বেশিরভাগ, প্রযুক্তি, বিভিন্ন প্রশ্ন ও উত্তর, নিউজ ও অন্যান্য তথ্য, পার্সোনাল ব্লগ ইত্যাদি নিয়ে তথ্য পাবলিশ করে।
তবে কবিতা ও বাণী এবং আরো অনেক ভালো ভালো বিষয়ে কনটেন্ট আপনারা এই ব্লগে পাবেন।
একটি account register করে, আপনিও নিজের আর্টিকেল এখানে পাবলিশ করতে পারবেন।
- Alexa rank – 57651
- Domain registration year – May 2005
- Average daily unique visits – 6,089
- Income source – Adsense
- Estimated daily income – $40
- Topics covered – প্রযুক্তি, প্রশ্ন উত্তর, নিউজ ও অন্যান্য তথ্য, পার্সোনাল ব্লগ
২৩. Beginninghub.com
beginninghub.com, ওয়েবসাইটটি নতুন হলেও এই ব্লগের বিষয় আমার অনেক ভালো লেগেছে।
এখানে, Mr.
এবং, বিভিন্ন ভালো ভালো টপিক যেমন, ব্যবসা, মার্কেটিং, কম্পিউটার ইত্যাদি বিষয়ে এখানে আর্টিকেল রয়েছে।
যদি, ব্যবসার বিষয় নিয়ে নতুন নতুন তথ্য জেনেনিতে চাচ্ছেন, তাহলে এই ব্লগ আপনার কাজে আসবে।
এই ব্লগটি নতুন, তাই blog এর alexa ranking সহ অন্যান্য তথ্য গুলো কিছু দিন পরেই দেওয়া যেতে পারে।
- Domain registration year – May 2020
- Topics covered – Business, marketing, computer & mobile
আমাদের শেষ কথা,
আমি আশা করছি যে, best bangla blogs বা popular Bengali blogs কিছু নিয়ে লিখা আজকের এই আর্টিকেলটি আপনাদের অনেক ভালো লেগেছে।
আপনাদের প্রত্যেককেই অনুরোধ করবো যে, আর্টিকেলটি নিজের চেনা পরিচিত লোকেদের সাথে শেয়ার অবশই করুন।
কারণ, অনেকেই রয়েছেন যারা বাংলাতে তথ্য জেনে নিতে চান।
তবে, বিভিন্ন কারণে তারা এই সেরা বাংলা ব্লগ গুলি খুঁজে পারেননা।
ওপরে বলা বাংলা ব্লগ গুলির লিস্ট ও ডিরেক্টরি আমি সময়ে সময়ে আপডেট করতে থাকবো এবং সেরা ব্লগ গুলি যোগ করতে থাকবো।
তবে, যেগুলি ব্লগের বিষয়ে আমি লিখেছি, সেগুলি আমি আমার নিজের পছন্দের ওপর লিখেছি।
তাছাড়া, ব্লগ গুলির সাথে জড়িত তথ্য গুলি আমি বিভিন্ন online tool ব্যবহার করে বের করেছি।
তাই, তথ্য গুলি যেমন “estimated income” বা “estimated daily visits” সম্পূর্ণ সঠিক হওয়ার ভরসা আমি দিচ্ছিনা।
এগুলো একটি অনুমান কেবল।
এমনিতে আপনি যদি কিছু সেরা ও কাজের ব্লগের নাম জেনে থাকেন, তাহলে আমাকে নিচে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।
আমি, ব্লগ গুলি এই আর্টিকেলে অবশই আপডেট করতে থাকবো।
0 responses on "Best bangla blogs : জনপ্রিয় কিছু বাংলা ব্লগ সাইট গুলোর লিস্ট"